মন জয় কর ভালোবাসার ১ বছর পূর্তি উপলক্ষে স্ট্যাটাস চিঠি দিয়ে

প্রিয় পাঠক, আপনি কি আপনার সঙ্গীর মন জয় করার জন্য বা খুশি করার উপলক্ষে facebook পোস্ট করার জন্য ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস খুঁজছেন? তাহলে আর্টিকেলটি আপনার জন্য। কারণ এই আর্টিকেলে ভালোবাসার এক বছর ও ২, ৩, ৪, ৫ বছর পূর্তি স্ট্যাটাস উল্লেখ করা হয়েছে যেগুলো পোস্ট করে আপনি খুব সহজেই অনুগ্রহ পেতে পারবেন।
ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস, ভালোবাসার ১ বছর পূর্তি চিঠি
দেখুন, ভালোবাসা হচ্ছে মনের বিষয় কিন্তু ভালোবাসাকে কিছু বিশেষ সময়ে কথার মধ্যমে উপস্থাপন করতে হয়। কিন্তু অনেকে ভালোবাসে কিন্তু ভালোবাসাকে কথার মাধ্যমে উপস্থাপন করতে পারেন তাদের উপকার করার জন্য আমার এই পোস্ট। আপনারা যারা আপনাদের সঙ্গীদের ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস বা চিঠি দিতে চাচ্ছেন তারা আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।

ভূমিকাঃ ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস। 1 year anniversary of love status

আমাদের আজকের এই আর্টিকেল জুড়ে ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস বা ভালোবাসার এক বছর পূর্তি স্ট্যাটাস, ভালোবাসার 2 বছর পূর্তি স্ট্যাটাস, ভালোবাসার ৩ বছর পূর্তি স্ট্যাটাস, ভালোবাসার ৪ বছর পূর্তি স্ট্যাটাস ও ভালোবাসার ৫ বছর পূর্তি স্ট্যাটাস উল্লেখ করা হয়েছে যেগুলো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন।

ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস ও চিঠি

যত দীর্ঘ একটি বছর আপনাদের মধ্যে ভালোবাসা ছিল সে তো নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেক স্মৃতি বিজড়িত কাহিনী রয়েছে এবং আপনাদের মধ্যে অনেক পরিকল্পিত স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো আপনার একসাথে দেখেছিলেন। যদি কাউকে মন থেকে ভালোবাসা যায় তাহলে অবশ্যই তাকে ভোলা যায় না। কারণ ভালবাসা হৃদয় স্থাপিত হয় , মস্তিষ্কে নয়।

ভালবাসার স্ট্যাটাস প্রেমিক বা প্রেমিকাকে পাঠানোর আগে দেখবেন সেই স্ট্যাটাসের মধ্যে কিভাবে ইমোশনকে দেখানো হয়েছে। যদি আবেগ বা ইমোশনকে ভালোভাবে উপস্থাপন করা থাকে তাহলে সেই স্ট্যাটাসটি আপনার শুভাকাঙ্খিকে পাঠাতে পারেন। তাহলে আপনাদের অনেক উপকার হবে। কারণ মেয়েরা সবসময় তাদের প্রশংসা পছন্দ করে।
ভালোবাসার স্ট্যাটাস গুলো ভালোবাসা প্রকাশের একটি অন্যতম মাধ্যম তাই আপনি চাইলে ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস গুলো ব্যবহার করে আপনার ভালবাসার মানুষটিকে আপনার নিজের করে নিতে পারেন। সাধারণত ভালবাসার স্ট্যাটাস গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। একেকজনের ভালোবাসা যেহেতু একেক ধরনের হয়ে থাকে যেমনঃ রোমান্টিক , ভালোবাসার উপস্থাপনা , কমেডি , রাগান্বিত পরিস্থিতির ব্যবহার ইত্যাদি।

ভালোবাসার স্ট্যাটাসের প্রতিটি অক্ষর লেখার জন্য সুন্দর এবং চাপমুক্ত মস্তিষ্কের প্রয়োজন। আমার এই পরিশ্রমের লেখাগুলো দিয়ে আপনি আপনার ভালবাসার মানুষের সাথে শেয়ার করে অসাধারণ মুহূর্ত তৈরি করতে পারবেন। এই কথাগুলো শেয়ার করার মাধ্যমে আপনাদের যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি হতে পারে এমনকি আপনাদের প্রেমের গতি ও বৃদ্ধি পেতে পারে।

ভালবাসার স্ট্যাটাসগুলো রোমান্টিক ও রহস্যে পরিপূর্ণ থাকে। তাই এগুলো ভালবাসার মানুষের সাথে শেয়ার করলে ভালবাসা আরো বৃদ্ধি পায়। এই স্ট্যাটাসগুলো খোলামেলা বা রোমান্টিক সম্পর্কে হতে পারে তাই এগুলো আপনার গার্লফ্রেন্ড এর সাথে শেয়ার করতে ভুলবেন না।

দেখতে দেখতে একটি বছর পূর্তি হয়ে গেল! ভালোবাসার এক বছরে অনেক পথ চলা হয়েছে একসাথে। সাথে রয়েছে অনেক স্মৃতি বিজড়িত মুহূর্ত যেগুলো কখনোই ভোলার নয়। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত মজার ছিল আশা করি সামনের দিনেও মজার থাকবে। আশাকরি সবকিছু আগের মতো ভবিষ্যতেও থাকবে আমাদের পুরো জীবনে।
এই গত এক বছরে আমাদের মধ্যে দুটি জিনিস বৃদ্ধি পেয়েছে। সেই দুটি জিনিসের মধ্যে একটি হলো মেজাজ এবং অন্যটি হলো ভালোবাসা। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না ঠিক তেমনি আমাদের ভালোবাসা কারোর পরোয়া করে না। একটি বছর আমাদের প্রেমের সফর ছিল। না জানি দুজন দুজনকে কতবার ভুল বুঝেছি।

এই গত এক বছরে না জানি কতবার দুইজন দুইজনকে ভুল বুঝেছি। কত ঝগড়া হয়েছে আমাদের মধ্যে। এগুলো সব ভুলে গিয়ে ক্ষমা করে দিও। কারণ আমি জানি আমি তোমাকে ভালোবাসি। তাই তোমার প্রতিটি মুহূর্তে আমার কাছে মূল্যবান। কথা দাও কখনো ছেড়ে যাবে না। আমাদের এই এক বছরের সিঁড়ি পার হয়ে পরবর্তী বছরে যেন আমরা হ্যাপিনেসের দিকে এগিয়ে যায়। (আপনি যদি কোন মেয়েকে ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস এভাবে উপস্থাপন করতে পারেন তাহলে গ্যারান্টি দিয়ে বলা যায় ওই মেয়ে কান্না করে দিবে)

একটি বছর যেন এক পলকেই পার হয়ে গেল! আমাদের ভালোবাসার মুহূর্তের বয়স হয়ে গেল এক বছর। তোমার সাথে কাটানো প্রতিটি সময় ছিল আমার জন্য এক নতুন অনুভূতি , তুমি পাশে থাকলে জানো আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। আর তুমি পাশে না থাকলে যেন বিশ্বাস বন্ধ হয়ে যায়। এই বছরটি আমার জীবনের সবথেকে সেরা এবং মূল্যবান বছর ছিল।
ভালোবাসার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কারণ এটি একটি অদৃশ্য , হৃদয় নিংড়ানো , অশেষ অনুভূতির নাম। এটি একমাত্র হৃদয়ে অবস্থিত। এটি কোন মানুষের দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। কারণ অনুভূতি প্রকাশ করা যায় না। এটি শুধুমাত্র উপলব্ধি করতে হয়।

গত এক বছরে, আমরা আমাদের ভালবাসাকে অসীম পর্যায়ে নিয়ে এসেছি এবং তা আমরা আমাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে পূর্ণ করেছি। তোমার সাথে কাটানো আমার সময়গুলো আমার প্রতিদিন মনে পড়ে। তুমি আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সম্মানের অংশ যা নিয়ে আমি গর্বিত। আমার প্রতি তোমার এই ভালবাসার ভালবাসার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ।

প্রিয় ভালবাসার মানুষ, পৃথিবীর সবটুকু সুখ তোমার সাথে ভাগাভাগি করতে চায়। আমার সাথে কাটানো তোমার মূল্যবান সময়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা। তুমি আমার জীবনের সব থেকে বড় শখ আর তোমার কাছে আমার সব শখ সীমাবদ্ধ। আমার সকল ভালবাসা তোমার নামে উৎসর্গ করছি। তুমি আমার জীবনের এক অমূল্য উপহার।
ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস, ভালোবাসার ১ বছর পূর্তি চিঠি
আজকের উপলক্ষ আমাদের মমতাময়ী ১ বছরের সাধনার। আজ আমাদের ভালোবাসার ১ বছর পূর্ণ হল আজ। গত ১ বছরে আমাদের জীবনের সুখ , দুঃখ গুলো আমরা একসাথে পার করেছি। মৌমাছি যেমন তার চাকের মধ্যে একসাথে থাকে আমরাও যেন তেমন ভাবে থাকতে পারি। অগাধ শ্রদ্ধা এবং অবিরাম ভালবাসা রইলো প্রিয় তোমার প্রতি এই বিশেষ দিনে।

আমি জানি ভালবাসা হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এবং একটি অমূল্য সম্পদ। এজন্য আমি চায় না যে তোমার কারনে কোন মানুষের ক্ষতি হোক। কারণ যদি আমি তোমাকে না পায় তাহলে আমি অনেক মানুষের ক্ষতি করে দেব যারা তোমাকে আমার থাকে কেড়ে নিয়েছে। তাই আমি আশা করছি তুমি আমাকে ছেড়ে দিবে না।
আমাদের এই ভালোবাসার সময়কালে একে অপরকে বুঝতে শিখেছি, ভালবাসতে শিখেছি, সাহায্য করতে শিখেছি এবং সাপোর্ট করতে শিখেছি। তোমাকে সারা জীবন যেন এভাবেই আগলে রাখতে পারি সৃষ্টিকর্তা যেন আমাদের এই সুযোগ করা দেয় সৃষ্টিকর্তার কাছে আমার এই আবদার। তোমাকে হারিয়ে ফেললে আমার যেন মরণ হয়।

ভালোবাসার ১ বছর পূর্তি উপলক্ষে facebook স্ট্যাটাস
  • আরো ১ বছর তোমার সাথে কাটিয়ে ফেললাম।
  • গত ১ বছরে তোমার সাথে প্রতিটি দিনই একটি নতুন শুরু।
  • তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় উপহার।
  • গত ১ বছর থেকে তোমার সাথে আমার জীবন আরো সুন্দর হয়ে উঠেছে।
  • গত ১ বছর থেকে তোমার হাসি আমার দিনকে উজ্জ্বল করে তোলে।
1 year anniversary of love status romantic
  • তোমার চোখে আমি সারা জীবন হারিয়ে যেতে চাই।
  • তোমার সাথে প্রতিটি মুহূর্তই যেন স্বর্গীয় অনুভূতি।
  • তুমি আমার স্বপ্নের রাজকন্যা।
  • তোমার জন্য আমার ভালোবাসা ও মায়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
  • তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার।
হাসির facebook স্ট্যাটাস
  • আরো ১ বছর আমার পাগলামি সহ্য করার জন্য তোমাকে অভিনন্দন!
  • তোমার সাথে থাকা মানে হাসি, মজা, অনেক পাগলামি ও ছোট্ট ছোট্ট ভালোবাসার অনুভূতিুত।

ভালোবাসার ১ বছর পূর্তি উপলক্ষে কবিতা

তুমি আমার হৃদয়ের ধ্বনি, তুমি আমার জীবনের সুর।
তোমার প্রতি আমার ভালোবাসা যেন সমুদ্রের গভীরতা।
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।
তোমার সাথে আমার প্রেমের গল্প চিরকাল স্মরণীয় থাকবে।
তোমার স্পর্শ আমার প্রাণে জাগিয়ে তোলে নতুন আশা।

আশা করি বুঝতে পেরেছেন ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস ও চিঠি কিভাবে লিখতে হয়। এই আর্টিকেলে যেভাবে উপস্থাপন করা হয়েছে আপনি যদি হুবহু সেইভাবে লিখে আপনার সঙ্গীকে দিতে পারেন তাহলে আপনার সঙ্গীর মন জয় করতে পারবেন। এছাড়া আপনি এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়ও নির্দ্বিধায় পোস্ট করতে পারবেন।

ভালোবাসার 2 বছর পূর্তি স্ট্যাটাস

আমাদের আর্টিকেলের উপরের অংশে ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস ও চিঠি উল্লেখ করা হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই আবার জানতে চেয়েছে ভালোবাসার 2 বছর পূর্তি স্ট্যাটাস কিভাবে লিখতে হয়? তাই আপনাদের সুবিধার্থে আর্টিকেলের এই অংশে ভালোবাসার 2 বছর পূর্তি স্ট্যাটাস ও চিঠিগুলো উল্লেখ করা হবে যার ফলে আপনারা এ সম্পর্কে ধারণা পাবেন।

ভালোবাসার 2 বছর পূর্তি facebook স্ট্যাটাস
  • আজ আমাদের ভালোবাসার ২ বছর পূর্ণ! তোমার সাথে প্রতিটি মুহূর্ত স্বর্ণাক্ষরে লেখা।
  • ২ বছর আগে আজকের দিনে আমাদের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। তোমার জন্য আমি কৃতজ্ঞ।
  • তোমার হাসি আমার দিনকে সুন্দর করে তোলে। আরো অনেক বছর একসাথে কাটাতে চাই।
  • তোমার সাথে প্রতিটি দিনই আমার জন্য একটি নতুন শুরু। ভালোবাসি তোমাকে।
রোমান্টিক facebook স্ট্যাটাস
  • তোমার সাথে এই ২ বছর ছিল জাদুর মতো চমৎকার।
  • তোমার চোখে আমি আমার পুরো জীবন দেখতে পাই।
  • তুমি সাথে থাকলে আমি নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করি।
  • তোমার প্রতি আমার ভালোবাসা গত ২ বছর ধরে বাড়ছে।
facebook স্ট্যাটাস কৌতুকপূর্ণ
  • 2 বছর আগে আজকের এই তারিখে আমি ভেবেছিলাম তুমিই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু দেখো, ২ বছর পরেও মনে হচ্ছে আমার জীবনে আমি তোমাকে অনেক পরে পেয়েছে।
  • ২ বছর আগে গৌরীপুর মোড়ে মির্জার দোকানের সামনে আমি তোমাকে প্রপোজ করেছিলাম। তুমি যদি না রাজি হতে, তাহলে আজ আমি কোথায় থাকতাম ভাবতেও ভয় করে।

ভালোবাসার ৩, ৪, ৫ বছর পূর্তি স্ট্যাটাস

উপরে উল্লেখিত ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস ও ভালোবাসার 2 বছর পূর্তি স্ট্যাটাস গুলোর মত ঠিক একই ভাবে আপনি চাইলে যেকোন বছরের স্ট্যাটাস নিজেই তৈরি করতে পারবেন খুব সহজেই। তো চলুন জেনে নেওয়া যাক সেই গোপন টিপস যেটি অনুসরণ করলে আপনি যেকোন বছর পূর্তি উপলক্ষে ভালোবাসার স্ট্যাটাস তৈরি করতে পারবেন।

বছর পূর্তি ভালোবাসার স্ট্যাটাস গুলো সব একই হয় শুধুমাত্র বছরগুলো সাজিয়ে লিখলেই হবে। অর্থাৎ ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস গুলোর মত একইভাবে লিখবেন শুধুমাত্র ১ বছর এর স্থানে ৩, ৪ ও ৫ বছর লাগিয়ে দেবেন। ঠিক এভাবে আপনি চাইলে তত বছরের স্ট্যাটাস ও চিঠি লিখতে পারবেন এতে কোন ধরনের সমস্যা হবে না।

শেষ কথাঃ ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস

তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন আর্টিকেলে অন্য কোন বিষয়ে আলোচনার জন্য। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আর আজকের এই ভালোবাসার ১ বছর পূর্তি স্ট্যাটাস সম্পর্কে লেখা আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই আর্টকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩