almex 400 ও 10 ml সিরাপ খাওয়ার নিয়ম, এটি কি চুষে খেতে হয়

আজকের এই আর্টিকেলে almex ওষুধ সম্পর্কিত সকল তথ্য বিশেষ করে almex 400 খাওয়ার নিয়ম, almex 10 ml খাওয়ার নিয়ম এবং almex 400 কি চুষে খেতে হয় নাকি এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আপনি যদি এ সমস্ত তথ্যগুলো জানতে চান তাহলে আপনাকে অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক almex 400 খাওয়ার নিয়ম সম্পর্কে।
almex-400-এর-কাজ-কি-almex-400-খাওয়ার-নিয়ম-almex-10-ml-খাওয়ার-নিয়ম-almex-সিরাপ-খাওয়ার-নিয়ম-almex-400-কি-চুষে-খেতে-হয়
যেহেতু এটি একটি স্বাস্থ্য বিষয় আপনার উচিত ধৈর্য ধরে মনোযোগ সহকারে পড়া আর যদি হাতে সময় না থাকে তাহলে পরবর্তী সময়ে পড়তে পারেন। যেহেতু almex হচ্ছে কৃমিনাশক ঔষধ তাই এটি সেবন করার পূর্বে almex 400 এর কাজ কি, almex 400 খাওয়ার নিয়ম এবং almex 10 ml খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে যা এই আর্টিকেলেই বিস্তারিত আলোচনা করা হয়েছে।

almex 400 এর কাজ কি

almex ঔষধের বিভিন্ন শ্রেণি বিভাগ রয়েছে যেগুলো ব্যক্তি এবং পরিস্থিতি ভেদে বিভিন্নভাবে সেবনের নির্দেশিত হয়। তবে এই অংশে যেটি নিয়ে কথা বলা হবে সেটি হচ্ছে almex 400 mg ট্যাবলেট জাতীয় ওষুধ। যেহেতু আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছে almex 400 এর কাজ কি তাই তাদের সুবিধার্থে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

প্রথমেই বলে নিচ্ছি almex ওষধ মূলত কৃমিনাশক অর্থাৎ যেকোনো ধরনের কৃমি দূর করতে almex এর ট্যাবলেট, সিরাপ খুব ভালো কাজ করে। Almex 400 একটি কৃমিনাশক ঔষধ। এর মূল উপাদান হল Albendazole। এই ঔষধটি বিভিন্ন ধরনের অন্ত্রের পরজীবী কীটকে মারতে ব্যবহৃত হয়। যার ফলে কোন ব্যক্তির কৃমির সমস্যা দেখা দিলে এই almex 400 খাওয়ার নিয়ম অনুসরণ করে সেবন করলে ভালো হয়ে যায়।

কিন্তু আপনি কি জানেন এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। এই ট্যাবলেটটি পরজীবীর শক্তি কমিয়ে দেয়, এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে ট্যাবলেটটি কিভাবে শক্তি কমে যায়? তো যাদের মনে এই ধরনের প্রশ্ন রয়েছে তারা জেনে নিন, Almex পরজীবীর গ্লুকোজ গ্রহণে বাধা দিয়ে এর শক্তিস্তরকে হ্রাস করে ফেলে।

এটি করার পাশাপাশি ট্যাবলেটটি পরজীবীকে নিষ্ক্রিয় করে ফেলে যার ফলে কৃমি জাতীয় পরজীবী নিশ্চল হয়ে মারা যায়। তাই আপনার যদি অল্প সময় ধরে কিংবা দীর্ঘ সময় ধরে কৃমির সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করে এবং খাওয়ার নিয়ম অনুসরণ করলে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই যন্ত্রণাদায়ক যেকোনো ধরনের কৃমি রোগ থেকে আরোগ্য লাভ করবেন।

almex 400 ট্যাবলেটটি অন্ত্রের বিভিন্ন ধরনের পরজীবী বা কীটকে মেরে ফেলে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
  • এন্টারোবিয়াস ভার্মিকুলারিস (পিনওয়ার্ম)
  • অস্কারিস লুমব্রিকয়েডিস (রাউন্ডওয়ার্ম)
  • এনসাইলোস্টোমা ডিওডেনাল এবং নেকাটার এমেরিক্যানাস (হুক ওর্ম)
  • হাইডাটিড ডিজিজ (একিনোকক্কোসিস)
  • জিয়ারডিয়াসিস
আশা করছি বুঝতে পারছেন যে এই ট্যাবলেটটি কতটুকু শক্তিশালী যার ফলে উল্লেখিত পরজীবী গুলোকে অনায়াসে মেরে ফেলতে পারে। তবে এই ট্যাবলেট খাওয়ার পূর্বে আপনি অবশ্যই এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন এবং একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করে সেবন করবেন।

যেহেতু এই ঔষধের ট্যাবলেট এবং সাসপেনশন ক্যাটাগরি রয়েছে তাই ব্যক্তি ও বয়স ভেদে সঠিকভাবে সেবন না করলে কোন ভাবেই ভালো ফলাফল পাওয়া সম্ভব নয়। তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন almex 400 এর কাজ কি। তবে এই ট্যাবলেট এর সর্বোচ্চ ফলাফল পেতে অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা আবশ্যক।

almex 400 খাওয়ার নিয়ম

আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন খাওয়ার নিয়ম কি? তাই আপনাদের সুবিধার্থে আমাদের আর্টিকেলের এই অংশে আলোচনা করা হবে almex 400 খাওয়ার নিয়ম নিয়ম সম্পর্কে। আপনারা অনেকেই শুধু মাত্র almex 400 mg ট্যাবলেট এর কাজ কি তা জানার পরে খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এমনকি চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করেন।

তো যারা এরকম করছেন তাদের সতর্কতা অবলম্বনের জন্য বলছি almex ট্যাবলেট এবং সাসপেনশনের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাই আপনি যদি ট্যাবলেটসহ almex 10 ml খাওয়ার নিয়ম অনুসরণ না করে সেবন করেন কিংবা সেবন করান তাহলে almex এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্মুখীন হতে পারেন। তাই আপনাদের উচিত এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানা এবং সেবনের পূর্বে একজন চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করা।

তো যাই হোক, almex 10 ml সাসপেনশন মূলত বাচ্চাদের কৃমি দূর করার জন্য সেবন করানোর নির্দেশনা দিয়ে থাকে চিকিৎসারা। আর প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে almex 400 ট্যাবলেট। তো এই অংশের পরবর্তীতে almex 10 ml খাওয়ার নিয়ম উল্লেখ করা হয়েছে অর্থাৎ এটি জানলে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন।

যেকোন ঔষধের কার্যকারিতা পরিপূর্ণভাবে নির্ভর করে এর সেবন বিধির উপরে তাই আপনি যদি ভুল পদ্ধতিতে দীর্ঘদিন যাবতও সেবন করেন তাহলে কোন ধরনের উপকারিতা পাবেন না। তাই আপনাদের উচিত যে কোন ধরনের ওষুধ সেবন করার পর অবশ্যই তার সেবন বিধি কিংবা ডোজ জেনে নেওয়া।
যার ফলে আপনি ওই ওষুধের পরিপূর্ণ কার্যকারিতা পাবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকতে পারবেন।

তো যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের জন্য almex 400 খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে খাবার পরে একটি করে almex 400 mg ট্যাবলেট সেবন করা। আপনি চাইলে ট্যাবলেটটি পানি দিয়ে কিংবা চুষে খেতে পারবেন এতে কোন ধরনের সমস্যা নেই। তবে আপনি যদি দিনে একটি করে সেবন করে পর্যাপ্ত কার্যকারিতা পরিলক্ষিত না করেন তাহলে একদিনে সর্বোচ্চ দুইটি ট্যাবলেট খেতে পারবেন।

যেহেতু এটি সপ্তাহে একটি খাওয়ার নিয়ম তাই আপনাকে প্রতি সপ্তাহে একটি করে ট্যাবলেট খেতে হবে। তবে দীর্ঘদিন যাবত কখনোই করা যাবে না। আপনি সর্বোচ্চ একমাস যাবত সপ্তাহে একটি করে সেবন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন ট্যাবলেটটি খাবার নিয়ম সম্পর্কে। তবে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে এই আর্টিকেলটি পড়ার পরে আপনারা কখনোই এটি খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন না।

কারণ শুধুমাত্র একজন চিকিৎসকই পারবে আপনার জন্য সঠিক ডোজে ঔষধ সেবনের নির্দেশনা দিতে। কারণ প্রথমে তারা আপনার স্বাস্থ্যের পরিস্থিতি এবং রোগের ধরন পর্যবেক্ষণ করবেন। তারপর সকল কিছু বিচার বিশ্লেষণ করে সেবনের নির্দেশনা দিবেন। তাই আমি ব্যক্তিগতভাবে আপনাদের অনুরোধ করছি আপনারা যেকোন ঔষধ সেবনের পূর্বে এমবিবিএস কিংবা মেডিসিনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন।

almex 400 কি চুষে খেতে হয় নাকি পানি দিয়ে

আর্টিকেলের এই অংশের ঠিক ওপরের অংশে almex 400 খাওয়ার নিয়ম আপনাদের পরিপূর্ণভাবে জানানো হয়েছে তাই আপনি যদি উপরের অংশটুকু মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন যে almex 400 কি চুষে খেতে হয় নাকি পানি দিয়ে খেতে হয়। তবে আরও বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

আপনার মনে হতে পারে almex 400 কি চুষে খেতে হয় নাকি? কারণ আমাদের সমাজে একটি রীতি প্রচলিত রয়েছে যে কৃমিনাশক ঔষধ গুলো চুষে খেতে হয় এবং এগুলো কখনোই পানি দিয়ে খাওয়া যাবে না। তো যারা এই ধরনের ভুল ভ্রান্তিমূলক তথ্য বিশ্বাস করছেন তারা আসল তথ্যটি আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন।

চিকিৎসা বিজ্ঞান মতে কৃমিনাশক ঔষধ গুলো আপনি পানি দিয়ে এবং চুষে দুইভাবে খেতে পারবেন এতে কোন ধরনের সমস্যা হবে। তবে আমি পরামর্শ দিব যে আপনারা চুষে খাওয়ার চেষ্টা করবে কারণ চুষে খেলে এই ট্যাবলেট এর কার্যকারিতা সামান্য পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন almex 400 কি চুষে খেতে হয় কিনা এই সম্পর্কে।

almex 10 ml খাওয়ার নিয়ম - almex সিরাপ খাওয়ার নিয়ম

আর প্রাপ্তবয়স্কদের পাশাপাশি বাচ্চাদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের যেমনঃ ফিতা কৃমি, গোল কৃমি আরো ইত্যাদি ধরনের কৃমির সংক্রমণ দেখা দিতে পারে। তো আপনার বাচ্চার যদি কৃমির কারণে পেটে ব্যথা করে তাহলে almex 10 ml এর সাসপেনশন বা সিরাপ খাওয়ানোর মাধ্যমে খুব অল্প সময়ে কৃমি দূর করতে পারবেন।

তবে এটি আপনার বাচ্চাকে সেবন করানোর পূর্বে অবশ্যই almex 10 ml খাওয়ার নিয়ম জেনে নিতে হবে। যেহেতু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে তাই আপনি যদি ভুল ডোজে যেকোন ঔষধ সেবন করান তাহলে উপকারিতার পরিবর্তে পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে। তাই বিশেষ করে বাচ্চাদের যেকোন ওষুধ খাওয়ানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে।

যাদের বয়স এক বছরের নিচে তাদেরকে কখনোই almex 10 ml সাসপেনশনটি খাওয়ানো যাবে না অর্থাৎ যাদের বয়স এক মাস থেকে ১২ মাস পরিপূর্ণ হওয়ার কিছুদিন কম রয়েছে তাদের কখনোই এটি সেবন করানো যাবে না। কারণ almex 10 ml সিরাপ এর মধ্যে যেসব উপাদান রয়েছে সেসব উপাদানকে হজম করার শক্তি এক বছরের কম বয়সী বাচ্চাদের হয়নি।

তবে যাদের বয়স এক বছরের উপরে তাদের almex 10 ml খাওয়ার নিয়ম হচ্ছে রাতে ভরা পেটে এক চামচ বা 5 ml সেবন করা। এক বোতল almex সিরাপে 10 ml থাকে অর্থাৎ দুই চামচ। এক চামচ সমান যদি 5 ml হয় তাহলে এক বোতলে মাত্র ২ চামচ সিরাপ থাকে। শিশুদের সংক্রমিত কৃমির ধরনের সেবনের নির্দেশনা দেওয়া হয়।

যেহেতু একটি বোতলে দুই চামচ সিরাপ থাকে তাই প্রথম দিন রাতে ভরা পেটে এক চামচ খাওয়ানোর পরে যদি কৃমি ভালো হয় কিংবা না হয় তাহলেও সাত দিন পরে অবশিষ্ট এক চামচ খাওয়াতে হবে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আপনি almex 10 ml সিরাপের এক চামচ আজকে রাতে খাওয়ান তাহলে তার সাত দিন পরে অবশিষ্ট এক চামচ আবার খাওয়াই দিবেন। তবে কখনোই দুই চামচ একসাথে খাওয়া যাবেনা। আশা করি বুঝতে পেরেছেন almex 10 ml খাওয়ার নিয়ম সম্পর্কে।

almex এর পার্শ্ব প্রতিক্রিয়া

almex এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছে পাকস্থলী ও অন্ত্রের সমস্যা, মাথা ও স্নায়ুতন্ত্রের সমস্যা, অ্যালার্জিক প্রতিক্রিয়া, এবং যকৃতের সমস্যা দেখা দেওয়া। তাই আপনি যদি এই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো থেকে রেহাই পেতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করে তার দেওয়া সেবন বিধি অনুসারে খেতে হবে।

almex 400 ট্যাবলেটের দাম কত

almex 400 ট্যাবলেটের প্রতি পাতার দাম ২০ টাকা। এ ট্যাবলেটের যেহেতু বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিটিক্যাল এর প্রস্তুতকৃত তাই আপনি যে কোন ফার্মেসি থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন। বলা যেতে পারে বাংলাদেশের প্রায় প্রত্যেক ফার্মেসিতেই এই ট্যাবলেটটি আপনি পেয়ে যাবেন। আপনাকে অতিরিক্ত ভাবে আর খোঁজা লাগবে না।

almex 10 ml সিরাপ এর দাম কত

almex 10 ml সিরাপ এর দাম মাত্র ২৩ টাকা।

শেষ কথাঃ

আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনি almex 400 খাওয়ার নিয়ম, almex 400 কি চুষে খেতে হয় এবং almex 10 ml খাওয়ার নিয়ম বিস্তারিত জানতে পেরেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আর্টিকেলে এই ওষুধ সম্পর্কে সকল তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে উপস্থাপিত তথ্যগুলো বাদেও আপনি যদি অতিরিক্ত ভাবে কোন কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আপনাদের করা কমেন্টগুলো নজরদারি করার জন্য আমাদের বেশ কিছু মেন্টর নিয়োগ দেওয়া রয়েছে যারা আপনাদের প্রত্যেকটি কমেন্ট গুলোর মূল্যায়ন করে। এছাড়া আমাদের ওয়েবসাইটে প্রকাশিত গুরুত্বপূর্ণ নিত্য নতুন আর্টিকেলগুলো সবার আগে পেতে ওয়েবসাইটকে ফলো করে পাশে থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩