duralax খাওয়ার নিয়ম, খাওয়ার আগে না পরে, 5 mg এর কাজ কি এ। ডুরালাক্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া, দাম কত

প্রিয় পাঠক, আপনি কি duralax ট্যাবলেট সম্পর্কে সকল তথ্য বিশেষ করে duralax খাওয়ার নিয়ম, duralax খাওয়ার আগে না পরে এবং অন্যান্য সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলটা আপনার জন্য। কারণ আজকের আর্টিকেলে ডুরালাক্স ট্যাবলেট সম্পর্কে সকল তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাড়তি কথা না বলে জেনে নেওয়া যাক duralax খাওয়ার নিয়ম সম্পর্কে।
duralax-খাওয়ার-নিয়ম-duralax-খাওয়ার-আগে-না-পরে-duralax-5-mg-এর-কাজ-কি-ডুরালাক্স-ট্যাবলেট-এর-পার্শ্বপ্রতিক্রিয়া-ডুরালাক্স-ট্যাবলেট-এর-দাম-কত
যেহেতু এটি একটি স্বাস্থ্য বিষয় আর্টিকেল তাই আপনার উচিত আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়া। কারণ আপনি যদি সহকারে পড়তে না পারেন তাহলে এর কার্যকারিতা এবং duralax খাওয়ার নিয়ম জানতে পারবেন না। আর সঠিকভাবে সেবন করতে না পারলে আপনি ডুরালাক্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে রেহাই পাবেন না।

duralax 5 mg এর কাজ কি

আপনাদের মধ্যে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন duralax 5 mg এর কাজ কি? তাই আপনাদের সুবিধার্থে আর্টিকেলের প্রথম অংশেই duralax 5 mg এর কাজগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে আপনারা এ কাজগুলো জানার পরেই কখনোই ট্যাবলেটটি খাওয়ার সিদ্ধান্ত নেবেন না কারণ যে কোন ওষুধ খাওয়ার পরে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনার প্রয়োজন রয়েছে।

তবে আর্টিকেলে যেসব তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে সেগুলো duralax ট্যাবলেট সম্পর্কে আপনাদের ধারণা বৃদ্ধি করবে। তবে আপনারা যদি চিকিৎসকের নির্দেশনা নেওয়ার পর্যাপ্ত সময় না পান তাহলে duralax খাওয়ার আগে না পরে এই তথ্যটি জেনে নেওয়ার পরে খেতে পারেন। যাই হোক চলুন এই ট্যাবলেটের কার্যকারিতা সম্পর্কে আগে জেনে নেওয়া যাক।

duralax হচ্ছে 5 mg এর ট্যাবলেট জাতীয় ঔষধ। এই ট্যাবলেটটি উৎপাদন করেছে অপসোনিন ফার্মাসিটিক্যাল লিমিটেড, যার ফলে এই ওষুধের কার্যকারিতা অনেক ভালো এবং বাংলাদেশ ব্যাপী এই কোম্পানির সকল ঔষদেরই ব্যাপক চাহিদা রয়েছে।

ডুরালাক্সের মূল উপাদান বিসাকোডিল। এটি অন্ত্রের দেয়ালকে উদ্দীপিত করে এবং পানি ও ইলেক্ট্রোলাইটকে অন্ত্রে প্রবেশ করতে সাহায্য করে। ফলে মল নরম হয় এবং সহজে বের হয়ে আসতে পারে। অর্থাৎ কষা পায়খানা, নতুন কোষ্ঠকাঠিন্য, পুরাতন কোষ্ঠকাঠিন্য, গুটি গুটি পায়খানা, সপ্তাহে ৩ দিনের কম পায়খানা হয়, পায়খানার চাপ আছে কিন্তু পায়খানা হয় না ইত্যাদির যত ধরনের কোষ্ঠকাঠিন্য রয়েছে সবগুলো দূর করতে চিকিৎসকেরা duralax 5 mg ট্যাবলেটটি খাওয়ার নির্দেশনা দিয়ে থাকে।

duralax 5 mg এর কাজ কি
  • কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা ভালো করে
  • মলত্যাগের আগে অন্ত্র পরিষ্কার
  • মলত্যাগ স্বাভাবিক অবস্থানে নিয়ে আসে
এক কথায় বলা যেতে পারে এই ট্যাবলেটের প্রধান এবং প্রথম কার্যকারিতা হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে পায়খানা নরম করা। আপনার যদি নিয়মিত মলত্যাগ না হয় তাহলে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন। কারন ট্যাবলেটটি সঠিক নিয়মে সেবন করলে আপনি এই কষ্টদায়ক কষা পায়খানা কিংবা কোষ্ঠকাঠিন্য থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন।

যাদের নিয়মিত টয়লেট হয় না তাদের শরীর ও রোগা পাতলা হয়ে যায় কারণ এরকম পরিস্থিতিতে সঠিকভাবে খাবার খাওয়া যায় না আবার খাবার খেলেও হজম হয় না। যার ফলে শরীর ধীরে ধীরে ভঙ্গুর হয়ে পড়ে। আমাদের আশপাশে এরকম অনেক লোক রয়েছে যারা বেশ কয়েকদিন পরপর মলত্যাগ করে তো তাদের জন্য এই ট্যাবলেটই হতে পারে সাধারণ সমাধান।

এছাড়া ডুরালাক্স ট্যাবলেট এর আরেকটি কার্যকারিতা রয়েছে সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়। আর অস্ত্রোপচারের আগে অন্ত্র পরিষ্কার করতে হয়। এই অন্ত্র পরিষ্কারের ক্ষেত্রেও অনেক চিকিৎসকেরা রোগীদের ট্যাবলেট হিসেবে নির্দেশনা দেন তার ফলে সহজে রোগ নির্ণয় করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন duralax 5 mg এর কাজ কি।

duralax খাওয়ার নিয়ম

অনেকে এই ট্যাবলেটের কার্যকারিতা জানার পরে খাওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু সেটি মোটেও উচিত নয় কারণ যে কোন ওষুধ খাওয়ার নিয়ম শুধুমাত্র চিকিৎসকেরাই নির্ধারণ করতে পারবে। তবে যেহেতু এটি কোষ্ঠকাঠিন্য দূর করার ট্যাবলেট তাই আপনি যদি চিকিৎসক নির্দেশিত duralax খাওয়ার নিয়ম এবং duralax খাওয়ার আগে না পরে এটি জেনে থাকেন তাহলে সাময়িক সময়ের জন্য সেবন করতে পারবেন।
তাছাড়া আপনি যদি কোন ধরনের নির্দেশনা গ্রহণ না করে ট্যাবলেটটি সেবন করেন তাহলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ডুরালাক্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো দেখা দিতে পারে। তাই সেবন বিধির ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঠিক নিয়ম অনুসরণ করে সেবন করতে হবে তাহলেই আপনি আসল ফলাফল পাবেন। তাছাড়া আপনি যদি অনিয়ম করে ট্যাবলেটটি সারাজীবনও সেবন করেন তাহলে আপনার টাইট পায়খানা নরম হবে না।

যেহেতু এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের সেবনের জন্য নির্দেশিত রয়েছে তাই যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের জন্য duralax খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রে ঘুমানোর পূর্বে কুসুম গরম পানি দিয়ে ১ টি থেকে ২ টি ডুরালাক্স ট্যাবলেট সেবন করা। তবে ১ টি থেকে ২ টি ট্যাবলেট খেয়ে আপনি যদি আশানুরূপ ফলাফল না পান তাহলে ১ দিনে সর্বোচ্চ ৪ টি ট্যাবলেট সেবন করতে পারবেন।

তবে এই ট্যাবলেটটি কখনোই দীর্ঘ সময়ের জন্য সেবন করা যাবে না। একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করে তিনি যতদিন পর্যন্ত এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিবেন ঠিক ততদিনই সেবন করতে হবে। আর যারা গর্ভবতী কিংবা স্তন্যদানকারী রয়েছে তাদের এই ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন প্রসূতি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

duralax খাওয়ার আগে না পরে

এই ট্যাবলেটের খাওয়ার নিয়ম জানার পরেও আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর সেটি হচ্ছে duralax খাওয়ার আগে না পরে খেতে হবে? তো আপনারা যারা কোষ্ঠকাঠিন্যের কারণে ট্যাবলেটটি খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদের অবশ্যই এই প্রশ্নের উত্তরটি জেনে রাখার প্রয়োজন বলে আমি মনে করি কারণ সঠিক ডোজে আপনি যদি সেবন না করেন তাহলে কখনোই উপকারিতা পাবেন না।

তো যাই হোক, যেহেতু ট্যাবলেটটি খাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তাই আপনারা রাতের খাবার খাওয়ার ২ ঘন্টা পূর্বে কিংবা ২ থেকে ৩ ঘণ্টা পরে কুসুম গরম পানি দিয়ে সেবন করবেন। কারণ এই ট্যাবলেটটি কখনোই ভরা পেটে কিংবা খাবার পরে সেবন করা যাবে না। তাই আপনি যদি খালি পেটে সেবন না করেন তাহলে কখনোই আমার কাঙ্খিত রোগটি অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করতে পারবেন না।

ডুরালাক্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

অন্যান্য ট্যাবলেট এর মত ডুরালাক্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তবে আপনি যদি নির্দিষ্ট ডোজে ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে পার্শ্ব প্রতিক্রিয়ার হারকে হ্রাস করতে পারবেন। এজন্য আপনাদের সব সময় উচিত যে কোন ট্যাবলেট সেবনের পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করার কারণ তিনি আপনার শারীরিক পরিস্থিতি এবং রোগের ধরন পর্যালোচনা করে সেবনের নির্দেশনা দিবেন।

ডুরালাক্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছেঃ মাথাব্যথা, ডায়রিয়া, এলার্জিক প্রতিক্রিয়া ইত্যাদি। তবে যাদের আগেই এলার্জির সমস্যা রয়েছে তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আপনার চিকিৎসককে এলার্জির বিষয়ে অবগত করবেন না হলে ঔষধের মিথস্ক্রিয়া দেখা দিতে পারে। আর মিথস্ক্রিয়াও এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া।

ডুরালাক্স ট্যাবলেট এর দাম কত

ডুরালাক্স ট্যাবলেট এর কার্যকারিতার তুলনায় দাম খুবই কম যার ফলে এটি দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। ডুরালাক্স ট্যাবলেট এর প্রতি পিসের দাম ৭০ পয়সা এবং ১ পাতার দাম ৭ টাকা। বাংলাদেশের যে কোন ফার্মেসিতে আপনি খুব সহজেই এই ট্যাবলেট টি পেয়ে যাবেন কারণ বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের একটি ট্যাবলেট এটি।

শেষ কথা

আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি duralax 5 mg এর কাজ কি, duralax খাওয়ার নিয়ম এবং duralax খাওয়ার আগে না পরে এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আজকের এই আর্টিকেলে এই ট্যাবলেট সম্পর্কিত সকল তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে এবং তুলনামূলক আলোচনা করা হয়েছে।

এই ট্যাবলেট সম্পর্কে আপনাদের যদি আরো অতিরিক্ত কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে নজরদারি করার জন্য আমাদের ওয়েবসাইটে বেশকিছু মেন্টরের নিয়োগ দেওয়া রয়েছে আপনি কমেন্ট করার কিছু সময়ের মধ্যেই উত্তর পেয়ে যাবেন। আর আমাদের ওয়েবসাইটে প্রকাশিত নিত্য নতুন আর্টিকেল পেতে ফলো করে পাশেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩