giane 35 এর কাজ কি, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম

প্রিয় পাঠক, আপনি কি জানতে চাচ্ছেন giane 35 এর কাজ কি, giane 35 খাওয়ার নিয়ম এবং giane 35 এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে? তাহলে আর্টিকেলটি আপনার জন্য। কারণ এই আর্টিকেলে giane 35 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই যারা এটি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
giane-35-এর-কাজ-কি-giane-35-খাওয়ার-নিয়ম-giane-35-এর-পার্শ্বপ্রতিক্রিয়া-giane-35-এর-দাম-কত-টাকা

giane 35 এর কাজ কি

আপনার অনেকেই জানতে চেয়েছেন giane 35 এর কাজ কি? তাই আপনাদের সুবিধার্থে আর্টিকেলের এই অংশ আলোচনা করা হবে। তবে আপনারা giane 35 সম্পর্কে এই তথ্যগুলো জানার পাশাপাশি giane 35 খাওয়ার নিয়ম এবং giane 35 এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও জেনে নিবেন। কারণ অনেকে খাওয়ার নিয়ম না জানার ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হয়।

এমন অনেক ব্যক্তি রয়েছে যারা শুধুমাত্র giane 35 এর কাজ কি জানার পরে আর কোন কিছু না জেনে খাবার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু যেহেতু আপনারা এই আর্টিকেলে প্রবেশ করেছেন তাই আমি চাইবো আপনারা যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হন এবং পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন না হয়। তবে এজন্য আপনাদের অবশ্যই আর্টিকেলটি পরিপূর্ণ শেষ পর্যন্ত পড়তে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এর কাজ সম্পর্কে বিস্তারিত।
giane 35 এর কাজ অনেক রয়েছে অর্থাৎ আমি যদি সিরিয়াল অনুসারে বলা শুরু করি তাহলে অনেকগুলো পয়েন্ট হবে। তবে আপনাদের সুবিধার্থে আমি এই ট্যাবলেটের কিছু কার্যকর এবং সবথেকে বহুল ব্যবহৃত কাজগুলো সম্পর্কে আলোচনা করব যেসব রোগের চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা এই ট্যাবলেটটি খাবার নির্দেশনা দিয়ে থাকেন।

giane 35 এর কাজ কি
  • হরমোনের সমস্যা
  • অনিয়মিত মাসিক
  • মহিলাদের মুখে লোম গজালে
  • ব্রনের সমস্যায়
হরমোনের সমস্যা
হরমোন হচ্ছে এমন এক জিনিস যেটি নিঃসরণের মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ কাজ করে থাকে। অর্থাৎ হরমোনকে বলা হয় সকল কাজের একক। যদি কোন কাজের জন্য আমাদের মস্তিষ্ক থেকে ওই কাজের নির্দেশনা হিসেবে হরমোন নিঃসরিত না হয় তাহলে আমরা কখনোই ওই কাজটি করতে পারবো না।

বিশেষ করে অনুভূতি ধরনের সকল কাজগুলো হরমোনের মাধ্যমে সম্পূর্ণরূপে নির্দেশিত হয়। যে কোন কাজ করার শুরুতে আমাদের ব্রেন থেকে ওই কাজের প্রতি নির্দেশনা হিসেবে ইঙ্গিত আসে এবং সেই ইঙ্গিত অনুসারে আমাদের ব্রেন কর্তৃক নির্দেশিত হয়ে আমাদের অঙ্গ চালানোর শুরু যার মাধ্যমে আমরা যেকোনো কাজ করতে পারি।

উদাহরণ হিসাবে ধরুন আপনি টক জাতীয় কোন খাবার খাচ্ছেন, আপনি যখন ওই খাবারটি মুখে নিবেন তখন আপনার জিব্বা প্রথমে মস্তিষ্কের সংকেত পাঠাবে তখন আপনি বুঝতে পারবেন এই খাবারটি টক। ঠিক তেমনি ভাবে সকল ধরনের খাবার গ্রহণ করলে প্রথমে জিব্বা ওই খাবারের স্বাদ গ্রহণ করে এবং ইঙ্গিত হিসেবে আমাদের মস্তিষ্কে সংকেত পাঠায় তখন আমরা বুঝতে পারি এই খাবারের স্বাদ কেমন।

আবার বিশেষ করে যখন রাত্রে আমরা একা কোথায় যায় কিংবা অন্ধকার জায়গায় অবস্থান করি তখন আমাদের অনেকেরই ভূতের ভয় লাগে। এই ভূতের ভয় কিন্তু সম্পূর্ণরূপে অনুভূতি আর অনুভূতি সম্পূর্ণরূপে নির্ভর করে হর মনের উপরে। আপনি অন্ধকার কিংবা ভয়ঙ্কর জায়গায় অবস্থান করছেন কিন্তু আপনার মস্তিষ্কে হচ্ছে না তাহলে আপনি কখনোই ভয় পাবেন না।

আবার মনে করুন আপনার জন্য কোন খুশির সংবাদ রয়েছে, খুশির সংবাদের ওই কাজটি এখনো পরিপূর্ণভাবে শেষ হয়নি কিন্তু আপনি আগেই উত্তেজিত হয়ে গিয়েছেন যার একমাত্র কারণ হচ্ছে আপনার হরমোন। অর্থাৎ অতিরিক্ত খুশির কারণে আপনার ওই হরমোনটি আগেই নিঃসরিত হয়ে গেছে যার ফলে আপনি আনন্দিত হয়েছেন এবং উত্তেজিত অনুভব করছেন।

খুশির বশবর্তী হয়ে অনেক মানুষ এমন অনেক কাজ করে থাকে যা সে স্বাভাবিক অবস্থায় কখনোই করত না। এজন্য খুশির কারণে অনেকেই অনেক মানুষকে কথা কিংবা টাকা দান করে দেয় তার তুলনায় অনেক অস্বাভাবিক।

আবার রাগের ক্ষেত্রেও একই বিষয়, আপনি যখন কোন কারণে রাগান্বিত হয়ে যাবেন তখন মস্তিষ্কে রাগান্বিত হওয়ার হরমোন নিঃসরিত হয়ে আপনার রাগকে আরো বৃদ্ধি করে দেবে। ঠিক একই ভাবে আপনি কোন কাজের প্রতি বিরক্ত হচ্ছেন কিন্তু আপনার রাগ হবার হরমোন নিঃসরিত হয় নি তাহলে আপনি কোনভাবেই রাগান্বিত হতে পারবেন না।
অনেক সময় সামান্য কারণেও অতিরিক্ত রাগ হয়ে যেতে পারে, আর ওই সময় যদি আপনার রাগের হরমোন নিঃসরিত হয় তাহলে আপনি সামান্য কারণেও রেগে যেতে পারেন এবং অনেক সময় দেখা যায় রাগ এর মাত্রা এমন পর্যায়ে চলে যায় যা অনিয়ন্ত্রিত। যার ফলে অনেকেই মারাত্মক বিভিন্ন কাজও করে ফেলে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিংবা নিজেও অনেক ক্ষতিগ্রস্ত হয়।

অনিয়মিত মাসিক

giane 35 এর আরেকটি কাজের সেক্টর হচ্ছে অনিয়মিত মাসিক। অর্থাৎ অনিয়মিত মাসিক এর জন্য অভিজ্ঞ চিকিৎসকেরা এই ট্যাবলেট টি খাওয়ার নির্দেশনা দিয়ে থাকে। তাই আপনার যদি অনিয়মিত মাসিক হয়ে থাকে তাহলে এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করবেন এবং তার দেওয়া giane 35 খাওয়ার নিয়ম অনুসরণ করে সেবন করবেন।

মহিলাদের মুখে লোম গজালে

এটি এক ধরনের হরমোনাল সমস্যা, অর্থাৎ হরমোন যদি সঠিকভাবে নিঃসরিত না হয় কিংবা হরমোনের সঠিক ব্যবহার না হলে মহিলাদের মুখে লোম গজায়। মূলত মহিলাদের মুখে লোম থাকে না কিন্তু পুরুষদের মুখে লোম কিংবা দাড়ি গজায় যেটি হয়ে থাকে সম্পূর্ণ হরমোনের জন্য। অনেকে এই টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ বন্ধ করতে চাই।

ঠিক তেমনি ভাবে মহিলাদের যদি টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয় তাহলে মহিলাদের মুখে অবাঞ্চিত লোম কিংবা দাড়ি গজাতে পারে যার ফলে মহিলাদের সৌন্দর্য নষ্ট হয় এবং অনেকেই মনে করে তাদের সন্তান ধারণ ক্ষমতা হারিয়ে গেছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন giane 35 ট্যাবলেটটি আপনি যদি সঠিক নির্দেশন অনুসরণ করে সেবন করেন তাহলে মুখে লোম গজানো বন্ধ করতে পারবেন।

তবে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনার মুখে যদি লোম গজিয়ে থাকে তাহলে এই ওষুধটি খাবার পড়বে অবশ্যই একজন চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করবেন। কারণ giane 35 এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তাই আপনি যদি পার্শ্বপ্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সঠিক নিয়ম অনুসরণ করে অর্থাৎ giane 35 খাওয়ার নিয়ম জেনে খেতে হবে।

ব্রনের সমস্যায়

ব্রণের সমস্যা ছেলে-মেয়ে উভয়ের দেখা দিতে পারে, ব্রণ হলে মুখের সৌন্দর্য এবং আকৃতির নষ্ট হয় তাই অনেকে ব্রণের সমস্যা দূর করার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে থাকে। তবে যেহেতু giane 35 ট্যাবলেটের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা খুব দ্রুত সময়ে মুখের ব্রণ দূর করতে সাহায্য করে তাই আপনারা চাইলে এই ট্যাবলেটটি সেবন করে দেখতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন giane 35 এর কাজ কি এই সম্পর্কে।

giane 35 খাওয়ার নিয়ম

giane 35 খাওয়ার নিয়ম নির্ভর করে আপনি কোন উদ্দেশ্যে কিংবা কোন রোগের চিকিৎসায় এটি সেবন করেছেন তার ওপরে। যেহেতু উপরের অংশে এর বিভিন্ন কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন রোগের চিকিৎসায় এটি সেবন করছেন। তাই প্রথমে নির্বাচন করুন আপনার রোগ কোনটি।

তবে সবথেকে ভালো হয় একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করলে কারণ তিনি আপনার শারীরিক পরিস্থিতি এবং আপনার সমস্যা অনুসারে এই ওষুধটি খাবার নির্দেশনা প্রদান করবে। তো চলুন জেনে নেওয়া যাক রোগ অনুসারে giane 35 খাওয়ার নিয়ম নিয়ম সম্পর্কে বিস্তারিত যেটি অনুসরণ করলে আপনি খুব স্বল্প সময়ের মধ্যে নির্দিষ্ট রোগ থেকে মুক্তি পেতে পারবেন।
  • হরমোনের সমস্যা থেকে মুক্তি পেতে ট্যাবলেটটি দিনে দুইটি করে খেতে হবে।
  • অনিয়মিত মাসিক সমস্যা থেকে মুক্তি পেতে ট্যাবলেটটি ডোজ আকারে গ্রহণ করতে হবে
  • মহিলাদের মুখে অপসারণে ট্যাবলেটটি দিনে তিনবার খেতে হবে।
  • ব্রনের সমস্যা থেকে মুক্তি পেতে ট্যাবলেটটি দিনে একটি করে খেতে হবে

giane 35 এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রথম থেকেই বলে আসছি giane 35 এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তাই আপনারা অবশ্যই সাবধানে সেবন করবেন। অনেকেই এই ট্যাবলেটের কার্যকারিতা জানার পরে কোন চিকিৎসকের নির্দেশনা গ্রহণ না করে সেবন করে যার ফলে এর পার্শ্বপ্রতিক্রিয়া এর সম্মুখীন হয়। তাই আপনি যদি এই মারাত্মক পরিস্থিতিতে পড়তে না চান তাহলে আপনাকে অবশ্যই এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
আপনাদের সুবিধার্থে এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আপনি যদি সঠিক নিয়ম অনুসরণ করে ট্যাবলেটটি সেবন করেন তাহলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্মুখীন হতে পারে। আর আপনি যদি কোন চিকিৎসকের নির্দেশনা গ্রহণ না করে কিংবা কোন নির্ভরযোগ্য স্থান থেকে পরামর্শ গ্রহণ না করে সেবন করেন তাহলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর সম্মুখীন হতে পারেন।


সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছেঃ
  • বমি বমি ভাব
  • মাথা ঘোরা
  • স্তন ব্যথা বা কোমলতা
  • মেজাজ পরিবর্তন
  • ওজন বৃদ্ধি
  • ত্বকের রং পরিবর্তন
  • যৌন ইচ্ছা হ্রাস
গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছেঃ
  • রক্ত জমাট বাঁধার সমস্যা
  • স্ট্রোক
  • হার্ট অ্যাটাক
  • যকৃতের সমস্যা
  • উচ্চ রক্তচাপ
  • ডায়াবেটিস
  • মাইগ্রেন
  • দৃষ্টি সমস্যা
আশা করি বুঝতে পেরেছেন giane 35 এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো সম্পর্কে বিস্তারিত। এই ওষুধের আসল তথ্যগুলো উপরেই উল্লেখিত হয়েছে এবং এই অংশেই আসল তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত শেষ করা হয়েছে। নিম্নোক্তা অংশে আপনি জানতে পারবেন এর দাম সম্পর্কে। তো চলুন দেরি না করে সে সম্পর্কেও জেনে নেওয়া যাক।

giane 35 এর দাম কত টাকা

giane 35 এর দাম স্থানভেদে পার্থক্য দেখা দিতে পারে। এমন অনেক অসাদব ব্যবসায় রয়েছে যারা সামান্য লাভের জন্য ওষুধের দাম অতিরিক্ত গ্রহণ করে থাকে। এজন্য আপনি এদের থেকে অবশ্যই দূরে থাকবেন আর আপনি যদি এই giane 35 এর দাম সঠিকভাবে জেনে যান তাহলে আপনাকে কোনভাবেই আর ঠকাতে পারবেনা। giane 35 এর এক বক্স ট্যাবলেট এর দাম ১৮০ টাকা।

শেষ কথাঃ giane 35 এর কাজ কি

আমাদের আজকের এই আর্টিকেলে giane 35 এর কাজ কি, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি বিশেষ উপকৃত হয়েছেন। যেহেতু আমাদের ওয়েবসাইটে এ ধরনের বিভিন্ন তথ্যমূলক আর্টিকেল প্রকাশিত হয় তাই আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়তে হোমপেজ ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩