Filmet 400 এর কাজ কি, কেন খায়, কিসের ওষুধ, খাওয়ার নিয়ম, দাম
প্রিয় পাঠক, আপনি কি filmet 400 এর কাজ কি এবং অন্যান্য বিষয় সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলের মূল আলোচ্য বিষয় হচ্ছে filmet 400 সম্পর্কে। তাই আপনি যদি এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন।
আপনি যদি আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে জানতে পারবেন filmet 400 এর কাজ কি। আর যেহেতু প্রত্যেকটি ওষুধ নিয়ম অনুসারে সেবন করতে হয় তাই আর্টিকেলটি পড়লে আপনি এগুলো জানার পাশাপাশি filmet 400 খাওয়ার নিয়ম ও দাম জানতে পারবেন।
filmet 400 এর কাজ কি
অন্যান্য ওষুধের মত ঠিক একই ভাবে পাঠকদের মনে সর্বপ্রথম প্রশ্ন হয় filmet 400 এর কাজ কি অর্থাৎ এই ওষুধটি খাওয়ার ফলে আমাদের কি ধরনের উন্নতি হয় কিংবা কি ধরনের সুফল আমরা পাই। তাই আপনার মনেও যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই আর্টিকেলের এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে।
আপনি আর্টিকেলের এই অংশ জানতে পারবেন filmet 400 এর কাজ কি এবং পরবর্তী অংশগুলোতে এর অন্যান্য কাজ এবং filmet 400 খাওয়ার নিয়ম জানতে পারবেন। তবে যেহেতু প্রত্যেকটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাই আপনি এগুলো জানার পাশাপাশি filmet 400 এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিবেন যাতে কোন ধরনের ক্ষতির সম্মুখীন হতে না হয়।
আপনি হয়তো ভাবতেও পারবেন না যে ছোট্ট একটি ওষুধের মাধ্যমে এত বড় উপকার পাওয়া যেতে পারে। তবে এ ধরনের এমন অনেক ওষুধ রয়েছে যেগুলো আকারে ছোট হলেও এর কার্যকারিতা কিংবা কাজগুলো অনেক বড়। ঠিক তেমনি একটি ওষুধ হল বা ট্যাবলেট হলো Filmet 400, তো চলুন এই ওষুধ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যায়।
এই ওষুধের উপাদানের মধ্যে রয়েছে মেট্রোনিডাজল, আর এই উপাদানের জন্যই এই ওষুধের এত কার্যকারিতা। তবে সাধারণভাবে এটি এন্টিবায়োটিক এবং এন্টিপ্রোটোজোয়াল ওষুধ হিসেবে কাজ করে। যেহেতু এটি এন্টিবায়োটিক হিসেবে কাজ করে তাই যে কোন ধরনের ব্যাথা খুব তৎক্ষণাৎ ভালো করতে পারে এই ওষুধটি।
আবার অন্যদিকে যেহেতু এন্টিপ্রোটোজোয়াল হিসাবেও কাজ করে সেহেতু এর অন্যান্য কিছু কার্যকারিতা ও রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক আপনি যদি এই ট্যাবলেট টি সেবন করেন তাহলে এটি থেকে কি কি ধরনের উপকারিতা পাবেন কিংবা সোজা কথা বলতে গেলে এর কার্যকারিতা গুলো কি কি।
filmet 400 এর কাজ কি
- কাটা স্থান দ্রুত শুকায়
- ব্যাকটেরিয়ারোধ করে
- দাঁতের ইনফেকশন বোধ করে
- দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধ করে
- আলসারেটিভ কোলাইটিস
- ডায়রিয়া বা পাতলা পায়খানা ভালো করে
- পুরুষের গনোরিয়া রোগ ভালো করে
- সাদা স্রাব ভালো করে
- ইউরিন এর সমস্যা ভালো করে
উপরে যে সব সমস্যাগুলোর সমাধানের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই ওষুধের কার্যকর্তা সম্পর্কে যেসব তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে কিংবা যেসব রোগের সমাধানের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কিভাবে ভালো হয় আপনি কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন যে এই ওষুধটি কিভাবে উপরোক্ত রোগগুলো ভালো করে।
প্রথমে আসি কাঁটা স্থান শুকানোর দিক দিয়ে, অধিকাংশ ক্ষেত্রে যেসব মহিলাদের সিজার করা হয় তাদের কাটা স্থান তাড়াতাড়ি শুকানোর জন্য এবং কাঁটা স্থানের মধ্যে যাতে কোন ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে এজন্য অধিকাংশ চিকিৎসকেরা মহিলাদের সিজার করার পরে Filmet 400 ওষুধটি খাওয়ার নির্দেশনা দেন।
এখন আপনি মনে করতে পারেন যেহেতু প্রত্যেকটি ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের নির্দেশনা প্রয়োজন তাহলে সিজার করার পরে খাওয়ার জন্য কি চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করতে হবে? যাদের মনে এরকম প্রশ্ন রয়েছে তারা জেনে রাখুন যে আপনার যদি সিজার করা হয় তাহলে চিকিৎসকেরা আপনাকে অবশ্যই এই ওষুধটি খাবার নির্দেশনা দেবে।
অনেকের দাঁতে ইনফেকশন হয় কিংবা দাঁত দিয়ে রক্ত পড়ে যার ফলে বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ মারাত্মক বেদনাদায়ক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আসলে দাঁত দিয়ে রক্ত পড়া কিংবা দাঁতের ইনফেকশন হওয়ার প্রধান কারণ হচ্ছে খাবারের মধ্যে থাকা ব্যাকটেরিয়া দাঁতের মধ্যে প্রবেশ করা। বিশেষ করে যারা নিয়মিত দাঁত ব্রাশ করে না কিংবা দাঁতের পরিচর্যা করে না তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি দেখা দেয়। তো যারা প্রশ্ন করেছিলেন যে, filmet 400 এর কাজ কি তাদের মধ্যে যদি কারো দাঁতের সমস্যা থাকে তাহলে এই ট্যাবলেটটি খেতে পারেন কোন চিকিৎসকের পরামর্শ ছাড়া।
তবে আপনি যদি আপনার দাঁতের নিয়মিত পরিচর্যা করেন এবং নিয়মিত ব্রাশ করেন তাহলে আপনার কখনো এ ধরনের সমস্যা হওয়ার কথা না। যদি আপনার এ ধরনের কোন সমস্যা হয়ে থাকে তাহলে কি ওষুধটি সেবন করতে পারেন কিংবা একজন অভিজ্ঞত দন্তের চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করে এই ঔষধটি সেবন করতে পারেন।
আলসারেটিভ কোলাইটিস হচ্ছে মারাত্মক একটি রোগ, এ রোগটি হলে পেটে মারাত্মক জালা যন্ত্রণা করে। এরকম পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেক চিকিৎসকেরা রোগীদের বিভিন্ন ধরনের ঔষধ সেবনের নির্দেশনা দেন তবে সাধারণভাবে প্রথম অবস্থায় অধিকাংশ চিকিৎসকেরাই নির্দেশনা দেন এই Filmet 400 ওষুধটি খাবার জন্য।
যেহেতু এই ওষুধের উপাদানের মধ্যে রয়েছে মেট্রোনিডাজল, তাই আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে এই ওষুধের কার্যকারিতা অনেক ভালো। তবে আপনি যদি এই রোগের পরিস্থিতিতে শিকার হন তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করবেন এবং তার নির্দেশিত ঔষধ গুলো সেবন করবেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন।
ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় মূলত খাবারের কারণে, অর্থাৎ খাবারের মধ্যে যদি কোন ধরনের ব্যাকটেরিয়ার অনুপ্রবেশ থাকে তাহলে সেই ব্যাকটেরিয়া আমাদের পেটে প্রবেশ করে ডায়রিয়া বা পাতলা পায়খানার সৃষ্টি করে। তবে অনেক ক্ষেত্রে অতিরিক্ত খাবার ফলেও ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে সেক্ষেত্রে খাবারের কোন দোষ থাকে না।
Filmet 400 ট্যাবলেটের আরেকটি কার্যকারী দিক হচ্ছে এটি প্রায় সকল ধরনের পানি বাহিত রোগ থেকে মুক্তির প্রদান করতে পারে। পানির মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে সেই পানি পান করার মাধ্যমে আমাদের খুব সহজেই পানিবাহিত বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আর যেহেতু এই ওষুধের মধ্যে এন্টিপ্রোটোজোয়াল রয়েছে তাই এটি খুব সহজেই পানি বাহিত রোগ থেকে মুক্তি দিতে পারে।
সব কথার মূল কথা হচ্ছে এই ওষুধটির প্রধান কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে দমন করা, সেইসব ব্যাকটেরিয়া যেসব অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে। আপনি হয়তো ভাবছেন ব্যাকটেরিয়া অক্সিজেন কিংবা তাদের শ্বাস প্রশ্বাস ছাড়া বাঁচতে পারে না কিন্তু এমন অনেক ব্যাকটেরিয়া রয়েছে যাদের জীবনকাল অনেক এবং তারা কোন ধরনের শ্বাস - প্রশ্বাস কার্যক্রম ছাড়াই বাঁচতে পারে। আশা করি বুঝতে পেরেছেন filmet 400 এর কাজ কি।
আপনাদের মধ্যে অনেকেই এই ট্যাবলেটের কার্যকারিতা জানার পরে খাবার সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আপনারা কখনোই এ ধরনের ভুল করবেন না। কারণ একজন অভিজ্ঞ চিকিৎসকের শুধুমাত্র আপনার জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবে। তবে যেহেতু এই ওষুধটি ব্যাকটেরিয়া রোধ করে তাই আপনি যদি এই আর্টিকেল থেকে filmet 400 খাওয়ার নিয়ম পরিপূর্ণ ভাবে জানতে পারেন তাহলে সাময়িকভাবে খেতে পারবেন।
filmet 400 কিসের ওষুধ ও filmet 400 কেন খায়
যেহেতু আমাদের আর্টিকেলের উপরের অংশে অর্থাৎ filmet 400 এর কাজ কি এই অংশের মধ্যে ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আমি আশা করছি আপনার ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে filmet 400 কিসের ওষুধ ও filmet 400 কেন খায়। এগুলো দ্বারা একই অর্থ প্রকাশ করে শুধুমাত্র বোঝানোর পদ্ধতি কিংবা বাক্য ভঙ্গি আলাদা।
তবে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারা কখনোই যে কোন ওষুধ খাওয়ার পূর্বে যদি খাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া না জেনে থাকেন তাহলে কখনোই ওই ওষুধটি সেবন করা সিদ্ধান্ত নেবেন না। ঠিক তেমনি ভাবে আপনারা যদি filmet 400 ট্যাবলেটটি খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই filmet 400 খাওয়ার নিয়ম এবং filmet 400 এর পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নেবেন যা এই আর্টিকেলেই বিস্তারিত আলোচিত হয়েছে।
তবে সোজা কথাই বলতে গেলে এই ওষুধের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ব্যাকটেরিয়া রোধ করা। আপনি এই ওষুধের যতগুলো কার্যকারিতা দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন ঐ রোগ গুলো ব্যাকটেরিয়া সম্পর্কিত। আর যারা এ ধরনের রোগে ভুগে থাকে তারা filmet 400 খায়। আশা করি বুঝতে পেরেছেন filmet 400 কিসের ওষুধ ও filmet 400 কেন খায়।
filmet 400 খাওয়ার নিয়ম
আমি আগেও বলেছি এবং এখনো বলছি যে আপনারা বিশেষ করে আর্টিকেলের এই অংশটুকু অর্থাৎ filmet 400 খাওয়ার নিয়ম ভালোভাবে দেখে নেবেন যার চিকিৎসক যা চিকিৎসক নির্দেশিত। আপনি যদি নিয়ম অনুসারে ওষুধ সেবন না করেন তাহলে সারা জীবন যদি ওষুধ খেয়ে যান তাহলে কোন ধরনের কার্যকারিতা কি উপকারিতা লক্ষ্য করতে পারবেন না। এজন্য ওষুধ খাওয়ার নিয়ম অনেক গুরুত্বপূর্ণ।
- ১০ বছরের উপরের বাচ্চাদের জন্য filmet ২০০ মিলিগ্রামের দিনে তিনবার ৭ দিন পর্যন্ত সেবন করাতে হবে। আর যদি তিনবার সেবন করতে না চাই সে ক্ষেত্রে filmet ৪০০ মিলিগ্রাম দুইবার সাত দিন পর্যন্ত সেবন করালেও হবে।
- তবে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে অর্থাৎ যাদের বয়স ১২ বছরের উপরে তাদের filmet ৪০০ মিলিগ্রামের ট্যাবলেটটি দিনে তিনবার সাত দিন পর্যন্ত সেবন করাতে হবে।
তবে সব থেকে ভালো হয় একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করে এ ধরনের ঔষধ গুলো সেবন করা। কারণ শুধুমাত্র একজন অভিজ্ঞ চিকিৎসা কি আপনার জন্য সঠিক ওষুধটি নির্বাচন করতে পারবেন। যেহেতু চিকিৎসকেরা রোগীর শারীরিক পরিস্থিতি এবং রোগের ধরন বিবেচনা করে বিভিন্ন যন্ত্রাংশের দ্বারা তাই তাদের নির্দেশনা ব্যতীত ওষুধ সেবন করা উচিত নয়।
এজন্য আপনার যদি উপরোক্তরূপ গুলো হয়ে থাকে তাহলে অন্তত এই ওষুধটি সেবন করার পূর্বে একবার হলেও একজন চিকিৎসকের থেকে পরামর্শ গ্রহণ করবেন তাহলে filmet 400 এর পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন না।
filmet 400 এর পার্শ্ব প্রতিক্রিয়া
অন্যান্য সকল ঔষধের মতো ঠিক একইভাবে filmet 400 এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে এগুলো খুবই সামান্য। এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছে পেটে ব্যথা, মাথাব্যথা, বমি বমি ভাব, মুখের স্বাদ চলে যাওয়া, ত্বকের চুলকানি ও ইত্যাদি দেখা দিতে পারে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়ার হার একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে কারণ প্রত্যেকের রোগ প্রতিরোধ ক্ষমতা আলাদা আলাদা হয়ে থাকে।
filmet 400 এর দাম
filmet 400 এর দাম স্থানভেদে বিভিন্ন রকম হতে পারে। তবে আপনি যদি এর আসল দাম জেনে রাখেন তাহলে কোন সময় ঠকবেন না কারণ অনেক সময় ফার্মেসির দোকানদারেরা ক্রেতাদের থেকে অতিরিক্ত দাম নিয়ে থাকে। এই ট্যাবলেটের এক পাতায় দশটি ট্যাবলেট থাকে আর দশটি ট্যাবলেটের দাম মাত্র ১৭ টাকা। আপনি যেকোন ফার্মেসি থেকে খুব অনায়াসে এই ঔষধটি ক্রয় করতে পারবেন কারণ এই ওষুধটি বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রতিকার প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যাল এর তৈরি কৃত।
ব্যক্তিগত মতামতঃ filmet 400 এর কাজ কি এবং filmet 400 কিসের ওষুধ
আমাদের আজকের এই আর্টিকেলে filmet 400 এর কাজ কি সম্পর্কে সকল তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আপনি এই ওষুধ সম্পর্কে বিশেষ করে ঔষধের কাজ এবং filmet 400 খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনি যদি এই আর্টিকেল থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url