firmvit খেলে কি মোটা হয়, এর উপকারিতা, খাওয়ার নিয়ম ও দাম
এমন অনেকের শরীর রয়েছে যাদের দেখলে অনেকেই আফসোস করে এবং প্রশংসা করে। আমাদের আজকের আর্টিকেলের মূল আলোচ্য বিষয় হচ্ছে firmvit খেলে কি মোটা হয়, এর উপকারিতা সম্পর্কে। তবে এগুলো জানার পাশাপাশি ফার্মভিট ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা
হবে। তো চলুন জেনে নেওয়া যাক firmvit খেলে কি মোটা হয় সম্পর্কে সকল তথ্য।
যেহেতু এটি একটি স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল তাই আর্টিকেলটি পড়ার সময় আপনার উচিত
সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়া। কারণ ফার্মভিট ট্যাবলেট এর বেশ কিছু
পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে । এজন্য আপনারা যারা জানতে চাচ্ছিলেন firmvit খেলে
কি মোটা হয় নাকি তারা এটি জানার পরে অবশ্যই ফার্মভিট ট্যাবলেট খাওয়ার নিয়ম
সঠিকভাবে অনুসরণ করবেন।
firmvit এর উপকারিতা
firmvit এর উপকারিতা এক কথায় বলে শেষ করা যাবে না। যেহেতু আমি ব্যক্তিগতভাবে এটি
সেবন করেছি তাই এর উপকারিতা সম্পর্কে আমি বিস্তারিত জানি। আপনারা যারা এই
ট্যাবলেটটি খেতে চাচ্ছেন তারা এই আর্টিকেলটি পড়লে বুঝতে পারবেন এটা থেকে আপনি
উপকৃত হবেন নাকি ক্ষতির সম্মুখীন হবেন।
এর যতগুলো উপকারিতা রয়েছে তার মধ্যে সবথেকে কার্যকারী উপকারিতা হচ্ছে দৈহিকভাবে
লম্বা করে এবং ওজন বৃদ্ধি করে। এছাড়াও এর অন্যান্য উপকারিতা রয়েছে যেগুলো
আপনারা নিচের অংশে বিস্তারিত জানতে পারবেন।
firmvit খেলে কি মোটা হয়
আমাদের কাছে আপনার অনেকে জানতে চেয়েছেন firmvit খেলে কি মোটা হয় কিনা এ
সম্পর্কে। তাই আপনাদের সুবিধার্থে আর্টিকেলের এই অংশে এই সম্পর্কে বিস্তারিত
আলোচনা করা হবে তাই জন্য মনোযোগ সহকারে এই অংশটুকু পড়তে থাকুন। আর যেহেতু আপনারা
উপরের অংশে firmvit এর উপকারিতা সম্পর্কে ধারণা লাভ করেছেন তাই আশা করছি সামগ্রিক
কার্যকারিতা সম্পর্কে অবগত রয়েছেন।
অনেকের শরীরের রোগা পাতলা থাকে, যার অন্যতম কারণ হচ্ছে মুখের অরুচি। মুখে যদি
সঠিকভাবে রুচি না থাকে তাহলে আপনি কখনোই মোটা হতে পারবেন না। মোটা হওয়ার জন্য
প্রথম শর্ত হচ্ছে আপনাকে আপনার মুখের রুচি বৃদ্ধি করতে হবে। এটি আপনি বিভিন্নভাবে
করতে পারবেন। অনেকেই মনে করে মুখের রুচি বৃদ্ধি করতে হলে অবশ্যই তাকে ওষুধ সেবন
করতে হবে।
কিন্তু এ ধারণাটি ভুল, কারণ আপনার যদি অন্যান্য কোন শারীরিক সমস্যা থাকে তাহলে
আপনি যতই ওষুধ খান না কেন কখনোই আপনার মুখের রুচি বৃদ্ধি হবে না। তবে আজকের এই
আর্টিকেলে আপনাদের আমি এমন একটি ট্যাবলেট সম্পর্কে ধারণা দেওয়ার যেটি মুখের রুচি
বাড়ানোর সাথে সাথে শরীরের অন্যান্য উপকার করে যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই
মুখের রুচি বৃদ্ধি পায়।
তবে এই ট্যাবলেটটি আপনাকে অবশ্যই সঠিক নিয়মে সেবন করতে হবে। তাই আপনি যদি এই
ট্যাবলেটটি খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে অবশ্যই ফার্মভিট ট্যাবলেট খাওয়ার
নিয়ম ভালোভাবে জেনে নেবেন যা এই আর্টিকেলে আলোচিত হয়েছে। তো যা বলছিলাম, অনেকের
রোগা পাতলা শরীরের কারণে সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে লজ্জিত হতে হয়।
আর স্বাস্থ্যই কিন্তু সকল সুখের মূল তাই আপনি যদি আপনার স্বাস্থ্যকে
সুস্বাস্থ্যের পরিণত করতে না পারেন তাহলে জীবনের অসম্পূর্ণতা রয়ে যাবে। এজন্য
আপনাকে অন্যান্য কাজের দক্ষ হওয়ার পাশাপাশি আপনার শরীরের প্রতি যত্নশীল হতে হবে
এবং সুদর্শন ভাবে নিজেকে সবার সামনে উপস্থাপন করার মতো করে তৈরি করতে হবে।
যাতে দশ জন মানুষ দেখলে আপনার প্রশংসা করে। তখন আপনার নিজের কাছে ভালো লাগবে এবং
সামাজিক বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রাখলে অন্যরা নয়ন মেলে আপনাকে দেখবে। চল
বাড়িতে কথা না বলে আমাদের আর্টিকেলের মূল আলোচ্য বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ
বিস্তারিত আলোচনা শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক firmvit খেলে কি মোটা হয়
কতদ্রুত সেই সম্পর্কে।
firmvit হলো এক ধরনের মাল্টিভিটামিন, যার মূল উপাদান L Lysine। এটি এক ধরনের
অ্যামাইনো এসিড, যেটি আমাদের শরীরের বিভিন্ন উপকারে কাজ করে থাকে। বিশেষ করে
আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, খাওয়ার রুচি বৃদ্ধি করে ইত্যাদি। তাই বুঝতে
পারছেন এর মধ্যে যেসব উপাদান রয়েছে সেগুলো আমাদের শরীরের কতটুকু উপকারী
কার্যকারিতার ভূমিকা পালন করে। তাই চলুন প্রথমে firmvit ট্যাবলেটের উপাদান
সম্পর্কে জেনে নেওয়া যাক।
- L Lysine
- B1 b2 b6 b12
- Vitamin A
- Vitamin D3
- Folic acid
- Vitamin E
তো, যেই ট্যাবলেট এর মধ্যে এতগুলি উপকারী উপাদান থাকতে পারে তাহলে সেই ট্যাবলেটের
কার্যকারিতা বেশি হবে এটাই তো স্বাভাবিক। যেহেতু আপনারা এতক্ষণ এই ট্যাবলেট এর
উপাদান সম্পর্কে জেনেছেন সে তো আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে, ফার্মভিট
ট্যাবলেট এর কাজ কি? আর এই প্রশ্নের উত্তর জানলে আপনার জানতে পারবেন এটি খেলে
আপনারা মোটা হবেন নাকি চিকেন হবেন।
- মুখের রুচি বৃদ্ধি করে
- লম্বা হতে সাহায্য করে
- ওজন বৃদ্ধি করে
- মাসল বাড়ায়
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
- ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়ায়
- শক্তি উৎপাদনে সহায়তা করে
- শিশুদের দৈহিক বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে
যারা এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়েছেন আশা করি তারা বুঝতে পেরেছেন এই ট্যাবলেট এর
কার্যকারিতা সম্পর্কে। তারপরও আপনারা যদি অতিরিক্ত ভাবে জানতে চান যে, firmvit
খেলে কি মোটা হয় নাকি? তাহলে জেনে রাখুন উত্তরটি হ্যাঁ, firmvit খেলে মোটা হয়
এবং এটি ১০০% প্রমাণিত।
যেহেতু ট্যাবলেটটি ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়ায় এবং মুখের রুচি বৃদ্ধি করে
বৃদ্ধি করে তাই অবশ্যই আপনি মোটা হয়ে যাবেন। তবে এই সময় আপনাকে অবশ্যই পুষ্টিকর
এবং ভিটামিন যুক্ত খাবার খেতে হবে যাতে আপনার শরীর যখন ক্যালসিয়াম শোষণ করবে
যাতে পূর্ণাঙ্গ রূপে ক্যালসিয়ামের উপাদান গুলো থাকে।
যখন এই কাজগুলো সঠিকভাবে হতে থাকবে তখন ধীরে ধীরে মাসল বৃদ্ধি পাবে। আর মাসল যত
দ্রুত বৃদ্ধি পাবে আপনি তত তাড়াতাড়ি মোটা হয়ে যাবেন। তাই এই ট্যাবলেট
খাওয়াকালীন সময়ে আপনাকে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিয়ম
অনুসারে জীবন যাপন করতে হবে। আশা করি জানতে পেরেছেন firmvit খেলে কি মোটা হয় কিনা এই সম্পর্কে।
ফার্মভিট ট্যাবলেট খাওয়ার নিয়ম
যেখানে ওষুধ খাওয়ার পড়বে ওই ওষুধের খাবার নিয়ম যদি অনুসরণ না করা যায় তাহলে
কখনোই ভালো উপকারিতা পাওয়া যায় না। ঠিক তেমনিভাবে আপনি যদি firmvit এর উপকারিতা
পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ফার্মভিট ট্যাবলেট খাওয়ার নিয়ম অনুসরণ করতে হবে।
তবে খাবার নিয়ম জানার জন্য আপনার উচিত একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ
করা। কারণ যেখানে ডাক্তার আপনার শারীরিক পরিস্থিতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার
সক্ষমতা অনুসারে ঔষধ সেবনের নির্দেশনা দিয়ে থাকে। তাই আপনি যদি কোন অভিজ্ঞ
চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করতে চান তাহলে এই চিকিৎসক আপনাকে প্রথমে বিভিন্ন
যন্ত্রাংশের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করবে।
আর পরীক্ষা-নিরীক্ষা করে যদি ওষুধ সেবনের নির্দেশনা দেয় তাহলে ওই সেবন অনুসারে
সেবন করলে আপনি সর্বোচ্চ এবং কার্যকরী ফলাফল লাভ করতে পারবেন। তবে সাময়িক সময়ের
জন্য কিংবা ক্ষণস্থায়ীভাবে আপনি নিয়মটি অনুসরণ করতে পারেন। তবে মনে রাখবেন সব
সময় এই নিয়মটি কার্যকর নাও হতে পারে।
প্রাপ্তবয়স্কদের জন্য ফার্মভিট ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন তিনটি
ট্যাবলেট খাওয়ার পরে সেবন করতে হবে। আর যাদের বয়স ১৮ বছরের নিচে অর্থাৎ যারা
অপ্রাপ্তবয়স্ক রয়েছে তাদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার পরে সেবন
করতে হবে। তবে ব্যক্তিভেদে এই খাওয়ার নিয়মের তারতম্য থাকতে পারে।
আর আপনি যদি একজন গর্ভবতী বা স্তন্যদানকারী হয়ে তাহলে ট্যাবলেটটি সেবনের উপর
ব্যবসায় একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করবেন। কারন এই সময় আপনাকে
অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে না হলে গর্ভের সন্তানের বা মানবজাতক
শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে।
firmvit এর পার্শ্বপ্রতিক্রিয়া
যেহেতু এটি এক ধরনের মাল্টিভিটামিন তাই সাধারণত এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
তবে আপনি যদি অনিয়ন্ত্রিত দীর্ঘদিন যাবত সেবন করতে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের
মারাত্মক বিভিন্ন ধরনের ক্ষতি দেখা দিতে পারে।
ফার্মভিট ট্যাবলেট এর দাম কত
ফার্মভিট ট্যাবলেট এর দাম স্থান ভেদে আলাদা আলাদা হতে পারে। কারণ গ্রামের তুলনায়
শহরের ফার্মেসীগুলোতে আপনি কম দামে পেয়ে যাবেন। বর্তমান বাজার অনুসারে ফার্মভিট
ট্যাবলেট এর দাম ১২০ টাকা। আর যেহেতু এই ট্যাবলেটটি বাংলাদেশের স্বনামধন্য ঔষধ
প্রস্তুতকারক প্রতিষ্ঠান অপসোনিন ফার্মাসিটিক্যালস এর প্রস্তুতকৃত তাই বাংলাদেশের
যেকোন ফার্মেসিতেই খুব সহজে পেয়ে যাবেন।
লেখকের কথাঃ firmvit খেলে কি মোটা হয়
আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন এবং জানতে পেরেছেন firmvit
খেলে কি মোটা হয় কিনা এই সম্পর্কে। আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আর্টিকেলটি
বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ওয়েব সাইটে প্রকাশিত নতুন নতুন
আর্টিকেল গুলো পেতে ফলো করে সাথেই থাকুন, ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url