ডিলেনটিন বা delentin 10 ml খাওয়ার নিয়ম, সিরাপ এর কাজ কি
আমাদের আজকের এই আর্টিকেলে delentin 10 ml এর কাজ কি, delentin 10 ml খাওয়ার
নিয়ম এবং delentin 10 ml এর পার্শ্ব প্রতিক্রিয়া সহ অন্যান্য সকল বিষয়ে
বিস্তারিত আলোচনা করা হবে। তাই আপনি যদি এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চান
তাহলে আপনাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে। চলুন জেনে
নেওয়া যাক delentin 10 ml খাওয়ার নিয়ম সম্পর্কে।
যেহেতু এটি একটি স্বাস্থ্য বিষয় আর্টিকেল তাই আপনি যদি তাড়াহুড়া করে পরে
ভুলভাল বুঝে আপনারা শিশুকে ভুল নিয়মে delentin ওষুধ সেবন করান সেক্ষেত্রে এর
পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময়
না থাকে সেক্ষেত্রে অন্য এক সময় নিবেন। আর ঔষধ খাওয়ানোর সময় অবশ্যই delentin
10 ml খাওয়ার নিয়ম পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করতে হবে।
বাচ্চাদের কৃমির ঔষধ কোনটা ভালো
বাচ্চাদের জন্য কৃমির বিভিন্ন ধরনের ঔষধ বাজারে পাওয়া যায়। তবে চিকিৎসকদের
পরামর্শ অনুসারে বাচ্চাদের জন্য কৃমির সবচেয়ে দুইটা ভালো সিরাপ রয়েছে। তার
মধ্যে একটি হলো melphin 10 ml এবং অন্যটি হচ্ছে delentin 10 ml। এই দুইটি সিরাপ
এর মধ্যে যে কোনটি খাওয়ালে আপনি ভালো ফলাফল পেতে পারবেন।
delentin 10 ml এর কাজ কি। ডিলেনটিন সিরাপ এর কাজ কি
এটি একটি তরল সাসপেনশন। delentin 10 ml এর কাজ হল কৃমি রোগ ভালো করা। বিশেষ করে
বাচ্চাদের এবং বয়স্কদের যদি হঠাৎ করে কৃমির সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে
অভিজ্ঞ চিকিৎসকেরা এই সিরাপটি খাওয়ার নির্দেশনা দেন। কৃমির কারণে শরীরে
বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমনঃ পুষ্টিহীনতা, রক্তস্বল্পতা, খাবারের
অরুচি, পেট মোটা হয়ে যাওয়া, শরীর শুকিয়ে যাওয়া ইত্যাদি।
আর ছোট বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাই তারা তখন কৃমির
বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনা। তবে ঔষধ বাদেও এমন কিছু খাবার রয়েছে
যেগুলোর দ্বারা কৃমি ভালো করা সম্ভব কিন্তু শিশুরা ওই খাবারগুলো কখনো খেতে চায়
না কারণ ওই ধরনের খাবার গুলো সবই তিক্ত স্বাদ যুক্ত। এই সিরাপটি ছোটদের জন্য
যেমন কার্যকর ঠিক একইভাবে বড়দের জন্য কৃমির সমস্যা দূর করতে সাহায্য করে।
delentin 10 ml খাওয়ার নিয়ম। delentin সিরাপ খাওয়ার নিয়ম কি
delentin 10 ml খাওয়ার নিয়ম বয়স অনুসারে আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ
প্রত্যেকটি বয়স অনুসারে খাওয়ার নিয়মের নির্দেশনার পার্থক্য রয়েছে। তবে
আপনার জন্য কোন নিয়মটি সবথেকে ভালো ফলাফল প্রদান করবে সেটি শুধুমাত্র
ডাক্তাররাই বলতে পারবে। আবার কৃমির ধরনের উপরেও খাওয়ার নিয়মের প্রভাব রয়েছে।
তো চলুন বয়স অনুসারে এই সিরাপটি খাবার নিয়ম জেনে নেওয়া যাক।
১ বছরের বাচ্চাদের কৃমির ঔষধ delentin 10 ml খাওয়ার নিয়ম
জন্ম থেকে শুরু করে এক বছর বয়সী বাচ্চাদের চিকিৎসকের নির্দেশনা ব্যতীত কখনোই
কোন ওষুধ খাওয়ানো যাবে না। তাই আপনার বাচ্চার বয়স যদি এক বছর হয়ে থাকে এবং
তার যদি কৃমির সমস্যা দেখা দেয় তাহলে কখনোই খাওয়াবেন না। এছাড়া ওষুধের
নির্দেশনা এবং চিকিৎসকদের পরামর্শ অনুসারে এক বছর বয়সী বাচ্চাদের কখনোই কৃমির
ঔষধ খাওয়ানো যাবে না। হতে পারে তাদের জন্য অন্য চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে।
২ বছরের বাচ্চাদের কৃমির ঔষধ delentin 10 ml খাওয়ার নিয়ম
দুই বছরের বাচ্চাদের যদি কৃমির সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই তাকে সঠিক নিয়মে
এই সিরাপটি সেবন করাতে হবে। আর সর্বপ্রথম জেনে নিতে হবে আপনার বাচ্চার কোন
ধরনের কৃমির সংক্রমন হয়েছে। এই সিরাপটি কেঁচো কৃমির চিকিৎসা সবথেকে বেশি
নির্দেশিত এবং সবথেকে কার্যকর। তবে অন্যান্য কৃমির চিকিৎসায়ও এটি সেবন করানো
যাবে।
প্রথমে 10 ml এর সাসপেনস বোতলের মুখ খুলতে হবে। এরপর পরিমিত পরিমাণ পানি দিয়ে
সিরাপে পরিণত করতে হবে। তারপর প্রথম দিন খাবারের পরে একচামচ পরিমাণ সিরাপ দিনে
একবার খাওয়াতে হবে এবং ৭ দিন পরে আবার খাওয়াতে হবে। এভাবে ১৪ দিন খাওয়ানোর পরে
কৃমি ভালো হয়ে যায় তাহলে delentin সিরাপটি আর খাওয়াতে হবে না। তবে প্রতি ৩ মাস
পর পর কৃমির সিরাপ খাওয়ানো ভালো।
৩ বছরের বাচ্চাদের কৃমির ঔষধ delentin 10 ml খাওয়ার নিয়ম
দুই বছর আর তিন বছরের বাচ্চাদের কৃমির ঔষধ খাওয়ানোর নিয়মের কোন পার্থক্য নেই।
তাই উপরে উল্লেখিত দুই বছরের বাচ্চাকে যেভাবে ওষুধ খাওয়ানোর নিয়ম উল্লেখ করা
হয়েছে ঠিক একই নিয়মে তিন বছরে বাচ্চাকেও সেবন করাতে হবে।
৫ বছরের বাচ্চাদের কৃমির ঔষধ delentin 10 ml খাওয়ার নিয়ম
দুই থেকে দশ বছরের বাচ্চার পর্যন্ত একই নিয়মে সেবন করাতে হবে। তাই যেহেতু পাঁচ
বছর দুই থেকে দশ বছরের অন্তর্ভুক্ত তাই পাঁচ বছরের বাচ্চাকেও ঠিক একই নিয়মে
সেবন করানোর নির্দেশনা রয়েছে।
প্রাপ্তবয়স্কদের জন্য কৃমির ঔষধ delentin 10 ml খাওয়ার নিয়ম
১০ বছরের উপরের বয়সী বাচ্চাদের থেকে যেকোনো বয়সী মানুষদের জন্য এই সিরাপটি
প্রথমবারে একদিনে দুইবার খাওয়ানোর পরে পরবর্তীতে সাত দিন পরে আবার খাওয়াতে
হবে। যেহেতু এটি ১০ এম এল সিরাপ তাই এক সপ্তাহ পরে আরো একটি নতুন বোতল ক্রয়
করে সেটি খাওয়াতে হবে। তবে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী রয়েছে তাদের
কোনোভাবেই এই সিরাপটি খাওয়ানো যাবে না।
delentin 10 ml কতদিন খাওয়া যাবে
delentin সেটা আপনি যেহেতু ৭ দিন পর পর খাওয়ার নিয়ম তাই দুই সপ্তাহ খাওয়ার
পরে যদি আপনার কৃমির সমস্যা ভালো না হয় তাহলে আরও এক সপ্তাহ খাবেন। অর্থাৎ
মোটামুটি ভাবে সিরাপটি এই নিয়মে এই নিয়মে ২১ দিন খাওয়া যাবে ২১ দিন খাওয়া
যাবে।
delentin 10 ml এর পার্শ্ব প্রতিক্রিয়া
delentin 10 ml এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা, পেট
খারাপ, খাবারে অনীহা, মাথা যন্ত্রণা ইত্যাদি। তবে আপনি যদি সঠিক নিয়ম অনুসরণ
করে সেবন করতে পারেন তাহলে সকল ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে নিজেকে রক্ষা
করতে পারবেন।
delentin 10 ml এর দাম কত টাকা
delentin 10 ml এর একটি বোতলের দাম ১৬ টাকা। যেহেতু সিরাপটি ফার্মাসিটিক্যালসের
তাই আপনি যেকোন ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন। আর স্থানভেদে এই দামের
তারতম্য থাকতে পারে কারণ শহর অঞ্চলের ফার্মেসিগুলোতে এর দাম ১৫ টাকা রাখা হতে
পারে।
ব্যক্তিগত মতামত
আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি delentin 10 ml খাওয়ার নিয়ম সহ
অন্যান্য বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি সামান্যতম উপকৃত
হয়ে থাকে তাহলে অন্যদের সাথে আর্টিকেল শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আমাদের
ওয়েবসাইটে প্রতিনিয়ত নিত্যনতুন আর্টিকেল প্রকাশিত হয় তাই নতুন নতুন
আর্টিকেলগুলো সবার আগে পেতে ফলো করে পাশেই থাকুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url