নিউরো বি ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া, উপকারিতা, দাম কতো। খাওয়ার নিয়ম
আমাদের আজকের এই আর্টিকেলে নিউরো বি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যেমনঃ
নিউরো বি এর উপকারিতা, নিউরো বি ট্যাবলেট খাওয়ার নিয়ম, নিউরো বি এর
পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আপনি যদি এই
বিষয়গুলো সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত পড়তে
হবে। চলুন জেনে নেওয়া যাক নিউরো বি এর উপকারিতা, নিউরো বি এর
পার্শ্বপ্রতিক্রিয়া এবং নিউরো বি দাম কত সেই সম্পর্কে।
যেহেতু এটি একটি স্বাস্থ্য বিষয়ক পার্টিকেল তাই আপনার উচিত মনোযোগ দিয়ে শেষ
পর্যন্ত পড়া। অনেকে নিউরো বি এর উপকারিতা গুলো জানার পরে কোন কিছু না ভেবে নিউরো
বি ট্যাবলেট খাওয়ার নিয়ম না জেনেই খাওয়া শুরু করে যার ফলে ভবিষ্যতে নিউরো বি
এর পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মকভাবে প্রভাব ফেলে, আশা করছি আপনি এই ধরনের
ভুলগুলো করবেন না। এগুলোর পাশাপাশি আপনি নিউরো বি দাম কত সেটাও জানতে
পারবেন।
নিউরো বি এর উপকারিতা
নিউরো বি এর উপকারিতা অনেক রয়েছে যা বলে শেষ করা যাবে না। তবে আপনি যদি
শর্টকাটে জানতে চান সেক্ষেত্রে নিউরো বি ট্যাবলেটের সবথেকে কার্যকরী ৮টি উপকারী
ঠিক রয়েছে যার ফলে অধিকাংশ চিকিৎসকেরা এই ট্যাবলেটটি সেবনের নির্দেশনা দিয়ে
থাকে।
নিউরো অর্থাৎ নিউরনের কথা বলা হয়েছে। অর্থাৎ এর নাম শুনে বোঝা যাচ্ছে এটি
আমাদের নিউরন সম্পর্কিত কার্যক্রম গুলো করে থাকে। এটি বাজারে ইনজেকশন এবং
ট্যাবলেট আকারে পাওয়া যায় আর আপনার জন্য কোনটি উপযুক্ত হবে সেটি একমাত্র
চিকিৎসকেরাই নির্ধারণ করতে পারবে। তাই এই সম্পর্কে অবশ্যই চিকিৎসকের নির্দেশনার
প্রয়োজন।
নিউরো বি এই নামটির প্রথম অংশ দ্বারা অর্থাৎ নিউরো দ্বারা আমাদের নিউরন রগকে
নির্দেশ করা হয়েছে। আর পরবর্তী অংশ বি দ্বারা ভিটামিন বি এর তিনটি ক্যাটাগরি
অর্থাৎ ভিটামিন বি 1,6 এবং ১২। এই ট্যাবলেটের জেনেটিক নাম হচ্ছে Vitamin B 1,
Vitamin B 6, Vitamin B 12। এতক্ষণ আপনারা উপাদান সম্পর্কে জেনেছেন। তো চলুন
এখন জেনে নেওয়া যাক নিউরো বি এর উপকারিতা গুলো সম্পর্কে।
ডায়াবেটিস নিউরোপ্যাথি
যারা দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস এর সমস্যায় ভুগছে বিশেষ করে যাদের বয়স ৪০
বছরের উপরে তাদের হারের মধ্যে অনেক সময় ব্যথা করে। আর এই ব্যাথার কারণে
ঠিকভাবে চলাফেরা করতে পারেন না এমনকি ওঠাবসাও করতে পারে না। তো তাদের এই ধরনের
সমস্যার জন্য ডায়াবেটিসে বিশেষজ্ঞরা নিউরো বি ট্যাবলেট সেবনের নির্দেশনা দেন।
পেরিফেরাল নিউরালজিয়া
পেরিফেরাল নিউরালজিয়া হলো এমন এক ধরনের অনুভূতির অসুখ যার কারণে আপনি আপনার
স্নায়ুতন্ত্রের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মূল কথা হলো আমাদের মস্তিষ্ক স্নায়ুতন্ত্র রয়েছে যেটি আমাদের অনুভূতি নিয়ন্ত্রণ করে থাকে। উদাহরণ হিসেবে
ধরুন আপনি কোন শীতল জায়গায় গিয়েছেন তাহলে আপনার দেহ মস্তিষ্কে একটি সংকেত
পাঠাবে যার ফলে আপনি বুঝবেন আপনার ঠান্ডা লাগছে।
অর্থাৎ যে কোন কিছু স্পর্শ করলে আপনার দেহ থেকে একটি সংকেত মস্তিষ্কে যায় যার
ফলে আপনি বুঝতে পারেন। আর যখন এই সংকেতটি সঠিকভাবে সঞ্চালন হয় না তখন আপনি
কোনভাবেই কোন অনুভূতি বুঝতে পারবেন না। আর আপনার যদি স্নায়ুতন্ত্র অকার্যকর
হয়ে পড়ে তাহলে আপনার শরীরের কোন অংশ কেটে গেলেও বুঝতে পারবেন না। তো বিশেষ
করে যাদের হাত-পা ঘেমে যায়, শীতের মধ্যেও শরীর ঘেমে যায় তাদের মূলত
স্নায়ুতন্ত্রের সমস্যা রয়েছে। এ ধরনের রোগের জন্য নিউরো বি ট্যাবলেট
ব্যাপকভাবে কাজ করে থাকে। তাই আপনি যদি নিউরো বি ট্যাবলেট খাওয়ার নিয়ম অনুসরণ
করে সেবন করতে থাকেন তাহলে এ ধরনের সমস্যা থেকে স্থায়ী মুক্তি পাবেন।
লুম্বাগো
এটি এমন এক ব্যাধি যার ফলে মেরুদন্ডের হাড়ের নিচের অংশে মারাত্মকভাবে ব্যথা
করে। এ ধরনের সমস্যা কারা কারা দীর্ঘদিন যাবত হয়ে থাকে আবার কারো কারো হঠাৎ
পরিশ্রমের কারণে হয়ে থাকে। অনেকের সায়টিকা বাত এবং লুম্বাগো রোগকে এক মনে
করে। কিন্তু এদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে আপনারা অনুসন্ধান করে জেনে
নেবেন। আর যেহেতু নিউরো বি এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তাই অবশ্যই
সতর্কতা অবলম্বন করবেন।
মায়ালজিয়া
অনেক সময় হঠাৎ করে পড়ে গিয়ে কিংবা খেলাধুলার সময় আঘাত লাগার কারণে
মাংসপেশিতে এবং হাড়ে আঘাত লাগে। আঘাত লাগার পরে অনেকে বিভিন্ন ধরনের ব্যথার
ঔষধ সেবন করে এবং এক সপ্তাহের মধ্যে এই ধরনের ব্যাথা দূর হয়ে যায়। কিন্তু
পাঁচ থেকে ছয় মাস পরে যদি ওই স্থানে আবার ব্যথা শুরু হয় তাহলে বুঝবেন এটি
মায়ালজিয়া, আর এক্ষেত্রে অনেক বিরূপ প্রভাব দেখা দিতে পারে।
তো পুরাতন ব্যথা যদি পুনরায় দেখা দেয় তাহলে আপনি সর্বপ্রথম অর্থপেডিক্স
চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা
আপনাকে প্রথমে পরিশ্রম করতে নিষেধ করবেন এবং নিউরো বি ট্যাবলেট জাতীয় ঔষধ
সেবারের নির্দেশনা দেবেন।
অপটিক নিউরাইটিস
অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে চোখ ঝাপসা হয়ে পড়ে এবং চোখের জ্যোতি
শক্তি কমে যায়। তো এগুলো হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে যেমন চোখের নিউরনের
সমস্যা, চোখের রক্ত চলাচলের স্বল্পতা, চোখের জন্য ভিটামিনের অভাব ইত্যাদি। তো
আপনার যদি এ ধরনের কোন সমস্যা হয়ে থাকে তাহলে সর্বপ্রথম চক্ষু চিকিৎসকের
পরামর্শ গ্রহণ করবেন। তিনি আপনাকে তার মতাদর্শ অনুসারে পরীক্ষা-নিরীক্ষা করে
নিউরো বি ট্যাবলেট খাওয়ার নিয়ম বলে দিবেন।
সায়াটিকা
আপনি জানলে অবাক হবেন সায়াটিকা বা নার্ভ হলো আমাদের দেহের সবথেকে বড়
স্নায়ু। আর আপনার যদি সায়াটিকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে মাংসপেশিতে,
হাড়ে, পিঠে এবং শরীরের অন্যান্য অংশে মারাত্মক যন্ত্রণাদায়ক ব্যথা হতে পারে।
তো এক্ষেত্রেও নিউরো বি ট্যাবলেট সেবন করলে এই ধরনের রোগ থেকে রক্ষা পাওয়া
যায়।
ফেসিয়াল নিউরালজিয়া
আপনারা উপরের অংশ শুধুমাত্র নিউরালজিয়া সম্পর্কে জেনেছেন। আর ফেসিয়াল
নিউরালজিয়া বলতে শুধুমাত্র মুখের অংশগুলোকে বুঝানো হচ্ছে। অনেক ক্ষেত্রে এমন
হয় মানুষ প্যারালাইসিস করলে যেরকম ইচ্ছা থাকা সত্ত্বেও নির্দিষ্ট অঙ্গ গুলো
নড়াতে পারে না ঠিক তেমনি ভাবে যদি কারো ফেসিয়াল নিউরালজিয়া হয় তাহলে সে তার
মুখের অঙ্গগুলো ঠিকভাবে নাড়াতে পারে না।
বিশেষ করে দেখবেন যাদের মুখ বাঁকা কিংবা মুখের কোন অংশ কম নড়াচড়া করছে
তাহলে বুঝবেন ওই ব্যক্তিটি ফেসিয়াল নিউরালজিয়া রোগে ভুগছে। তাই এ ধরনের রোগর
ট্রিটমেন্ট আমাদের অতি জরুরী করা দরকার কারণ এগুলো আমাদের সৌন্দর্য নষ্ট করে।
অস্টিওপোরোসিস
এই আর্টিকেলে নিউরো বি এর উপকারিতা যতগুলো উল্লেখ করা হলো তার মধ্যে
অস্টিওপোরোসিস অন্যতম। কারণ যাদের ভিটামিন কিংবা ক্যালসিয়ামের সমস্যা রয়েছে
তাদের একটু বয়স হলেই এই মারাত্মক কষ্টদায়ক রোগ অস্টিওপোরোসিস দেখা দেয়।
যদি কারো এই রোগ দেখা যায় তাহলে ধীরে ধীরে ওই ব্যক্তির মেরুদন্ড ভঙ্গুর হয়ে
পড়ে যার ফলে সে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না।
আর যদি এই ধরনের রোগ কারো হয়ে যায় তাহলে হতাশ না হয় একজন অভিজ্ঞ চিকিৎসকের
নির্দেশনা গ্রহণ করতে হবে। তিনি আপনাকে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি সহ
নিউরো বি ট্যাবলেট সেবনের নির্দেশনা দেবেন কারণ এই ট্যাবলেট এসেবন করলে নিউরন
এবং হাড়ের অনেক উপকার সাথে হয় যার ফলে ধীরে ধীরে রোগটি সেরে যায়।
নিউরো বি ট্যাবলেট খাওয়ার নিয়ম
অনেকেই শুধুমাত্র নিউরো বি এর উপকারিতা জানার পরে নিউরো বি ট্যাবলেট খাওয়ার
নিয়ম না জেনেই সেবন শুরু করে যার ফলে তারা কিছুদিন পরেই নিউরো বি এর
পার্শ্বপ্রতিক্রিয়া গুলো দেখতে পাই। আর আপনি যদি সঠিক নিয়মে সারা জীবনের
সেবন না করেন তাহলে কখনোই উপকারিতা গুলো দেখতে পাবেন না। এজন্য আপনাকে প্রথমে
খাওয়ার নিয়ম ভালোভাবে জেনে নিতে হবে।
তবে সব থেকে ভালো হয় একজন অভিজ্ঞতা হিসেবে নির্দেশনা গ্রহণ করার কারণ তিনি
আপনার স্বাস্থ্যের পরিস্থিতি এবং রোগের ধরন অনুসারে ট্যাবলেট খাওয়ার
নির্দেশনা দিবে। তারপরও আপনি যদি অল্প সময়ের জন্য সেবন করতে চান সেক্ষেত্রে
আমাদের আর্টিকেলের নিয়ন্ত্রণ করতে পারেন। তবে এই নিয়ম অনুসারে কখনোই
স্থায়ীভাবে সেবনের নিয়ত করা যাবে না।
সাধারণ ক্ষেত্রে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের জন্য নিউরো বি ট্যাবলেট
প্রতিদিন রাতে আহারের পরে ১টি করে ২ মাস এবং যাদের বয়স ৪০ বছরের উপরে তাদের
জন্য প্রতিদিন সকালে ১টি এবং রাতে ১টি খাওয়ার পরে খেতে হবে। তবে চোখের জন্য
খাওয়ার নিয়ম আলাদা হতে পারে। আর আপনারা যদি চোখের জন্য এটি সেবনের
সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে অবশ্যই একজন চক্ষু চিকিৎসকের পরামর্শ নিবেন।
আর যারা স্তন্যদানকারী বা গর্ভবতী রয়েছেন তারা এই ট্যাবলেট সেবন করতে পারবেন
তবে কখনোই এই জাতীয় কোন ইনজেকশন নেওয়া যাবে না। আর গর্ভাবস্থা যেহেতু একটি
সেনসিটিভ বিষয় তাই এই সময় যে কোন ঔষধ খুব সতর্কতা অবলম্বন করে খেতে হবে এবং
ডাক্তারের নির্দেশনা ব্যতীত একটি কাজও করা যাবে না।
নিউরো বি এর পার্শ্বপ্রতিক্রিয়া। নিউরো বি ট্যাবলেট এর অপকারিতা
প্রত্যেকটি ট্যাবলেটের যেমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ঠিক তেমনিভাবে নিউরো
বি এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তবে যেহেতু এটি স্কয়ার ফার্মাসিটিক্যালস
এর তৈরিকৃত ঔষধ তাই তুলনামূলকভাবে এর অপকারী দিকগুলো বা বিরূপ প্রতিক্রিয়া
গুলো খুবই কম। এজন্য যারা নিউরো বি এর উপকারিতা জানার পরে সেবনে
সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়েন।
নিউরো বি এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছেঃ ত্বকে লাল ভাব দেখা
দেওয়া ও এলার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি। যেগুলো রয়েছে সেগুলো থেকেও আপনি
মুক্তি পেতে পারবেন যদি চিকিৎসক নির্দেশিত নিউরো বি ট্যাবলেট খাওয়ার নিয়ম
সঠিকভাবে অনুসরণ করেন। তাই আপনার যদি মারাত্মক পরিমাণে এলার্জি থাকে তাহলে
সেবনের পূর্বে আপনার ডাক্তারের অনুমতি নিবেন। আর সর্বোপরি যেকোন ধরনের ঔষধ
কখনোই ফার্মেসি থেকে কিনে খাওয়া উচিত নয় কোন প্রেসক্রিপশন ব্যতীত।
নিউরো বি দাম কত
নিউরো বি ট্যাবলেটটির বাজারজাত করেছে স্কয়ার ফার্মাসিটিক্যাল। তবে
বর্তমানে আপনি নিউরনের জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট পেয়ে যাবেন তবে
সেগুলো স্কয়ার ফার্মাসিটিক্যাল এর দেখাদেখি অন্য ফার্মাসিস্ট
কোম্পানিগুলো তৈরি করেছে। এজন্য স্কয়ার ফার্মাসিটিক্যালসের নিউরো বি
ট্যাবলেট টি অন্যান্য সকল নিউরনের ওষুধের ব্র্যান্ড লিডার।
নিউরো বি টাবলেটের বোতলে ৩০টি ট্যাবলেট থাকে, আর এই ৩০টি ট্যাবলেট এর দাম
২৪০ টাকা। যেহেতু এটি অনেক জনপ্রিয় তাই বাংলাদেশের যেকোনো ফার্মেসি থেকে
আপনার খুব সহজে ক্রয় করতে পারবেন এটা কোন ধরনের সমস্যা হবে না। আশা
করি জানতে পেরেছেন নিউরো বি দাম কত।
ব্যক্তিগত মতামতঃ নিউরো বি দাম কত
আমাদের আজকের এই আর্টিকেলে নিউরো বি এর উপকারিতা, নিউরো বি ট্যাবলেট
খাওয়ার নিয়ম, নিউরো বি এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং নিউরো বি দাম কত সে
সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আজকের এই আর্টিকেল
থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে
বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url