b 50 forte এর উপকারিতা, বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয় কিভাবে। ভিটামিন বি ৫০ ফোর্ট সিরাপ খাওয়ার নিয়ম, অপকারিতা

প্রিয় পাঠক, আপনি কি b 50 forte সম্পর্কে সকল তথ্য বিশেষ করে b 50 forte এর উপকারিতা ও বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয় নাকি এই সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলটি পড়ুন। কারণ এই আর্টিকেলে b 50 forte এর উপকারিতা ও বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয় নাকি জানানো হয়েছে। তাই আপনি যদি b 50 forte এর উপকারিতা এবং বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয় নাকি জানার ইচ্ছা পোষণ করেন তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
b-50-forte-এর-উপকারিতা-বি-৫০-ফোর্ট-খেলে-কি-মোটা-হয়-বি-৫০-ফোর্ট-এর-অপকারিতা-b-50-forte-এর-কাজ-কি-বি-50-ফোর্ট-এর-কাজ-কি-ভিটামিন-বি-50-ফোর্ট-খাওয়ার-নিয়ম-বি-৫০-ফোর্ট-দাম-বি-৫০-ফোর্ট-সিরাপ-এর-কাজ-বি-৫০-ফোর্ট-কিসের-ঔষধ-বি-৫০-ফোর্ট-সিরাপ-খেলে-কি-হয়
যেহেতু এটি একটি স্বাস্থ্য বিষয় আর্টিকেল তাই পড়ার সময় বিশেষ করে b 50 forte এর উপকারিতা ও বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয় এই অংশগুলো মনোযোগ দিয়ে ধৈর্য ধরে পড়ার চেষ্টা করবেন। কারণ বি ৫০ ফোর্ট এর অপকারিতা রয়েছে। তাই কোনোভাবেই b 50 forte সম্পর্কে জানার ত্রুটি রাখা যাবে না। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক b 50 forte এর উপকারিতা এবং বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয় নাকি এই সম্পর্কে সকল তথ্য বিস্তারিত।

b 50 forte এর কাজ কি। বি 50 ফোর্ট এর কাজ কি। বি ৫০ ফোর্ট কিসের ঔষধ। বি ৫০ ফোর্ট সিরাপ খেলে কি হয়। b 50 forte kaj ki

অনেকেই জানতে চাই, b 50 forte এর কাজ কি বা বি ৫০ ফোর্ট কিসের ঔষধ? এই প্রশ্নের উত্তর যদি আপনি এক কথায় জানতে চান তাহলে জেনে নিন b 50 forte হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট যার কাজ হচ্ছে আমাদের শরীরকে শারীরিক ও মানসিকভাবে ভাবে উপকৃত করা। অর্থাৎ এই ট্যাবলেট সেবনের ফলে আমাদের অনেক উপকার হয়।
আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে নিচে আলোচিত b 50 forte এর উপকারিতা ভালোভাবে পড়ে নিবেন। কারণ এই অংশের মধ্যে b 50 forte সম্পর্কে সকল তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই আপনি যদি উপকারিতা গুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে b 50 forte এর কাজ কি বা বি ৫০ ফোর্ট কিসের ঔষধ জানতে পারবেন।

b 50 forte এর উপকারিতা

b 50 forte সম্পর্কে অধিকাংশ মানুষই প্রশ্ন করে b 50 forte এর উপকারিতা কি এবং বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয়। তাই আপনাদের সুবিধার্থে আর্টিকেলের এই অংশে আলোচনা করা হবে b 50 forte এর উপকারিতা। মোটা হওয়ার জন্য অনেকেই এই ট্যাবলেট খেতে চাই তাই এই ট্যাবলেট খাওয়ার পূর্বে অবশ্যই জেনে নিবেন বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয় নাকি, যা আর্টিকেলের নিচের অংশে আলোচিত হয়েছে।

যেহেতু b 50 forte ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান Square Pharmaceuticals PLC তাই এই ট্যাবলেট এর কার্যকারিতা অনেক বেশি। আপনি হয়তো জানেন, বাংলাদেশের মধ্যে যতটি ঔষধ কারক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যাল।
b-50-forte-এর-উপকারিতা-জেনে-নিন
b 50 forte বাজারে ট্যাবলেট, সিরাপ এবং ইনজেকশন আকার পাওয়া যায়। এর ধরন আলাদা আলাদা হলেও b 50 forte এর উপকারিতা মূলত একই। তবে এর ধরণ অনুসারে উপাদানের পার্থক্য রয়েছে। প্রয়োজন এবং ক্ষেত্রভেদে চিকিৎসকেরা ট্যাবলেট, সিরাপ এবং ইনজেকশন এর নির্দেশনা দিয়ে থাকে। তাই আপনার জন্য কোনটি ভালো হবে তা একমাত্র ডাক্তারাই বলতে পারবেন।

b 50 forte ক্যাপসুল বা ট্যাবলেট এর উপাদান নিম্নরূপঃ
  • থায়ামিন হাইড্রোক্লোরাইড (B1)
  • রিবোফ্লাভিন (B2)
  • নিকোটিনামাইড (B3)
  • পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড (B5)
  • পাইরিডক্সিন (B6)
  • সায়ানোকোবালামিন (B12)
  • ফলিক অ্যাসিড
  • বায়োটিন
  • ডি-প্যানথেনল (ইনজেকশন এর ক্ষেত্রে)
উল্লেখিত উপাদান গুলো আমাদের শরীরের জন্য ব্যাপক উপকারী। তবে এই উপাদান গুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং কেন এই উপাদানগুলো আমাদের শরীরে প্রয়োজন এসব সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে নিচের অংশটুকু মনোযোগ সহকারে। করুন কারণ অংশ নিচের অংশ আলোচনা করা হবে আমাদের জন্য b 50 forte এর উপকারিতা সম্পর্কে।

b 50 forte এর উপকারিতা গুলো নিমে পয়েন্ট আকারে উল্লেখ করা হলোঃ
  • ভিটামিন বি এর ঘাটতি দূর করে
  • মুখের ঘা ভালো করে
  • জিহ্বার ঘা ভালো করে
  • ঠোটের ঘা ভালো করে
  • মানসিক চাপ কমাতে সাহায্য করে
  • বেরিবেরি থেকে মুক্তি দেয়
  • রক্তকণিকা গুলোকে সতেজ রাখে
  • স্নায়ু প্রদাহ দূর করে
  • শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় এবং মুখের রুচি বৃদ্ধি করে
  • বয়স্কদের মুখের রুচি বৃদ্ধি করে
  • স্তন্যদানকারী ও গর্ভবতী মহিলাদের সুস্বাস্থ্য বজায় রাখে
ভিটামিন বি এর ঘাটতি দূর করে

যেহেতু b 50 forte এর উপাদানের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট রয়েছে তাই এটি আমাদের শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করে। প্রয়োজনীয় ভিটামিন আমাদের শরীরে প্রাকৃতিকভাবেই তৈরি হয় কিন্তু নির্দিষ্ট বয়স পার হওয়ার পরে প্রাকৃতিক ভাবে পর্যাপ্ত ভিটামিন উৎপন্ন হয় না। যার ফলে ভিটামিনের ঘাটতি দেখা দেয়, তাই যাদের ভিটামিনের ঘাটতি রয়েছে তারা চাইলে চিকিৎসকের নির্দেশনা অনুসারে b 50 forte ট্যাবলেট, সিরাপ কিংবা ইনজেকশন নিতে পারেন।

মুখের ঘা ভালো করে

ভিটামিন বি এর কারণে অনেক সময় মুখে ঘা হয়। অনেকেই এই মুখের ঘায়ের কারণে খাবার খেতে পারে না অর্থাৎ তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। অনেকে আবার এই মুখের ঘা এর জন্য ভিটামিন b2 ট্যাবলেট খায়। তবে আপনি যদি অল্প সময়ের মধ্যে মুখের ঘা ভালো করতে চান তাহলে b 50 forte ট্যাবলেট খেতে পারেন কারণ। মুখের ঘায়ের জন্য b 50 forte এর উপকারিতা অনেক।

জিহ্বার ঘা ভালো করে

ভিটামিন বি এর অভাবেই জিহ্বার ঘা হয়। b 50 forte ট্যাবলেট জিহ্বার ঘা ভালো করতে অনেক কাজ করে। বিশেষ করে অধিকাংশ মানুষের জিহ্বায় সাদা ঘা বা ক্ষত হয়। যাদের এই ধরণের ঘা বা ক্ষত রয়েছে তারা যদি চিকিৎসক নির্দেশিত ভিটামিন বি 50 ফোর্ট খাওয়ার নিয়ম অনুসরণ করে তাহলে অল্প দিনের মধ্যেই তাদের জিহ্বার ঘা ভালো হয়ে যাবে

ঠোটের ঘা ভালো করে

শীতকালে ঠোটের ঘা বেশি পরিলক্ষিত হয়। যাদের ভিটামিন বি এর ঘাটতি রয়েছে তাদের এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। তবে অন্যান্য কারণেও ঠোটের ঘা হতে পারে। ঠোটের ঘা হলে সৌন্দর্য নষ্ট হয় এবং মানব সমাজে চলাচল করা যায় না। তাই আপনার যদি ঠোটের ঘা হয়ে থাকে তাহলে আজই ফার্মেসির দোকান থেকে b 50 forte ক্রয় করে খাওয়া শুরু করুন।

মানসিক চাপ কমাতে সাহায্য করে

মানসিক চাপ মানুষের স্বাভাবিক ব্যাধি অর্থাৎ প্রত্যেক মানুষেরই মানসিক চাপ থাকে। বিশেষ করে যারা যেকোনো জিনিস নিয়ে কিংবা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত চিন্তা করে তারা মানসিক চাপ বেশি থাকে। তবে মানুষের চাপ থেকে মুক্ত রাখার জন্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরিত হয়। যখন প্রয়োজন অনুসারে আমাদের শরীরে হরমোন নিঃসরিত না হয় তখন মানসিক চাপ মোকাবেলা করা যায় না। তবে আপনি যদি b 50 forte ট্যাবলেট, সিরাপ কিংবা ইনজেকশন গ্রহণ করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে মানসিক চাপ থেকে মুক্তি পেয়ে যাবেন।

বেরিবেরি থেকে মুক্তি দেয়

বেরিবেরি রোগ হচ্ছে ভিটামিন বি১ বা থায়ামিন এর অভাবের কারণে হয়। বেরিবেরি মূলত তিন ধরনের হয়ে থাকে। এর কারনে নার্ভের সমস্যা, হার্টের সমস্যা আরো অন্যান্য সমস্যার মধ্যে রয়েছে ক্লান্তি, বমি বমি ভাব, মাথা ঘোরা, বিষন্নতা ইত্যাদি। প্রথম অবস্থায় বেরিবেরি রোগ স্বাভাবিক পর্যায়ে থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করলে ধীরে ধীরে মারাত্মক রোগের রূপান্তরিত হয়।

তাই আপনি যদি বেরিবেরি থেকে মুক্তি পেতে চান সর্বপ্রথম আপনাকে অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা নিতে হবে। চিকিৎসকের নির্দেশিত চিকিৎসা পদ্ধতি গ্রহণ করার পাশাপাশি b 50 forte ট্যাবলেট, সিরাপ কিংবা ইনজেকশন গ্রহণ করতে পারেন। তবে কোন ধরনের b 50 forte আপনার জন্য শ্রেষ্ঠ হবে তা একমাত্র অভিজ্ঞ চিকিৎসকই বলতে পারবে।

রক্তকণিকা গুলোকে সতেজ রাখে

আমাদের শরীরে বিভিন্ন ধরনের রক্ত কণিকা রয়েছে যার মধ্যে লোহিত রক্ত কণিকা অন্যতম। b 50 forte খেলে লোহিত রক্ত কণিকা সহ অন্যান্য সকল রক্ত কণিকা গুলো সতেজ থাকে।

স্নায়ু প্রদাহ দূর করে

আমাদের নার্ভ সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে বিভিন্ন ধরনের স্নায়ু প্রদাহ দেখা দেয়, যার মধ্যে রয়েছেঃ হাত-পা জ্বালাপোড়া করা, পেশীতে ব্যথা, হাঁটুতে ব্যথা, চলাফেরা করতে অসুবিধা হওয়া ইত্যাদি। যেহেতু আপনি b 50 forte এর উপকারিতা সম্পর্কে হালকা ধারণা পেয়েছেন তাই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আজই চিকিৎসকের নির্দেশনা অনুসারে ভিটামিন বি 50 ফোর্ট খাওয়ার নিয়ম মেনে খাওয়া শুরু করুন।

শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় এবং মুখের রুচি বৃদ্ধি করে

অধিকাংশ শিশুরাই খেতে চায়না। আপনার ছোট্র সোনামণিরও যদি খাবারে অনীহা থাকে তাহলে b 50 forte খাওয়াতে পারেন। যদি আপনার শিশু b 50 forte ট্যাবলেট বা ক্যাপসুল খেতে না চাই সেক্ষেত্রে সিরাপ খাওয়াতে পারেন। এটি খাওয়ানোর কয়েকদিনের মধ্যেই আপনার শিশুর মুখের রুচি বৃদ্ধি পাবে। তাই দেরি না করে আজ থেকেই খাওয়ানো শুরু করুন এবং দেখুন এর অবাক করা ফলাফল।

বয়স্কদের মুখের রুচি বৃদ্ধি করে

বয়স্কদের মুখের রুচি বৃদ্ধি করতেও b 50 forte অনেক উপকার করে।

স্তন্যদানকারী ও গর্ভবতী মহিলাদের সুস্বাস্থ্য বজায় রাখে

গর্ভাবস্থা হচ্ছে সকল মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই তাদের ঐ সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয়। গর্ভাবস্থায় এমন কোন ঔষধ খাওয়া যাবে না যাতে মায়ের এবং নবাগত শিশুর সাস্থের ক্ষতি হয়। তবে ভিটামিনের চাহিদা পূরণের জন্য b 50 forte খেতে চাইলে অবশ্যই চিকিৎসকের নির্দেশনা নিতে হবে।

আশা করি বুঝতে পেরেছেন b 50 forte এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত। তবে এই উপকারিতা জানার পাশাপাশি বি ৫০ ফোর্ট এর অপকারিতা এবং ভিটামিন বি 50 ফোর্ট খাওয়ার নিয়ম জেনে নেবেন। কারণ আপনি যদি সঠিক নিয়মে এটি খেতে না পারেন তাহলে উল্লেখিত উপকারিতা গুলো কখনোই পাবেন না।
আরেকটি গুরুত্বপূর্ণ কথা, উল্লেখিত উপকারিতা গুলো জেনে চিকিৎসকের নির্দেশনা ব্যতীত কখনোই b 50 forte খাওয়া উচিত হবে না। তবে আর্টিকেলে b 50 forte এর যেসব উপকারিতাগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো আপনাদের b 50 forte সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয়

আপনাদের মধ্যে অনেকেই জানতে চায়, বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয় নাকি? তাদের সুবিধার্থে আমাদের আর্টিকেলের এই অংশে আলোচনা করা হবে বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয় নাকি এ সম্পর্কে বিস্তারিত। যদিও b 50 forte এর উপকারিতা অংশের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তবুও নিচে কিছু সারমর্ম উল্লেখ করা হলো।

আপনি যদি এক কথায় জানতে চান বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয়? তাহলে উত্তরটি হবে হ্যাঁ, বি ৫০ ফোর্ট খেলে মোটা হওয়া যায়। তবে আবার মনে করবেন না বি ৫০ ফোর্ট মোটা হওয়ার জন্যই প্রস্তুত করা হয়েছে। মূলত এটি আমাদের শরীরের বিভিন্ন উপকারিতার জন্য স্কয়ার ফার্মাসিটিক্যাল প্রস্তুত করেছে।

তবে এই ট্যাবলেটটি আমাদের শরীরে অন্যান্য উপকারিতার পাশাপাশি ওজনও বৃদ্ধি করে, তাই অনেকেই মনে করে এটি মোটা হওয়ার ট্যাবলেট। অনেকে তাদের শিশুদের মোটা হওয়ার জন্য বি ৫০ ফোর্ট সিরাপ খাওয়াই কিন্তু এটি মোটামুটি নয়। কারণ পৃথিবীতে এমন কোন ঔষধ আবিষ্কৃত হয়নি যে ঔষধের মধ্যে সরাসরি মোটা হওয়ার উপাদান থাকে।

যত ধরনের মোটা হওয়ার ঔষধ রয়েছে সেগুলো আমাদের শরীরের অন্যান্য কাজ কাজের পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ওজন বৃদ্ধি করে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে এটি কিভাবে আমাদের ওজন বৃদ্ধি করে? এই পৃথিবীতে যত ধরনের মোটা হওয়ার ওষুধ রয়েছে সেগুলো আমাদের কিডনিতে অতিরিক্ত পানি জমা করে। এই কিডনিতে অতিরিক্ত পানি জমা হওয়ার কারণে আমাদের শারীরিক ওজন বৃদ্ধি পায় এবং হাত-পা ফুলে যায়।

এই হাত পা ফুলে গেলে অনেকে মনে করে মোটা হচ্ছে। বি ৫০ ফোর্ট খাবার ফলে শরীর মোটা হয় কারণ এটি খেলে আমাদের ভিটামিনের চাহিদা পূরণ হয়। আর ভিটামিনের চাহিদা পূরণ হলেই আমাদের শরীরে অতিরিক্ত ক্যালরি জমা হয়। যার কারণে ধীরে ধীরে মোটা হয়ে যায়। তবে কখনোই শুধুমাত্র মোটা হওয়ার জন্য বি ৫০ ফোর্ট খাওয়া যাবে না।

আশা করি বুঝতে পেরেছেন বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয় নাকি এই সম্পর্কে বিস্তারিত। তবে এই তথ্যগুলো জানার পাশাপাশি আপনি অবশ্যই বি ৫০ ফোর্ট এর অপকারিতা এবং b-50 forte খাওয়ার নিয়ম জেনে নেবেন। তাই দেরি না করে বি ৫০ ফোর্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

ভিটামিন বি 50 ফোর্ট খাওয়ার নিয়ম। b-50 forte খাওয়ার নিয়ম

ভিটামিন বি 50 ফোর্ট খাওয়ার নিয়ম নির্ভর করে আপনি কি উদ্দেশে এটি সেবন করেছেন। আপনি যদি b 50 forte এর উপকারিতা জানার পরে এটি খাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই আর্টিকেলের এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়ুন। কারণ যে কোন ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই সেটি সঠিক নিয়ম জেনে নিতে হবে।

ভিটামিন বি 50 ফোর্ট খাওয়ার নিয়ম (ট্যাবলেট/ক্যাপসুল)
  • ১০ বছর বয়সের নিচের বাচ্চাদের ভিটামিন বি 50 ফোর্ট পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে
  • ১০ বছর বয়সের উপরের বাচ্চাদের প্রতিদিন ১ টি করে ১ বার খাবার পরে খেতে হবে
  • ১৮ বছর বয়সের উপরে যারা আছে তাদের জন্য প্রতিদিন ২-৩ টি করে ২-৩ বার খাবার পরে খেতে হবে
ভিটামিন বি 50 ফোর্ট খাওয়ার নিয়ম (সিরাপ)
  • ১০ বছর বয়সের নিচের বাচ্চাদের ভিটামিন বি 50 ফোর্ট পূর্বে ডাক্তারের পরামর্শ বাধ্যতামূলক
  • ১০ বছর বয়সের উপরের বাচ্চাদের প্রতিদিন ১ চামচ করে ১ বার খাবার পরে খেতে হবে
  • ১৮ বছর বয়সের উপরে যারা আছে তাদের জন্য প্রতিদিন ২-৩ চামচ করে ২-৩ বার খেতে হবে
স্তন্যদানকারী ও গর্ভবতী মহিলাদের এটি খাওয়া যাবে তবে খাওয়ার পূর্বে চিকিৎসকের অনুমতি নেওয়া শ্রেয়। আর যাদের ভিটামিন বি 50 ফোর্ট ট্যাবলেটের উপাদানের প্রতি মারাত্মক সংবেদনশীলতা রয়েছে তাদের এই ট্যাবলেটটি খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন ভিটামিন বি 50 ফোর্ট খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

বি ৫০ ফোর্ট এর অপকারিতা। বি ৫০ ফোর্ট এর

এতক্ষণ যারা b 50 forte এর উপকারিতা জানার পরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা মনোযোগ দিয়ে বি ৫০ ফোর্ট এর অপকারিতা জেনে নিন। সোজা কথাই বলতে গেলে একটি ঔষধের যতই উপকারিতা বা কার্যকারিতা থাকুক না কেন সামান্য হলে অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে।

ঠিক তেমনি বি ৫০ ফোর্ট এর অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে সেগুলো খুবই সামান্য। অর্থাৎ এতে আহামরি বা মারাত্মক কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো থেকেও আপনি রেহাই পেতে পারেন যদি চিকিৎসক নির্দেশিত ভিটামিন বি 50 ফোর্ট খাওয়ার নিয়ম অনুসরণ করতে পারেন।

b 50 forte আবিষ্কৃত হওয়ার পরে এই পর্যন্ত তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে আপনি যদি অনিয়ন্ত্রিতভাবে সেবন করেন সেক্ষেত্রে পেট খারাপ, ডায়রিয়া বা বমি বমি ভাব হতে পারে। তবে সবচেয়ে ভালো হয় একজন চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে আপনার সমস্যা অনুসারে ঔষধটি গ্রহণ করা।

বি ৫০ ফোর্ট দাম। b 50 forte price in bangladesh

বি ৫০ ফোর্ট ট্যাবলেট বা ক্যাপসুল এর দাম সঠিকভাবে বলা সম্ভব নয়, কারণ প্রতিনিয়ত এগুলোর দাম পরিবর্তন হতে থাকে। তবে বর্তমান বাজারের রেট অনুসারে বি ৫০ ফোর্ট এর প্রতি পিসের দাম ১.৭৫ টাকা। যেহেতু ১ পাতায় ১০ টি ট্যাবলেট থাকে তাই ১ পাতা বি ৫০ ফোর্ট দাম দাম দাম ১৭.৫ টাকা। আপনি যেকোন ফার্মেসি থেকে খুব সহজেই বি ৫০ ফোর্ট ক্রয় করতে পারবেন।

বি ৫০ ফোর্ট ইনজেকশন এর দাম

বি ৫০ ফোর্ট এর ২ মিলিগ্রাম ইনজেকশনের প্রতি পিসের দাম ১০.৩ টাকা। যেহেতু এক পাতায় ৫ টি ইনজেকশন থাকে তাই বি ৫০ ফোর্ট ইনজেকশন এর এক পাতার দাম ৫১.৫ টাকা।

বি ৫০ ফোর্ট সিরাপ এর দাম

বি ৫০ ফোর্ট সিরাপ এর ২০০ মিলিগ্রামের দাম ৬০ টাকা থেকে ৬৫ টাকা। তবে সিরাপ কেনার সময় অবশ্যই মেয়াদ দেখে নিবেন, কারণ বর্তমানে অনেক অসাধু ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ সিরাপ বিক্রি করছে। তবে একদম আসল ঔষধ পেতে আপনি অনলাইনের শপগুলো থেকে ক্রয় করতে পারেন। কারণ তারা আসল ও একদম নতুন ওষুধ বিক্রি করে তাই ওষুধ কেনার জন্য অনলাইন শপগুলো দিন দিন জনপ্রিয়তা লাভ করছে।

ব্যক্তিগত মতামতঃ বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয়

আমাদের আজকের এই আর্টিকেলে b 50 forte এর কাজ কি, b 50 forte এর উপকারিতা, বি ৫০ ফোর্ট খেলে কি মোটা হয়, b-50 forte খাওয়ার নিয়ম, বি ৫০ ফোর্ট এর অপকারিতা ও বি ৫০ ফোর্ট দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি উপকৃত হয়েছেন এবং আপনার মনের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন।
আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে নিত্য নতুন আর্টিকেল প্রকাশিত হয়। আমাদের আর্টিকেল এর ফরমেট অনুসারে কোন ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করার কিছুদিন পরেই উপরোক্ত ফরমেটিং এ আমরা আপনাকে একটি আর্টিকেল উপহার দিব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩