মাত্র ১ ক্লিকে বিনামূল্যে 100 সাইন আপ বোনাস কোন আমানত ছাড়া
আমাদের আজকের আর্টিকেলের মূল আলোচ্য বিষয় হচ্ছে আপনি কিভাবে বিনামূল্যে 100 সাইন
আপ বোনাস কোন আমানত ছাড়া পেতে পারবেন সেই সম্পর্কে। অর্থাৎ আপনি যদি বিনামূল্যে
100 সাইন আপ বোনাস কোন আমানত জিতে নিতে চান তাহলে এ আর্টিকেলটি আপনার জন্য
শ্রেষ্ঠ হতে পারে। আর ৫০০ টাকা বোনাস নিতে হলে আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত পড়তে
হবে।
বর্তমানে এমন অনেক সাইট রয়েছে যেগুলোতে সাইনআপ করলে একাউন্ট ক্রিয়েট করলে বোনাস
হিসাবে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। তবে অনেকে প্রতারণা করার জন্য
মানুষদের মিথ্যা প্রলোভন দেখায়। কিন্তু এই আর্টিকেলটি আপনি যদি শুরু থেকে শেষ
পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র একাউন্ট করার জন্যই
বিনামূল্যে 100 সাইন আপ বোনাস কোন আমানত ছাড়া জিতে নিতে পারবেন।
বিনামূল্যে 100 সাইন আপ বোনাস কোন আমানত
ঘরে বসে ইনকাম কেই বা না করতে চাই, কারণ ঘরে বসে সামান্য পরিমাণ টাকা ইনকাম করলেও
এতে কোন পরিমাণ খরচ কাটা যায় না। আর অনলাইন দুনিয়াতে ঘরে বসে ইনকামের এক নতুন
দুনিয়ার উত্থান করে দিয়েছে। আগে ঘরে বসে ইনকাম করার শুধুমাত্র কল্পনার বিষয়
ছিল কিন্তু বর্তমানে সেটি বাস্তবে রূপান্তরিত হয়েছে এবং ইনকামের একটি প্রধান উৎস
হিসেবে বিবেচিত হচ্ছে।
অনলাইনে যে পরিমাণ অর্থ ইনকাম করা যায় ওই পরিমাণ অর্থ আপনি অফলাইনে কিংবা
অন্যান্য চাকরি করে কখনো ইনকাম করতে পারবেন না। কারণ অনলাইনে ইনকামের কোন
লিমিটেশন নেই অর্থাৎ আপনি যত ইচ্ছা তত টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু ইনকাম করতে
হলে ইনকামের সঠিক এবং পদ্ধতি সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে।
অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছে এমন কি কোন ওয়েবসাইট রয়েছে যেখানে একাউন্ট
করলে বিনামূল্যে 100 সাইন আপ বোনাস কোন আমানত ছাড়া ফ্রিতে পাওয়া যায়? তো যাদের
মনে এ ধরনের প্রশ্ন রয়েছে তাদের উদ্দেশ্যে আমার এই আর্টিকেলটি আজকে লিখেছি।
বিশেষ করে যারা স্টুডেন্ট কিংবা নিজের হাত খরচের জন্য বাড়তি ইনকামের চেষ্টা করে
তাদের মনে এ ধরনের প্রশ্ন জেগে থাকে।
যেহেতু আমি একসময় স্টুডেন্ট ছিলাম এবং বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করার মাধ্যমে
বিভিন্ন বোনাস নিয়েছে তাই এই সম্পর্কে আমার বেশ ধারণা রয়েছে এবং এ বিষয়ে আমি
একজন অভিজ্ঞ বলে দাবি করতে পারি। তো আমার অভিজ্ঞতার আলোকে যেসব ওয়েব সাইটে
একাউন্ট করলে বিনামূল্যে 100 সাইন আপ বোনাস কোন আমানত ছাড়া ফ্রিতে পাওয়া যায়
সেগুলোর নাম আপনাদের জানানোর চেষ্টা করব।
তবে আপনি এগুলোর পাশাপাশি যদি পার্মানেন্ট ভাবে ইনকাম করতে চান সে ক্ষেত্রে
বিভিন্ন ধরনের অনলাইন কোর্স করতে পারেন।। এসব সাইন আপ করে আপনি সাময়িক সময়
ইনকাম করতে পারলেও এগুলোর কোন ভবিষ্যৎ নেই অর্থাৎ আপনি কোন দক্ষতার ব্যক্তি হতে
পারবেন না। অনেক কোম্পানি তাদের প্রচারণার সুবিধার্থে এ ধরনের বিজ্ঞাপন দিয়ে
থাকে।
আপনি ভাবুন আর আপনি যদি নিজেই এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে আপনার
কত টাকা ইনকাম হবে। তো যাই হোক এ সম্পর্কে আমরা আরো বিস্তারিত জেনে নেব আর্টিকেলে
শেষের দিকে। এজন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
বিনামূল্যে 100 সাইন আপ বোনাস কোন আমানত ছাড়া ওয়েবসাইট এর তালিকা
উপরে যে সব ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে আপনি যদি সঠিক রেফারেল লিংক
ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই টাকা পাবেন। আর আপনি কিভাবে রেফারেল লিংক
পাবেন এবং কিভাবে একাউন্ট ক্রিয়েট করবেন সেই সম্পর্কে বিস্তারিত চলুন জেনে
নেওয়া যাক তারপরে আপনারা সব ভালোভাবে বুঝতে পারবেন।
Swagbucks
Swagbucks ওয়েবসাইটে আপনি যদি একাউন্ট ক্রিয়েট করেন কিংবা অ্যাপস এ সাইন আপ
করেন তাহলে আপনি অবশ্যই সাইন আপ বোনাস পেয়ে যাবেন 500 টাকা। অনেক ক্ষেত্রে
এটি ১০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত প্রদান করে থাকে। আবার অন্যদিকে এটি
থেকে ইনকাম করা অনেক সহজ। আপনি এই ওয়েবসাইটে ভিডিও দেখে, বিভিন্ন ধরনের
সার্ভে কাজ করে এবং টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন।
Honeygain
সাইন আপ বোনাসের জন্য Honeygain একটি জনপ্রিয় সাইট। এর অ্যাপস এবং ওয়েবসাইট
ভার্সন রয়েছে আপনার যেটা ব্যবহার করতে পারবেন। আপনি যদি মাত্র ১ ক্লিকে
বিনামূল্যে 100 সাইন আপ বোনাস কোন আমানত ছাড়া ফ্রি পেতে চান তাহলে এটি আপনার
জন্য সেরা ওয়েবসাইট হতে পারে। রেফারেল লিংকে ক্লিক করে একাউন্ট করলে এটি
আপনি পেয়ে যাবেন।
PrizeRebel
আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন PrizeRebel লিখে তাহলে প্রথমে এই ওয়েবসাইট
আপনার সামনে চলে আসবে। আপনি এখানে আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে
সাইন আপ করতে পারবেন কিংবা জিমেইল দিয়েও সাইন আপ করতে পারবেন। এখানে বিভিন্ন
ক্যাটাগরি রয়েছে, তাই ক্যাটাগরি অনুসারে গেম খেলেও টাকা ইনকাম করতে পারবেন।
আর অন্যদিকে ৫০০ টাকা সাইন আপ বোনাস তো আছেই।
InboxDollars
আপনি যদি দিতে পারবে অনলাইন থেকে সাইন আপ বোনাস কিংবা ফ্রিতে টাকা ইনকাম করে
থাকেন তাহলে এই নামটি শুনে হয়তো বুঝতে পেরেছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কত
টাকা ইনকাম করা যেতে পারে। যেহেতু ওয়েবসাইটের নাম InboxDollars তাই এটা থেকে
খুব সহজেই টাকা ইনকাম করা যায়।
এখানে মূলত বিভিন্ন ধরনের গেম খেলে এবং বাজি ধরার মাধ্যমে টাকা ইনকাম করতে
হয়। তো আপনি যদি ইতিপূর্বে বিভিন্ন ধরনের বাজে সাইটগুলোর সাথে পরিচিত হয়ে
থাকে তাহলে এটা থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন। আর প্রথমে অ্যাকাউন্ট
করলেবিনামূল্যে 100 সাইন আপ বোনাস কোন আমানত ছাড়া বোনাস তো থাকছেই।
CashKaro
এটি মূলত একটি ইন্ডিয়ান ওয়েবসাইট। এটি থেকে উপার্জিত অর্থ আপনাকে ইন্ডিয়ার
কারেন্সি তে গ্রহণ করতে হবে। তবে আপনি চাইলে বিভিন্ন এক্সচেঞ্জার দিয়ে
ইন্ডিয়া টাকাকে বাংলাদেশের টাকায় কনভার্ট করে বিকাশ এবং নগদের মাধ্যমে
গ্রহণ করতে পারবেন। মূলত এটি একটি এফিলিয়েট ইনকাম করা সাইট অর্থাৎ আপনি
বিভিন্ন পণ্য জনপ্রিয় ই-কমার্স সাইটগুলো থেকে নিয়ে কাস্টমারদের কাছে বিক্রি
করবেন।
অনেক ক্ষেত্রে এগুলোকে ড্রপ শিপিং ও বলা হয়। ড্রপ শিপিং এমন একটি বিজনেস
যেখানে আপনার ব্যক্তিগতভাবে কোন পণ্য না থাকলেও আপনি অন্য ব্যক্তির কাছে
বিক্রি করে ওই কোম্পানির থেকে কমিশন নিতে পারবেন। তো আপনি যদি এভাবে ইনকাম
করতে চান সেক্ষেত্রে CashKaro ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর
একাউন্ট ক্রিয়েট করলেই পেয়ে যাবেন ৫০০ টাকা।
FreeCash
FreeCash থেকে খুব সহজেই ফ্রিতে টাকা ইনকাম করা যায়। আপনি চাইলে মোবাইল
কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়েও এ কাজটি করতে পারবেন। এটি মূলত একটি
কারেন্সি, এখান থেকে ইনকাম করার পরে আপনাকে একটি কারেন্সি দেওয়া হবে এবং
সেটি আপনি মার্কেটে বিক্রি করে ইনকাম করতে পারবেন।
এসব কারেন্সির দাম বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তবে আপনি যদি
শুধুমাত্র একাউন্ট ক্রিয়েট করে ৫০০ টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রেও সম্ভব।
তবে পার্মানেন্ট ইনকামের জন্য এই সাইটটি কি আপনারা মার্ক করে রাখতে পারেন।
কারণ মাসিক হ্যান্ডসাম অ্যামাউন্ট এর ইনকাম করা সম্ভব এখান থেকে।
Zerodha
এটি মূলত একটি ইন্ডিয়ার ট্রেডিং সাইট। আর ট্রেডিং সাইডগুলোর মূল ইনকাম হচ্ছে
মার্কেটপ্লেসে। বিশেষ করে বিভিন্ন কয়েনের দাম যখন কম থাকে ট্রেডাররা সেগুলো
কিনে রাখে এবং দাম বাড়ার সাথে সাথে বিক্রি করে দেয়। তবে বিভিন্ন ট্রেডিং
কোম্পানি তাদের প্রচারণার স্বার্থে সাইন আপ বোনাস দিয়ে থাকে। তাই আপনি যদি
বিনামূল্যে 100 সাইন আপ বোনাস কোন আমানত ছাড়া জিতে নিতে চান সেক্ষেত্রে
অ্যাকাউন্ট করতে পারেন।
Upstox
আপনারা হয়তো অনেকেই রতনতাটাকে চিনে থাকবেন, তো তার কোম্পানির এটি একটি
মাল্টি সাইট। বিশেষ করে ছাত্রদের জন্য Upstox সাইটটি বেশি জনপ্রিয়। অনেকেই
জিজ্ঞেস করে থাকে ছাত্রদের জন্য Upstox কি নিরাপদ? তো সে ক্ষেত্রে আমি বলতে
চাই আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন সেক্ষেত্রে চোখ বুজে মনে প্রাণে বিশ্বাস
করে Upstox এ ডিপোজিট করতে পারেন।
আর আপনি যদি ডিপোজিট না করে শুধুমাত্র সাইন আপ বনাস নিতে চান সেক্ষেত্রে
সম্ভব। সেজন্য আপনাকে শুধুমাত্র একাউন্ট করতে হবে এবং রেফারেল লিংক এর
মাধ্যমে এটি করতে হবে তাহলে পেয়ে যাবেন। যদি শুধুমাত্র ওয়েবসাইটে ঢুকে
একাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু পাবেন না কারণ এ রেফারেল লিংক এর মধ্যে
প্রমো কোড থাকে। আর এই কোডের কারণে টাকা দেয় কোম্পানি।
Prolific
Prolific সাইট থেকে সাইন আপ করার পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের কাজ করেও ইনকাম
করতে পারবেন। মূলত এখানে ঘন্টার চুক্তিতে কাজ করা হয় এবং আপনি একঘন্টাতে যত
টাকা কাজ করতে পারবেন ততটুকু টাক্স কমপ্লিট করতে পারবেন তার উপরে আপনাকে
পেমেন্ট করা হবে। এখানে মূলত প্রতি ঘন্টায় ৪ থেকে ৮ ডলার পর্যন্ত পেমেন্ট
করা হয়।
আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি এখান থেকে পেমেন্ট গ্রহণ
করে ব্যাংকে নিতে পারবেন। যেহেতু এটি একটি বিদেশি সাইট তাই আপনাকে প্রথমে
ব্যাংকের মাধ্যমে নিতে হবে এবং ব্যাংকের সাথে যদি আপনার বিকাশে একাউন্টে লিংক
করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলে টাকা গ্রহণ করতে পারবেন।
MyPoints
সাইটের নাম শুনে হয়তো বুঝতে পেরেছেন এটি একটি পয়েন্ট যোগানোর সাইট। কিন্তু
আপনাকে ক্যাসিনো গেম খেলে পয়েন্ট ইনকাম করতে হবে এবং পয়েন্ট অনুসারে আপনি
টাকা পাবেন। আর যদি আপনার মনে হয় যে শুধুমাত্র বিনামূল্যে 100 সাইন আপ বোনাস
কোন আমানত সারা ফ্রিতে নিয়ে নেব তাহলে সম্ভব।
ব্যক্তিগত মতামতঃ বিনামূল্যে 100 সাইন আপ বোনাস কোন আমানত
আশা করি আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি জানতে পেরেছেন কিভাবে
বিনামূল্যে 100 সাইন আপ বোনাস কোন আমানত ছাড়া ফ্রিতে নেওয়া যায়। আশা করি
আজকের এই আর্টিকেল থেকে আপনি বিশেষভাবে উপকৃত হয়েছেন। তা যদি সামান্যতম
উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আর এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই
কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের ওয়েবসাইটে এ ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ
বিষয় নিত্য নতুন নাটক প্রকাশিত হয়। আপনি যদি নতুন নতুন আর্টিকেলগুলো সবার
আগে পেতে চান তাহলে ফলো করে পাশেই থাকুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url