শিশুদের melphin syrup 10 ml খাওয়ার নিয়ম না জানলে সর্বনাশ

প্রিয় পাঠক, আমাদের আজকের এই আর্টিকেলে শিশুদের melphin syrup10 ml খাওয়ার নিয়ম জানানো হবে। আপনি যদি শিশুদের melphin syrup10 ml খাওয়ার নিয়ম না জেনে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ে জেনে নেবেন। কারণ অনেক সময় সঠিকভাবে না খাওয়ার কারণে এবং melphin syrup খাওয়ার নিয়ম না জানার কারণে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়।
melphin 10 ml খাওয়ার নিয়ম
তাই আপনি যদি আপনার শিশুকে শিশুদের melphin syrup10 ml খাওয়াতে চান তাহলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন। এছাড়া আমাকে অনেকে জিজ্ঞেস করে melphin syrup10 ml কতদিন খেতে হবে? এজন্য এই সম্পর্কেও আলোচনা করা হবে। আর যেহেতু এটি একটি স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে জেনে নিন melphin syrup খাওয়ার নিয়ম সম্পর্কে।

বাচ্চাদের কৃমির ঔষধ কোনটা ভালো

বাচ্চাদের জন্য কৃমির বিভিন্ন ধরনের ঔষধ বাজারে পাওয়া যায়। তবে চিকিৎসকদের পরামর্শ অনুসারে বাচ্চাদের জন্য কৃমির সবচেয়ে দুইটা ভালো সিরাপ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত এবং যে সিরাপটি খাওয়ার নির্দেশনা ডাক্তাররা সবথেকে বেশি দিয়ে থাকে তার নাম হলো melphin 10 ml syrup।

melphin syrup এর কাজ কি। melphin কিসের ঔষধ

এটি একটি তরল সাসপেনশন। melphin 10 ml syrup এর কাজ হল কৃমি রোগ ভালো করা। বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের যদি হঠাৎ করে কৃমির সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকেরা এই সিরাপটি খাওয়ার নির্দেশনা দেন। কৃমির কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমনঃ পুষ্টিহীনতা, রক্তস্বল্পতা, খাবারের অরুচি, পেট মোটা হয়ে যাওয়া, শরীর শুকিয়ে যাওয়া ইত্যাদি।
আর ছোট বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাই তারা তখন কৃমির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনা। তবে ঔষধ বাদেও এমন কিছু খাবার রয়েছে যেগুলোর দ্বারা কৃমি ভালো করা সম্ভব কিন্তু শিশুরা ওই খাবারগুলো কখনো খেতে চায় না কারণ ওই ধরনের খাবার গুলো সবই তিক্ত স্বাদ যুক্ত। এই সিরাপটি ছোটদের জন্য যেমন কার্যকর ঠিক একইভাবে বড়দের জন্য কৃমির সমস্যা দূর করতে সাহায্য করে।

melphin syrup 10 ml খাওয়ার নিয়ম - melphin syrup khawar niyom। মেলফিন 10 মিলি কিভাবে খেতে হয়?

এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার কৃমি রোগ হয়েছে? যেহেতু এই রোগের বিভিন্ন উপসর্গ রয়েছে তাই আপনি যদি উপসর্গগুলো ভালোভাবে জেনে থাকেন তাহলে আপনার বাচ্চার আচরণের মাধ্যমেই মাধ্যমে বুঝতে পারবেন তার কৃমি হয়েছে নাকি অন্য কিছু। আপনার বাচ্চা যদি রাতে ঘুমের ঘরে হঠাৎ করে কান্না করে, পায়খানার রাস্তায় চুলকায়, রক্তশূন্যতা দেখা দেয়, খাবারে অরুচি এবং পুষ্টিহীনতা দেখা দেয় তাহলে বুঝে নেবেন আপনার বাচ্চার কৃমি রোগ হয়েছে। আর এই রোগের জন্য মেলফিন সিরাপটি অত্যন্ত কার্যকর, যেটি আপনার বাচ্চাকে খাওয়ানোর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই কৃমির রোগ থেকে মুক্তি পেতে পারবে।
melphin syrup 10 ml খাওয়ার নিয়ম - melphin syrup khawar niyom। মেলফিন 10 মিলি কিভাবে খেতে হয়?
melphin syrup 10 ml খাওয়ার নিয়ম বয়স অনুসারে আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটি বয়স অনুসারে খাওয়ার নিয়মের নির্দেশনার পার্থক্য রয়েছে। তবে বয়সের পাশাপাশি শারীরিক পরিস্থিতি এবং শরীরের ওজনের বিষয়টিও আপনারা মাথায় রাখবেন। অনেক সময় বয়স কম হলেও শারীরিক গঠন এবং দেহের ওজনের কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আলাদা ভাবে কাজ করে থাকে।

তাই আপনার শিশুটি যদি আপনার বাচ্চাটি যদি বয়স অনুসারে অতিরিক্ত ওজনের হয়ে থাকে কিংবা অল্প বয়সেই প্রাপ্তবয়স্কদের মতো শারীরিক গঠন হয়ে যায় তাহলে আপনার উচিত একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে এই বিষয়ে পরামর্শ করা। কারন আপনার জন্য কোন নিয়মটি সবথেকে ভালো ফলাফল প্রদান করবে সেটি শুধুমাত্র ডাক্তাররাই বলতে পারবে। আবার কৃমির ধরনের উপরেও খাওয়ার নিয়মের প্রভাব রয়েছে। তো চলুন বয়স অনুসারে এই সিরাপটি খাবার নিয়ম জেনে নেওয়া যাক।

১ বছরের বাচ্চাদের কৃমির ঔষধ melphin syrup 10 ml খাওয়ার নিয়ম

জন্ম থেকে শুরু করে এক বছর বয়সী বাচ্চাদের চিকিৎসকের নির্দেশনা ব্যতীত কখনোই কোন ওষুধ খাওয়ানো যাবে না। তাই আপনার বাচ্চার বয়স যদি এক বছর হয়ে থাকে এবং তার যদি কৃমির সমস্যা দেখা দেয় তাহলে কখনোই খাওয়াবেন না। এছাড়া ওষুধের নির্দেশনা এবং চিকিৎসকদের পরামর্শ অনুসারে এক বছর বয়সী বাচ্চাদের কখনোই কৃমির ঔষধ খাওয়ানো যাবে না। হতে পারে তাদের জন্য অন্য চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে।
১ বছরের বাচ্চাদের কৃমির ঔষধ melphin syrup 10 ml খাওয়ার নিয়ম

২-২.৫ বছরের বাচ্চাদের কৃমির ঔষধ melphin syrup 10 ml খাওয়ার নিয়ম

দুই থেকে আড়াই বছরের বাচ্চাদের যদি কৃমির সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই তাকে সঠিক নিয়মে এই সিরাপটি সেবন করাতে হবে। আর সর্বপ্রথম জেনে নিতে হবে আপনার বাচ্চার কোন ধরনের কৃমির সংক্রমন হয়েছে। এই সিরাপটি কেঁচো কৃমির চিকিৎসা সবথেকে বেশি নির্দেশিত এবং সবথেকে কার্যকর। তবে অন্যান্য কৃমির চিকিৎসায়ও এটি সেবন করানো যাবে।
প্রথমে 10 ml এর সাসপেনস বোতলের মুখ খুলতে হবে। এরপর পরিমিত পরিমাণ পানি দিয়ে সিরাপে পরিণত করতে হবে। তারপর প্রথম দিন খাবারের আগে বা পরে  পরিমাণ সিরাপ দিনে ১২৫ মিলিগ্রাম বা ২.৫ মিলিলিটার একবার খাওয়াতে হবে এবং ৭ দিন পরে আবার খাওয়াতে হবে। এভাবে ১৪ দিন খাওয়ানোর পরে কৃমি ভালো হয়ে যায় তাহলে melphin সিরাপটি আর খাওয়াতে হবে না। তবে প্রতি ৩ মাস পর পর কৃমির সিরাপ খাওয়ানো ভালো।

৫-১০ বছরের বাচ্চাদের কৃমির ঔষধ melphin syrup 10 ml খাওয়ার নিয়ম

পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের এ সিরাপটি খাওয়ার আগে কিংবা খাবার পরে ২৫০ মিলিগ্রাম বা ৫ ৫ মিলিলিটার পরিমাণ দিনে একবার খাওয়াতে হবে।

১০-১৩ বছরের বাচ্চাদের কৃমির ঔষধ melphin syrup 10 ml খাওয়ার নিয়ম

১০ থেকে ১৩ বছরের বাচ্চাদের প্রতিদিন খাওয়ার আগে কিংবা খাবার পরে ৩৭৫ মিলিগ্রাম বা ৭.৫ মিলিটার পরিমাণ ঔষধ প্রতিদিন একবার খাওয়াতে হবে।

১৩-১৫ জন্য কৃমির ঔষধ melphin syrup 10 ml খাওয়ার নিয়ম

যাদের বয়স ১৩ থেকে ১৫ বছর কিংবা ১৫ বছরের ওপরে তাদের জন্য একটি সিরাপ একবারেই খাওয়াতে হবে। মেলফিন সিরাপটি মূলত ১০ মিলি লিটারের বা ৫০০ মিলিগ্রামের। আর যাদের বয়স এরকম পর্যায়ে রয়েছে তাদের জন্য একটি সিরাপ সম্পূর্ণভাবে প্রস্তুত করার পরে এক দিনেই ১০ মিলিলিটার বা 500ml খাওয়াতে হবে। অন্যদের ক্ষেত্রে যে রকম একবার খাওয়ানোর পরে পরবর্তীতে আবার সাত দিন পরে খাওয়ানো লাগে কিন্তু ১৩ থেকে উপরের বয়সের মানুষের জন্য একদিন এই এক বোতল মেলফিন সিরাপ খাওয়াতে হবে।
১৩-১৫ জন্য কৃমির ঔষধ melphin syrup 10 ml খাওয়ার নিয়ম
একটি খাওয়ানোর পরে যদি কৃমির সমস্যা থেকেই যায় তাহলে সাত দিন পরে একটি নতুন বোতল ক্রয় করে সেটি খাওয়াতে হবে। তবে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী রয়েছে তাদের কোনোভাবেই এই সিরাপটি খাওয়ানো যাবে না।

melphin syrup 10 ml কতদিন খাওয়া যাবে

যেহেতু ৭ দিন পর পর খাওয়ার নিয়ম তাই দুই সপ্তাহ খাওয়ার পরে যদি আপনার কৃমির সমস্যা ভালো না হয় তাহলে আরও এক সপ্তাহ খাবেন। অর্থাৎ মোটামুটি ভাবে সিরাপটি এই নিয়মে এই নিয়মে ২১ দিন খাওয়া যাবে ২১ দিন খাওয়া যাবে।

melphin syrup 10 ml এর পার্শ্ব প্রতিক্রিয়া

অন্যান্য ওষুধের যেমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ঠিক তেমনিভাবে melphin syrup 10 ml এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে যতগুলো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনি চাইলে সবগুলোকে নিষ্ক্রিয় করে ফেলতে পারবেন কিংবা এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো যাতে আপনাকে ছুতেও না পারে সেই কাজটি করতে পারবেন। আর এই কাজটি করতে হলে আপনাকে অবশ্যই সিরাপটি খাওয়ার আসল নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে যেটি চিকিৎসক নির্দেশিত।
তো এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছেঃ বমি বমি ভাব, ঘুমের অভাব, র‍্যাশ উঠতে পারে, মাথা ব্যথা, পেট খারাপ, খাবারে অনীহা, মাথা যন্ত্রণা ইত্যাদি। তবে আপনি যদি সঠিক নিয়ম অনুসরণ করে সেবন করতে পারেন তাহলে সকল ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

melphin syrup 10 ml এর দাম কত টাকা

মেলফিন সিরাপটি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস এর প্রস্তুত একটি সাস্পেনশন জাতীয় সিরাপ। যেহেতু এটি স্বনামধন্য ওষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তৈরি তাই আপনি বাংলাদেশের যে কোন ফার্মেসিতেই এটি খুব সহজেই পেয়ে যাবেন। এক বোতল মেলফিন সিরাপের ১০ মিলিলিটারের দাম মাত্র ১৫ টাকা। একটি বক্সে ১২ টি মেলফিন সিরাপ থাকে তাই আপনি যদি ১ বক্স melphin সিরাপ ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে ১৯২ টাকা।

ব্যক্তিগত মতামত

আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি melphin syrup 10 ml খাওয়ার নিয়ম সহ অন্যান্য বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি সামান্যতম উপকৃত হয়ে থাকে তাহলে অন্যদের সাথে আর্টিকেল শেয়ার করতে ভুলবেন না। আর যেহেতু এটি একটি স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল তাই আশা করছি আপনারা খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়েছেন।

আমাদের ওয়েবসাইটে এ ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিত্য নতুন আর্টিকেল প্রকাশিত হয়। আমাদের ওয়েবসাইটে প্রকাশিত আর্টিকেলগুলো আপনি যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে ফলো করে পাশেই থাকুন। আর এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আমাদের কিছু টিম মেম্বার এবং মেন্টর রয়েছে যারা প্রতিনিয়ত কমেন্ট বক্স নজরদারি করে। তাই আপনি যদি কোন কমেন্ট করে থাকেন তাহলে অল্প সময়ের মধ্যে তার উত্তর পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ঔষধ কিংবা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে দ্বিতীয় বারের মত, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩