কেলা বেলার ছন্দ ভিলভিলে ২০২৫

এই আর্টিকেলটি পড়লে আপনি এমন বিষয়গুলো জানতে পারবেন যা ইতিপূর্বে আপনি কখনো আপনার কান দিয়ে শোনেন নাই মন দিয়ে ভাবেন নাই এবং চোখ দিয়ে দেখেন নাই। আজকে এমন একজন ব্যক্তির কিছু ছন্দ আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আপনারা হয়তো জীবনের প্রথমবারের মতো শুনছেন। অনেক বড় ব্যক্তি কিংবা ভাইরাল কোন ব্যক্তি সেটিও নয়।
কেলা বেলার ছন্দ ভিলভিলে ২০২৫
তিনি গ্রামে বসবাস করেন এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে দৃশ্যপট পরিচালনা করেন। আপনি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে থাকবেন। বাড়তি কথা না বলে সেই ছন্দ গুলো জেনে নেওয়া যাক অর্থাৎ সে কিভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে ছন্দ তৈরি করে সেটা দেখে নেওয়া যাক।

আম দিয়ে ছন্দ

ভালই লাগে আম
এই যে শুনছো কি গো তোমার নাম
এখানে কি কাম
তুমি খেয়েছ কি জাম
আমি জাম খাই করে হাম
লাগাবো টাইগার বাম
পানির আরেক নাম মাম
খায় আমি চুইংগাম
আমাদের সাথে একজন পড়তো
তার নাম লাম
অনেক সুন্দুর কিন্তু তার নাম
তার ছিল অনেক দাম

খাতা দিয়ে ছন্দ

আমার নেই কোন খাতা
রোদের সময় মাথায় দেয় ছাতা
আমার পায়ে ফুটেফছে কাটা
মাথা আমার নাটা
রান্নার জন্য লাগবে মরিচ বাটা
চালু হয়েছে ভাটা
করছে ব্যথা মাথা
পেয়েছিল না আমার দাদি বৃদ্ধ ভাতা
এগুলো সবই ইতিহাসে গাথা

চামটিয়ে গ্রাম দিয়ে ছন্দ

চামটিয়া গ্রামে আছে অনেক লোক
হিন্দুরা দেয় খেতে ভোগ
গোসলের জন্য লাগে মগ

সিয়াম নামের ছন্দ

সিয়াম, লাগছে এখন কিরাম
হায়রে ছন্দ
ছন্দ দিয়ে বারাচ্ছে গন্দ
এটা নিয়ে অনেকের সাথে বিশাল দন্দ
এই একটা বিষয় করে দিছে সব লন্ডভন্ড
কারণ লোক যেন সব গন্ড

সজল নামের ছন্দ

সজলের আছে বড় দাড়ি
আমরা এগুলো নিয়া টানাটানি করি
তার বাসার কাছেই আমার বাড়ী
বাড়ীর সামনে দিয়ে গেলেই তাকে ধরি
তার দাড়ি নিয়ে আবার টানাটানি করি
শীতের দিনে আমাদের দেশে দেয় কুমড়ো বড়ি
খেতে ভালো লাগে দিয়ে কলার ছড়ি

যদি সাথে হয় মুড়ি
সেটা খাই বুড়ি থেকে ছুরি
মাটির ঘরে দেওয়া লাগে লুড়ি
এরকম বাড়ি বাংলাদেশে আগে ছিল ভরি ভরি
আমি মহিষের পিঠে চড়ি
এভাবেই আমি বালুর চরে ঘুরি
লুঙ্গি মেরে ধরি

এভাবেই বালুর মধ্যে আমরা বন্ধুরা মারামারি করি
অনেক সময় নদী থেকে মাছ ধরি
এই মাছ নিয়ে আবার কামড়াকামড়ি করি
নদীতে মাছ মারতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম ঘড়ি
তার থেকে আমি হাতে ঘড়ি নাহি পরি
আমি নহে ধনী

তাই সেগুলো আমি তিলে তিলে গড়ি
ধনী হলে এসব থাকত ভরি ভরি
গরিব বলে দৌড়াদৌড়ি করি
টাকা থাকলে প্রেসিডেন্টও হতে পারে বুড়ি
তাই আমরা সবাই টাকার পিছনেই ঘুরি
টাকা দেখলে এক ধাপও না নড়ি
টাকা দিয়ে স্বর্ণ কেনা যায় ভরি ভরি
আজ গরিব বলে আমি দৌড়াদৌড়ি করি
ট্রাকের তলে মাথা দিয়ে নাহি পারি মরতে
পারি মন মতো বিভিন্ন জায়গায় ঘুরতে
সময় চলে যাই গা ঘামানো পরিশ্রম করতে করতে

টাকা নাকি শহরে উড়ে
বাতাসের আগে আগে ঘুরে
কিন্তু আমি দেখি টাকা আমার থেকে অনেক বেশি দূরে
টাকা খুঁজতে গিয়ে দেখি প্রতিটি দোকানই মোড়ে মোড়ে
আরে ভাই, টাকা ইনকামের জন্য দেখি সবাই আকাশে বাতাসে ঘুরে
তখন বুঝলাম আসলেই টাকা অনেক বেশি দূরে।
টাকা যদি থাকে দূরে
আমি আসবো না আর ঘুরে
টাকা করব ইনকাম
এলাকায় হবে আমার বাপের নাম
বাপের নাম দিয়ে আমার কি কাম
এরকম ভাবনায় ডুবে থাকে অনেক ছেলে
কিন্তু বাবাদের স্বপ্নই থাকে ছেলেদের ঘিরে
এমন অনেক বাবা আছে যারা ছিল লেবার
কিন্তু তাদের ছেলেদের মনে স্বপ্ন নাহি দেবার

কিরে আজকে কি বার?
শুক্রবারে নামাজ পড়ে বাবা ছেলের জন্য করে দোয়া
অন্যদিকে ছেলে আমার উড়াই নেশার ধোয়া
ছেলে বলে টাকা নাই বাবা, কিন্তু তার সব কথাই ভুয়া
এসব ছেলের জন্য আমার বাড়িতে আছে এক প্রকারের লোহা
এসব লোহার লাঠি দিয়ে আদর করতে হবে ওই ছেলেদের ওইটা

ধুড়া দিয়ে ছন্দ

এক দেশে ছিল এক ধুড়া
সে দিনে দিনে হয়ে যাচ্ছিল বুড়া
তার নিচের দিকে ছিল এক ঘোড়া
ঘোড়াকে বলতো তুই এখন দৌড়া
একটা ফলের নাম কেওড়া
ওরে আমার ল্যাওড়া
ছেলে এখন আমার বেয়ারা
তারা এখন পালে লেয়ার
বয়স এখন আমার বিয়ার
কিন্তু অভাব ভালো মিয়ার
তাই সুযোগ হচ্ছে না লিয়ার
করলে এখনি আয়োজন হলে বিয়ার
বাইকে মারবো গিয়ার
খাবো শুধু বিয়ার
কাটিংয়ে থাকবে আমার হেয়ার

রাস্তা দিয়ে ছন্দ

ওই দেখ কি সুন্দর রাস্তা
মাথায় তুলে দে আমার বস্তা
আজকের সবজির দাম খুব সস্তা
সার দেওয়া লাগবে দস্তা
সার দিলে মাটি হয় উর্বর
আমি জিতে যাব দুইবার
এমনিতেই জতে আছি বহুবার
আমি লড়াকু সৈনিক
জিতে থাকি তাই দৈনিক
ঘুরে বেড়ায় বিকেলে
জিনিস বেচা হয় বাজারে নিয়ে গেলে
রাস্তা দিয়ে যায় হেলে হেলে
রাস্তা হল আঁকাবাঁকা
ফুলে গেছে আমার সাইকেলের চাকা
মেকারকে বললাম তুই সাইকেলের চাকা লাগা
কারণ সাইকেলের চাকা হয়ে গেছে বাকা
আমি যাব এখন ঢাকা

কলম দিয়ে ছন্দ

আমার আছে ভালো কলম
আরো ভালো ওই কোম্পানির মলম
ভালো দেখে আমি ওই কোম্পানিতে গেলাম
কত কিছুই না মন মত নিলাম
এক টাকাও না দিলাম
আমার বাড়ি হয়ে গেল নিলাম
এভাবে আমি হয়ে গেলাম পথের ফকির
আবার এলাকায় একজন আছে ওর নাম দবির
আমি ভাবছি অনেক গভীর
মনে পড়ছে না নাম মুভি

গাড়ি নিয়ে ছন্দ

আমার আছে গাড়ী
আমার ওজন অনেক ভারী
আমার উঠেছে দাড়ি
আছে অনেক ভালো বাড়ী
লাগবে এখন শুধু নারী
ভেঙ্গে ফেলেছি নাড়ি

আছে সর্ণ ভরি ভরি
বেধে রেখেছে দিয়ে দড়ি
বলো হরি, হরি বোল
ভরে আছে মায়ের কোল
খেলেছি দোল আর ঝুল
হারিয়েছে মায়ের কোল
খেলতে পারি আর দোল

অনেক গরম তরকারির ঝোল
দিয়েছি ফুটবল খেলায় গোল
ভালোই লাগে খেতে ওল
মাকড় দেয়েছে আমাকে বুল্লাহ
আমি খায় শুধু গোল্লা

আর্টিকেল নিয়ে ছন্দ

আমি লিখছি আর্টিকেল
হচ্ছে না ইনকাম
ভালো যাচ্ছে না দিনকাল
জীবন ছিল বিন্দাস
তুই কি আমাকে জ্ঞান দিস

গান দিয়ে ছন্দ

আমি পারি অনেক গান
যার কারনে বেড়ে গেছে আমার মান
করে থাকি আমি ভান
এগুলো কি আপনারা চান
যদি চান করবেন আমাকে দান
নাহলে বড় হয়ে যাবে আপনাদে কান
রুটি ভালো নান
আপনি দোকান থেকে কিনে নেন
কিনে আমাকে দেন
শুধু দিয়েন নাকো জ্ঞান
আমি একটা ব্রান্ড

২০২৬ সালে ইদ নিয়ে ছন্দ

আগামী বছর ইদ
শক্ত করো তোমার ভিত
আর করো নাকো গিট
ইনকাম করা টাকা পয়সা
ঘরে বসে থাকা না বেকার
তাহলে কষ্ট পেতে হবে তোমার ছেকার
এখনো জীবনে অনেক কিছু আছে দেখার
তাই ঘরের কোনায় বসে না থেকে
করো তুমি ইনকাম

ভালো যাবে তোমার দিনকাল
কাজ যদি হয় ছোট
তুমি করে দেখো না তাকে খাটো
কাজ শুরু করে দাও
ইনকাম তোমার হবেই একসময়
ইনকাম যদি হয় তোমার লক্ষ

তাহলে হতে হবে তোমাকে দক্ষ্য
দক্ষতা ছাড়া লোক আছে লক্ষ লক্ষ
কিন্তু দক্ষতাই গোপন মূলমন্ত্র
যদি ভালো থাকে তোমার যন্ত্র

লেখক এর মতামত

আমাদের আজকের এই পোস্টে বিখ্যাত ছন্দরাজ, যাকে ছন্দের শাহী বাদশা ছন্দে মোকাম্মেল কুদ্দুসে লাওহানা আতে কালমানা সিয়াম নামে ডাকা হয় তার কিছু ছন্দ উপরে উল্লেখ করা হয়েছে। আমি আশা করছি এ ধরনের ছন্দ আপনি পড়বে কখনো শুনেন নাই কিংবা পড়েন নাই। যদি এই ধরনের ছন্দ আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আরো নতুন নতুন ছন্দ আপনাদের উপহার দেব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪