ইমকন ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়, খাওয়ার নিয়ম, দামই। ইমকন ১ মাসে কয়টা খাওয়া যায়, পার্শ্বপ্রতিক্রিয়া

যদি বিষয়টি এরকম হয়ে যায় আপনি সহবাস করবেন কিন্তু সন্তান নিবেন না তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আজকে ইমকন ১ পিল নিয়ে কথাবার্তা হবে। আজকের মূল আলোচ্য বিষয় হল ইমকন ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়। অনেক সময় পিল খাওয়ার পরে মাসিকের সমস্যা দেখা দেয় তাই এই বিষয়ে আপনাদের স্পষ্ট ধারনা রাখা দরকার।

যেহেতু এটি একটু সেনসিটিভ বিষয়ে আলোচনা করা হবে তাই কখনো তারাহুড়া করে পড়বেন না। আবার অন্যদিকে ইমকন পিল ১ এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর কথা বাড়াবো না চলুন জেনে নেওয়া যাক ইমকন ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় সেই সম্পর্কে।

ইমকন ১ এর কাজ কি

অধিকাংশ মানুষই মনে করা যে পিল শুধুমাত্র গর্ভধারনে বাধা, কিন্তু আসল কথা হল পিলের এই কাজ ছাড়াও আরো অন্যান্য কাজও রয়েছে। যেহেতু অনেক জানতে চেয়েছিলেন যে ইমকন পিল ১ এর কাজ কি তাই আপনাদের বিস্তারিত জানানো হয়েছে এই অংশে।

আগের সময় যখন পিল নামক কোন ঔষধ তৈরি হয়েছিল না তখন মানুষ অনেক সমস্যায় পড়তো গর্ভধারন রোধ করার জন্য। কিন্তু আমাদের দেশে এখন অনেক কোম্পানির পিল রয়েছে যেগুলো অনেক কার্যকর, যার মধ্যে ইমকন ১ পিল অন্যতম।

ইমকন ১ এর কাজ কি তা নিম্নরুপ
  1. জন্মনিয়ন্ত্রন করে
  2. অনিয়মিত মাসিক নিয়ন্ত্রন
  3. মাসিকের ব্যথা কমিয়ে দেয়
  4. ত্বকের সমস্যা দূর করে
  5. এইডস হতে বাধা দেয়
তবে এ কাজগুলো জানার পরে আপনারা কখনোই খাওয়ার সিদ্ধান্ত নিবেন না কারণ ইমকন ১ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে আপনি সাময়িক সময়ের জন্য সেবন করতে পারেন। আর এই ধরনের পিল কখনোই দীর্ঘ সময়ের জন্য সেবনের সিদ্ধান্ত নিবেন না।

ইমকন ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়

এ সমস্ত বিষয়ে অবশ্যই আপনাদের পূর্ণাঙ্গ ধারণা থাকা দরকার তাই সংক্ষেপ আলোচনা না করে বিস্তারিত আলোচনা করা হলো। যদিও এই অংশটি একটু বড় হবে তারপরেও আপনারা মনোযোগ সহকারে সহকারে পড়বেন কারণ তো শর্টকাটে বোঝালে আপনারা ভুল বুঝতে পারেন এবং ইমকন ১ এর পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারেন।

তাদের জন্য আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে যে আসলে ইমকন ১ পিল সহ অন্যান্য পিল কিভাবে কাজ করে। আপনি যদি এই প্রক্রিয়াটি জানতে পারেন তাহলে আসলে আসল ঘটনাটি বুঝতে পারবেন। তো প্রথম কথাই বলতে গেলে এই ধরনের যতগুলো পিল রয়েছে সেই প্রত্যেকটি পিল মূলত হরমোনের মাত্রা নির্গমনের নিয়ন্ত্রণের মাধ্যমে গর্ভধারণ রোধ করে।

অধিকাংশ পিলই প্রোজেস্টেরন হরমোনের মাত্রা নিরন্ত্রণের মাধ্যমে গর্ভধানণ রোধ থাকে। আর এই হরমোনের কারণে এই কার্যকারিতা দেখা যায়। হরমোনগুলো প্রথমে ডিম্বাশয় থেকে ডিম্বানুর নির্গমন রোধ করে। আর ডিম্বাশয় থেকে ডিম্বাণু পরিস্ফুটন না হলে শুক্রানুর সাথে মিলিত হবে না। আর ডিম্বানুর সাথে শুক্রাণুর মিলন না হলে জাইগোট হবে। জাইগোট না হলে ডিম্বানু নিষিক্ত হবে। আর এই প্রক্রিয়াটি সম্পন্ন না হলে কখনোই কোন নারী গর্ভধারণ করতে পারবে না।

হরমোনের দ্বিতীয় কাজটি হলো জরায়ুর মধ্যে যে শ্লেষ্মা জাতীয় পদার্থ থাকে সেটিকে ঘন করে ফেলে, যার ফলে শুক্রাণু ডিম্বাশয়ে পৌছাতে পারে না। আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে হরমোনের মাধ্যমে কাজ করে থাকে। তবে সঠিক নিয়ম না করা হলে এটি কখনোই কার্যকর ভূমিকা পালন করেন।

এখন প্রশ্ন হল ইমকন ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়? কারণ অনেকেই মনে করে পিল খাওয়ার সাথে মাসিকের সম্পর্ক রয়েছে। যারা এরকম মনে করছেন তারা সম্পূর্ণরূপে ভুল ধারণার মধ্যে রয়েছেন। আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অবশ্যই এটি অন্য কোন মানুষের মুখ থেকে শুনেছেন যার কারণে এই বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে এই ধরনের দুশ্চিন্তা রয়েছে।

সব থেকে ভালো হয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করলে এবং তার সাথে এ বিষয়ে আলোচনা করলে। বরং এরকম হতে পারে যে আর পিল খাওয়ার পরে মাসিক বন্ধ হয়ে গিয়েছে। তাই বলে আপনারা যে মাসিক চালু করার জন্য পিল খাবেন বিষয়টি এরকম নয়। আশা করি জানতে পেরেছেন যে আসলে ইমকন ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়, এবং বুঝতে পেরেছেন এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল।

ইমকন ১ পিল খাওয়ার নিয়ম

যেকোন ঔষধের কার্যকারিতা কিন্তু ওই ওষুধটি খাওয়ার নিয়মের উপরেই নির্ভর করে থাকে। আর যেহেতু এটি খুব সেন্সিটিভ বিষয় তাই আপনি যদি সঠিক নিয়ম অনুসরণ করে সেবন না করেন তাহলে গর্ভধারণ রোধ করতে পারবেন না।

সাধারণত যৌন মিলনের ৩ দিনের মধ্যে পিল খেতে হয়। উদাহরণ হিসেবে ধরুন আজকের শুক্রবার, আজ রাতে আপনি সহবাস করলেন তাহলে আপনি আগামী ৩ দিন অর্থাৎ সোমবারের মধ্যে যেকোন সময় যদি ইমকন ১ পিল খেতে পারেন তাহলেই হবে। তবে এই তিন দিনের মধ্যে আপনি যদি আবার সহবাস করতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা নিয়ম অনুসরণ করতে হবে।

আপনি যদি এই তিন দিনের মধ্যে আবার সহবাস করতে চান তাহলে আগেই পিল খাবেন না। তাহলে একবারে সোমবারে গিয়ে সহবাস করবেন, এতে কোন সমস্যা হবে না কারণ এটি চিকিৎসক নির্দেশিত।

ইমকন ১ মাসে কয়টা খাওয়া যায়

ইমকন ১ মাসে আপনি যতটা ইচ্ছা খেতে পারবেন। তবে যেহেতু এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, অতিরিক্ত সেবন এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। তাই সোজা কথাই বলতে গেলে এই ধরনের ঔষধ যত খাওয়া যাবে ততই ভালো।

ইমকন ১ এর পার্শ্বপ্রতিক্রিয়া

ইমকন ১ এর বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলঃ বমি বমি ভাব, মাথা ব্যথা, অনিয়মিত মাসিক, পেটে ব্যথা, প্রেসারের সমস্যা, এলার্জিক প্রতিক্রিয়া, হরমোনাল সমস্যা ইত্যাদি।

ইমকন ১ পিল দাম

ইমকন ১ পিলের দাম যেখানে সবাই পরিবর্তন হতে পারে তাই স্থায়ীভাবে বলা সম্ভব নয়। তবে বর্তমান বাজার অনুসারে ইমকন ১ পিলের দাম ৭০ টাকা। আপনি চাইলে যেকোন ফার্মেসি থেকে কিনতে পারবেন। আর যেহেতু এটি তৈরী করেছে রেনেটা ফার্মাসিটিক্যাল তাই এটি বাংলাদেশে বেশি জনপ্রিয়।

শেষ কথা

আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি জানতে পেরেছেন যে ইমকন ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় এবং অন্যান্য বিষয় সম্পর্কে। আপনাদের যদি কোন মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অন্যান্য পোস্ট পড়তে আমাদের হোম পেজ ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪