বাচ্চাদের নাপা সিরাপ মুখ খোলার পর কতদিন খাওয়া যায়, ডোজ
আমাদের আজকের আর্টিকেলের মূল আলোচ্য বিষয় হচ্ছে নাপা সিরাপ খোলার পর কতদিন
খাওয়া যায়। বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে আর বাচ্চাদের সর্দি, কাশি, জ্বরের
সব থেকে কার্যকারী ওষুধ হল নাপা সিরাপ। দেখা যাচ্ছে কিছুদিন খাওয়ানোর পরে অসুখ
ভালো হয়ে গিয়েছে কিন্তু ওষুধ এখনো অনেকটুকু রয়ে গেছে। তো ওষুধ রেখে দেওয়ার
পরে পরবর্তী সময়ে খাওয়ানোর সময় তাদের মনে অবশ্যই প্রশ্ন জাগে বাচ্চাদের নাপা
সিরাপ মুখ খোলার পর কতদিন খাওয়া যায়?
তো আপনারা যারা এইরকম দ্বিধাদ্বন্দে ভুগছেন তাদের জন্য এই পোস্টে রয়েছে আসল
সমাধান। যেহেতু ওষুধের রিয়াকশন শেষ হয়ে গেলে তা কখনোই খাওয়ানো উচিত নয় আর
খাওয়ালে আপনারা কোন ফলাফল দেখতে পারবেন না। অপরদিকে আবার পার্শ্বপ্রতিক্রিয়া
দেখা দিতে পারে। তাই আপনার অবশ্যই জেনে রাখা উচিত নাপা সিরাপ খোলার পর কতদিন
খাওয়া যায়।
নাপা সিরাপের কাজ কি
নাপা সিরাপ প্যারাসিটামল দিয়ে তৈরি। কিন্তু অনেকেই প্যারাসিটামল মানেই নাপা
ঔষধকে বুঝিয়ে থাকে যেটা সম্পূর্ণ ভুল। উল্টো ভাবে আপনি নাপা মানে প্যারাসিটামল
বলতে পারেন। প্যারাসিটামল রয়েছে এরকম অনেক ওষুধ রয়েছে বাজারে, কিন্তু সব থেকে
জনপ্রিয় হলো না নাপা। যেহেতু শিশুরা ট্যাবলেট গেলে খেতে পারে না তাই তাদের
সুবিধার্থে সিরাপ বানানো হয়েছে।
এই নাপা সিরাপ মূলত সর্দি, কাশি, ব্যথা, জ্বর সারিয়ে দেয়। তবে আপনারা কখনো এই
কাজগুলো জানার পরে আপনার বাচ্চাকে নাপা সিরাপ খাওয়াবেন না কারন খাওয়ানোর আগে
অবশ্যই নাপা সিরাপ খাওয়ার নিয়ম জেনে নিবেন।
বাচ্চাদের নাপা সিরাপ খোলার পর কতদিন খাওয়া যায়
অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু নাপা সিরাপ সম্পূর্ণটুকু খাওয়ানোর আগে রোগ ভালো হয়ে
যায়। তখন যতটুকু ওষুধ বাকি ছিল সেইটুকু রেখে দিবে নাকি ফেলে দিবে সেই নিয়ে
অনেকের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। কম বেশি সবার মনেই এ ধরনের প্রশ্নের
উত্তরটি হয়ে থাকে।
আসলে এটি বেশ কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে থাকে। দেখা যাচ্ছে টিনের ঘরে
গ্রীষ্মকালে অতিরিক্ত তাপের কারণে গরম বেশি হয়, সেক্ষেত্রে তাপমাত্রা বেশি থাকে।
আবার অন্যদিকে যাদের ঘরে অন্যতমনের প্রযুক্তি রয়েছে যেমন এসি, তাদের ক্ষেত্রে
তাপমাত্রার তারতম থাকে। আবার আপনি যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে আমার আলাদা বিষয়।
আবার অন্যদিকে আপনি এটি কোথায় রাখছেন এবং এর কর্ক কত শক্তভাবে লাগিয়েছেন এরকম
বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে থাকে। তবে আপনি যদি অধিকাংশের চিকিৎসকদের
মতামতের সাথে জানতে চান যে নাপা সিরাপ খোলার পর কতদিন খাওয়া যায়? তাহলে জেনে
রাখুন অধিকাংশ চিকিৎসকেরাই বলেছে প্যারাসিটামল জাতীয় এই নাপা সিরাপ মুখ খোলার ৭
দিন পরে আর খাওয়ানো যাবে না।
তবে আপনি যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে আরও কয়েকদিন রাখতে পারবেন। তবে যেহেতু এটি
একটি ঔষধ এবং এর উপাদানের কার্যকারিতা নষ্ট হয়ে গেলে বিষক্রিয়া তৈরি হতে পারে
তাই আপনি অবশ্যই চিকিৎসকদের নির্দেশনা গ্রহণ করবেন। সিরাপের দাম তো আর খুব একটা
বেশি না, তাই আপনি কেন আপনার শিশুকে রিক্সের মধ্যে ফেলবেন।
লেখক এর মতামত
আশা করি আপনি জানতে পেরেছেন নাপা সিরাপ খোলার পর কতদিন খাওয়া যায়। এই সম্পর্কে
আপনার যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অন্য পোস্ট পড়তে
আপনাদের হোম পেজ ভিজিট করে দেখে নিতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url