নওনেহাল সিরাপ খাওয়ার আগে না পরে ও পার্শ্বপ্রতিক্রিয়া গুলো। এর কাজ কি, খাওয়ার নিয়ম
প্রিয় পাঠক, আমাদের আজকের আর্টিকেলের মূল আলোচ্য বিষয় হচ্ছে নওনেহাল সিরাপ খাওয়ার নিয়ম, নওনেহাল সিরাপ খাওয়ার আগে না পরে এবং নওনেহাল সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। তাই আপনি যদি এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে। চলুন বাড়তি কথা না বলে জেনে নেওয়া যাক নওনেহাল সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া ও নওনেহাল সিরাপ খাওয়ার আগে না পরে সেই নিয়ম সম্পর্কে।
যেহেতু এটি একটি স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল তাই আপনি যদি তাড়াহুড়ো করে পড়েন সেক্ষেত্রে নওনেহাল সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর সম্মুখীন হতে পারেন। তাই এই সকল বিষয়ে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। সব থেকে ভালো হয় একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করে নওনেহাল সিরাপ খাওয়ার আগে না পরে সেটা জেনে নেওয়া।
নওনেহাল সিরাপ এর কাজ কি। নওনেহাল কিসের ঔষধ
আজকের এই আর্টিকেলে এমন একটি সিরাপ নিয়ে আপনাদের জানানো হবে যেটি জানলে আপনারা অবাক হতে পারেন। মোটামুটি সবাই জানেন নবজাতক শিশুদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম মারাত্মক পরিমাণে দুর্বল থাকে। তাই নবজাতক অবস্থায় শিশুদের অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন পড়ে।
তবে আপনারা এই সময় বাচ্চাদের যে কোন ঔষধ খাওয়ানোর পূর্বে অবশ্যই শিশু বিশেষজ্ঞদের পরামর্শ নিবেন। তো এই অংশে নবজাতক বাচ্চাদের জন্য জনপ্রিয় এবং বহুল বিক্রিত ও কার্যকরী নওনেহাল সিরাপ এর কাজ কি সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। নওনেহাল সিরাপ হামদার্দ ল্যাবরেটরিজ দীর্ঘদিন যাবৎ গবেষণা করে ভিটামিন ও খনিজ উপাদানের মিশ্রণে অ্যালকোহল মুক্ত ভাবে তৈরি করেছে।
নওনেহাল সিরাপ এর কার্যকারিতা পরিপূর্ণভাবে নির্ভর করে এর উপাদানের ওপরের কারণ শুধুমাত্র এই সিরাপ নয়, যেকোন সিরাপের কার্যকারিতা নির্ভর করা এর উপাদানের উপরে। তাই চলুন প্রথমে এর উপাদান সম্পর্কে জেনে নেওয়া যাক। তো নওনেহাল সিরাপের উপাদানের জলীয় নির্যাস আকারে গুলফা বীজ, বড় এলাচ, আনীসূন, সত্তে জও, পুদিনা, গোল মরিচ, রওগন আনীসূন ইত্যাদি। যেগুলো শিশুদের শরীরের ভিটামিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আইরন, কপার, জিংক ও ম্যাঙ্গানিজের অভাব পূরণ করে।
তো বুঝতেই পারছেন যে সিরাপের মধ্যে এতগুলি উপকারী উপাদান থাকে তাহলে ওই সিরাপ কার্যকারী হবে না কেন। তবে এতগুলো উপাদান দেখে আপনারা কখনোই এটি অতিরিক্ত পরিমাণে সেবনের চেষ্টা করবেন না কারণ নওনেহাল সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
নওনেহাল সিরাপ এর কাজ কি তা নিম্নরূপঃ
- শারীরিক দূর্বলতা দূর করে
- অজীর্ণতা দূর করে
- ডায়রিয়া ভালো করে
- পেটে ফাপা বা গ্যাস ভালো করে
- বদ হজমের সমস্যা ভালো করে
- দুধ বমি বন্ধ করে
- পরিপাকতন্ত্রকে শক্তিশালী
- ভিটামিনের অভাব পূরন করে
- বুদ্ধির বিকাশ বৃদ্ধি করে
তবে এই সিরাপটি খাওয়ানোর পূর্বে একজন চিকিৎসকের নির্দেশনা নিয়ে খাওয়াবেন এবং ভালোভাবে জেনে নেবেন নওনেহাল সিরাপ খাওয়ার আগে না পরে। যদিও এই সম্পর্কে নিম্নের অংশে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আপনি যদি একজন সচেতন অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার নবজাতক শিশুকে নওনেহাল সিরাপ খাওয়ানোর পূর্বে এসব তথ্য জেনে নিবেন। আশা করি জানতে পেরেছেন নওনেহাল সিরাপ এর কাজ কি এ সম্পর্কে বিস্তারিত।
নওনেহাল সিরাপ খাওয়ার নিয়ম। নওনেহাল সিরাপ হামদর্দ
যেকোন সিরাপের কার্যকারিতা কত ভালোভাবে পাবেন সেটি পরিপূর্ণভাবে নির্ভর করে সেবন বিধির উপরে তাই আপনি যদি উপরে উল্লেখিত কাজগুলো দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই নওনেহাল সিরাপ খাওয়ার নিয়ম জেনে নিতে হবে। যেহেতু এটি একটি হারবাল ঔষধ তাই সঠিক নিয়মে সেবন না করালে কার্যকারিতা পরিলক্ষিত নাও হতে পারে।
আর খাওনের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ নওনেহাল সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া সামান্য হলেও রয়েছে। তো যা বলছিলাম, আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু এগুলো নবজাতক শিশুদের খাওয়ানো হয় তাই আপনার উচিত একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ আর চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করা। কারণে সবাই তাদের অতিরিক্ত যত্নে রাখতে হয় এবং সতর্কতা অবলম্বন করতে হয়।
নওনেহাল সিরাপ খাওয়ার নিয়ম নিচে দেওয়া হল
- বয়স ৬ মাসের মধ্যে হলে প্রতিদিন আধা চামচ করে দিনে ৩ বার থেকে ৪ বার
- বয়স ৬ মাস থেকে ১ বছর হলে প্রতিদিন ১ চামচ করে দিনে ৩ বার থেকে ৪ বার
- বয়স ১ বছরের উপরে হলে প্রতিদিন ১ থেকে ২ চামচ করে ৩ বার থেকে ৪ বার
যেহেতু এটি একটি ভেষজ উপাদানে প্রস্তুত করা হয়েছে তাই পূর্বে ভালোভাবে ঝাকিয়ে নিতে হবে যাতে উপাদানগুলো পরিপূর্ণভাবে মিশ্রিত হতে পারে। আর সিরাপটিকে অবশ্যই ঠান্ডা এবং সরাসরি সূর্যের আলো লাগে না এরকম স্থানে রাখতে হবে।
নওনেহাল সিরাপ খাওয়ার আগে না পরে
যারা তাদের বাচ্চাদের নিয়ে অতিরিক টেনশন করে কিংবা সতর্কতা অবলম্বন করে অধিকাংশ ক্ষেত্রে তারাই প্রশ্ন করে থাকে যে নওনেহাল সিরাপ খাওয়ার আগে না পরে খাওয়াবো? আপনার মনেও যদি এ ধরনের প্রশ্ন হয়ে থাকে তাহলে এই অংশটুকু মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন। নবজাতক শিশুদের ক্ষেত্রে দিনে মোটামুটি তিন থেকে ছয় বার পর্যন্ত দুধ খাওয়ানো হয়। হোক সেটা বুকের দুধ বা কোটার দুধ।
আরো পড়ুনঃ রিবোফ্লাভিন ট্যাবলেট চুষে খাওয়ার নিয়ম
আর যেহেতু সিরাপটিও ৩-৪ বার পর্যন্ত খাওয়ার নির্দেশনা রয়েছে তাই আপনারা খাওয়ানোর কিছুক্ষণ পরে সেটআপটি খাওয়ায়ে দিবেন। তবে মনে রাখবেন একদম খালি পেটে কিংবা পরিপূর্ণভাবে সিরাপটি খাওয়ানোর চেষ্টা করবেন না। কারণ অনেক ক্ষেত্রে ভরা পেটে কিংবা খালি পেটে সিরাপটি খাওয়ালে তারা বমি করে যেতে পারে।
নওনেহাল সিরাপ কতদিন খাওয়াতে হবে
নওনেহাল সিরাপ কতদিন খাওয়াতে হবে এটি শুধুমাত্র একজন ডাক্তারই বলতে পারবে, কারণ ডাক্তারেরা এ ধরনের সিরাপ গুলো ডোজ হিসেবে সেবনের নির্দেশনা দিয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে মাত্র এক ফাইল বা এক বোতল নওনেহাল সিরাপ খাওয়ালেই বাচ্চাদের সমস্যা গুলো দূর হয়ে যায়।
নওনেহাল সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া
অন্যান্য সিরাপ এর মত নওনেহাল সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তবে এগুলো সব সময় দেখা দেয় না। আপনি যদি নওনেহাল সিরাপ খাওয়ার নিয়ম সঠিকভাবে অনুসরণ করেন তাহলে পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কখনোই দেখা দেবে না। তবে আপনি যদি অনিয়ন্ত্রিতভাবে শিশুদের সেবন করান সেক্ষেত্রে এলার্জি, ঘুমের ঘরে কান্না করা ও ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। আর যেহেতু এটি একটি হারবাল মেডিসিন এবং হামদাদ ল্যাবরেটরিজ প্রস্তুত করেছে তাই আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন।
নওনেহাল সিরাপ এর দাম
নওনেহাল সিরাপ এর দাম স্থায়ীভাবে বলা সম্ভব নয়, কারন যেকোনো সময় এটি পরিবর্তিত হতে পারে। তবে বর্তমান বাজার হিসাবে নওনেহাল সিরাপ এর ১০০ মিলিগ্রামের দাম ৮৫ টাকা। আপনি চাইলে যেকোনো ফার্মেসি থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন।
শেষ অংশ
আজকের এই আর্টিকেলে নওনেহাল সিরাপ এর কাজ কি, নওনেহাল সিরাপ খাওয়ার আগে না পরে খাওয়াবেন ও নওনেহাল সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আপনাদের জানানো হয়েছে। এ তথ্যগুলো সম্পর্কে আপনার যদি কোন ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন। আর অন্যান্য তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটের হোম পেজ ভিজিট করে ক্যাটাগরি অনুসারে পোস্টগুলো পড়ে নিতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url