siam sz8s racing car কবে বাংলাদেশে আসবে ২০২৫-২০২৮
আমাদের আজকের এই আর্টিকেলটি আপনি যদি শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে জানতে পারবেন
siam sz8s racing car কবে বাংলাদেশে আসবে সম্পর্কে। siam sz8s racing car
কোম্পানির মালিক মোঃ সিয়াম উদ্দীন এ সম্পর্কে আমাদের তার ব্যক্তিগত মতামত প্রকাশ
করেছেন। তিনি কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে কিছু জানাননি কারণ তিনি এই
খবরটি গোপন রাখতে চান।
এই খবর রাখতে রাখতে অগ্রিম কোন সংবাদ প্রকাশ না করে তিনি মার্কেটে প্রথমবারের মতো
তার কোম্পানির প্রথম রেসিং কার siam sz8s নামে বাজারে লঞ্চ করবেন। তো আপনারা কবে
নাগাদ এই রেসিং কার বাংলাদেশ দেখতে পাবেন এবং বাংলাদেশের মার্কেট থেকে ক্রয় করতে
পারবেন তা জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত পড়তে হবে।
siam sz8s racing car এর ডিজাইন
siam sz8s racing car এমন একটি ডিজাইন অনুসরণ করে তৈরি করা হয়েছে যাতে বাতাস রোধ
করতে পারে এবং বাতাসের কারণে গতি কম না হয়ে যায়। বিশেষ করে যেগুলো রেসিং কার
হয়েছে সেগুলো মোটামুটি এরকম ভাবেই বানানো হয়েছে। তবে আমরা যে মডেল সম্পর্কে কথা
বলছি এই মডেলের গাড়িটি সম্পূর্ণ আলাদা রূপে এবং আলাদা ডিজাইনের ডিজাইন করা
হয়েছে।
এই মডেলের গাড়িটি এমনভাবে ডায়নামিক করা হয়েছে যাতে বাতাস কোনভাবেই গাড়ির
গতিকে রোধ করতে না পারে। এজন্য সামনের দিকে একদম ডাউন এবং ধীরে ধীরে বিমানের মতো
পেছনের দিকে আরো ডায়নামিক করা হয়েছে। গাড়ির ছবি দেখলে আপনারা আরো ভালোভাবে
বুঝতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে নিচে এর ছবি দেওয়া হল।
মূলত দুইটি কালারে এটি বাজারে লঞ্চ হবে একটি হলো লাল এবং কালো কালারের মিশ্রণ আর
অন্য আরেকটি হলো মোটামুটি গোল্ডেন কালার এর মত। সামনের দিকে নিচু করা হয়েছে এবং
একটি পার্টিশন লাগানো হয়েছে যাতে দেখতে আরো আকর্ষনে মনে হয়। ঠিক তেমনিভাবে
পেছনেও কিন্তু আরেকটি পার্টিশন লাগিয়ে বাতাস নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।
তবে যখন রেসিং বোর্ডে এই গাড়িটি চলবে তখন পিছনের পার্টিশন থাকবে না।
সামনের দিকে চাকা গুলো এমন ভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে বাতাস
কোনভাবেই বাধা দিতে না পারে। আর এই গাড়িটি সবথেকে আকর্ষণীয় দিকটি হল এর
হেডলাইট, দেখলে আপনি মনে করবেন না যে এটি কোন গাড়ির হেডলাইট আপনার অবশ্যই মনে
হবে এটি মানুষের চোখ। আর সামনের লুকিং গ্লাস সামনের চাকার প্লাস্টিকের ওপরে
স্থাপন করা হয়েছে।
পিছন চাকা থেকে সামনের দিকে একটি প্লাস্টিকের ভাজ দেওয়া হয়েছে যাতে দেখতে
সুন্দর লাগে। আর সামনে একটু ফাঁকা রাখা হয়েছে যাতে বাতাস সরাসরি যেতে পারে এবং
ইঞ্জিল ঠান্ডা থাকে। যেহেতু এসি গাড়ি গুলো অত্যাধিক পরিমাণে গরম হয় তাই ভিতরে
ঠান্ডা থাকে তাই প্রচুর পরিমাণে বাতাস ভিতরে যাওয়ার রাস্তা রেখে দেওয়া হয়েছে।
আর এই গাড়ির উপরের দিকে মিডিল পয়েন্টে একটি ছোট রাস্তা রেখে দেওয়া হয়েছে যাতে
ইঞ্জিল গরম হওয়ার কারণে ওই ভাপ ড্রাইভার এর না লাগিয়ে উপরের ছিদ্র দিয়ে
বেরিয়ে যেতে পারে। এক কথায় বলতে গেলে বাজারে এখন যত ধরনের রেসিং গাড়ি রয়েছে
সেগুলোর থেকে আলাদা এবং ইউনিক ডিজাইন নিয়ে আসছে সিয়াম উদ্দিনের siam sz8s
racing car টি।
siam sz8s racing car কি দিয়ে তৈরি করা হয়েছে
এই কারের ওজন যাতে খুব কম পরিমাণে হয় এজন্য খুব দামি মেটেরিয়াল ইউজ করা হয়েছে।
এখানে ইউজ করা হয়েছে টাইটেনিয়াম যেটা অত্যাধিক পরিমাণে শক্তিশালী কিন্তু ওজনে
খুব হালকা। এছাড়া এর বিশেষ পার্টিশন গুলোতে ডুরালুমিন ব্যবহার করা হয়েছে যেটা
মূলত বিমানে ব্যবহার করা হয়। তো আপনাকে বুঝতে পারছেন যে একটি রেসিং কারে
ডুরালুমিন ব্যবহার করা হয়েছে মানে কি পরিমাণ আভিজাত্যের ছোয়া রয়েছে। এছাড়াও
ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবারের প্রলেপ যেটা মূলত আগুন রোধী। হঠাৎ এই
প্রলেপের কারণে আগুন ঠিকমতো জলতে পারবে না এবং আগুন থেকে রক্ষা পাবে।
siam sz8s racing car এর ইঞ্জিন
এই রেসিং কার যে কারণে সব থেকে বেশি জনপ্রিয়তা পাবে, সেটি হল এর ইঞ্জিন। এই
কারের ইঞ্জিন এত শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছে যেটা পৃথিবীর সবথেকে শক্তিশালী
রেসিং কারের খেতাব অর্জন করিয়ে দেবে siam sz8s মডেলকে। এতে ব্যবহার করা হয়েছে
বেশ কয়েকটি টার্বো ইঞ্জিল এবং বেশ কয়েকটি ভালভ। তাহলে বুঝতে পারছেন এটি কত
শক্তিশালী হবে।
siam sz8s racing car এর ইলেকট্রিক ফিচার
এর ইলেকট্রিক ফিচার সম্পর্কে জানলে আপনি অবাক হতে পারেন। কারণ এতে এমন সব
প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেগুলো ইতিপূর্বে কোন রেসিং কারে ব্যবহৃত হয়নি।
এতে রয়েছে ট্রাকশন কন্ট্রোল উচ্চ ক্যাটাগরির এবং ব্যবহার করা হয়েছে ট্রেকিং
কন্টাক্ট ও অটো পাইলট। এই গাড়ির ড্রাইভার যদি গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হয়ে
যায় সেক্ষেত্রে এয়ারকন্ডিশনের মাধ্যমে বিশ্রাম নিতে পারবে
siam sz8s racing car এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সুবিধা
বর্তমান যুগ যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তাই এই যুগে এই ধরনের রেসিং কারে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর ব্যবহার অহরহ রয়েছে। কিন্তু এই মডেলে যেভাবে
এটাকে রিপ্লেসমেন্ট করা হবে তা হয়তো অন্য কোন রেসিং করে আপনি দেখতে পাবেন না।
এখানে রয়েছে অটো পাইলট মোড যেটি ব্যবহার করে একজন ড্রাইভারের থেকেও অত্যাধিক
বেশি কন্ট্রোল নিয়ে রেসিং করতে পারবে।
অনেক ক্ষেত্রে দেখা যায় যখন মোড় ঘুরানো লাগে তখন ড্রাইভার এর অদক্ষতার কারণে
গাড়ি উল্টে যায়। কিন্তু আপনি যদি এই গাড়িটি ব্যবহার করেন তাহলে সেটি কখনোই
করতে পারবেন না কারণ এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মাধ্যমে ট্রাকশন
কন্ট্রোল করা হবে।
siam sz8s racing car এর ব্রেকিং
এই গাড়ির ব্রেকিংয়ে রোবোটিক সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি যদি
প্রয়োজনের তুলনায় বেশিরভাগ কম পরিমাণে ব্রেক করেন তাহলে সেটা
স্বয়ংক্রিয়ভাবে তার প্রয়োজন অনুসারে সেটআপ করে নেবে আপনি বুঝতে পারবেন না।
আর এখানে ব্রেকিং প্যাড হিসেবে ceramic, carbon এবং স্টেইনলেস স্টিল ব্যবহার
করা হয়েছে যেটা অত্যাধিক শক্ত এবং উচ্চ পরিমাণের তাপমাত্রা শোষণ করে নিতে
পারে।
siam sz8s racing car এর সেফটি ফিচারস
আপনি যদি এই গাড়িটি নিয়ে কোন সময় এক্সিডেন্ট করেন তাহলে আপনার কোন প্রকার
ক্ষয়ক্ষতি হবে না। কারণ এই গাড়িতে যেখানে ড্রাইভারের সিট রয়েছে সেখানে আলাদা
একটি কম্পার্টমেন্টের ব্যবস্থা করে রাখা হয়েছে। অন্যান্য গাড়িতে যদি আপনি
এক্সিডেন্ট করেন তাহলে গাড়ির সিটে যেভাবে বসেছিলেন এক সেকেন্ডের পরেও ঠিকভাবে
আপনাকে বসে থাকতে হবে।
কিন্তু এই রেসিং গাড়ি নিয়ে আপনি যদি এক্সিডেন্ট করেন তাহলে আপনার কোন প্রকার
ক্ষয় ক্ষতি হবেনা কারণ যখন অ্যাক্সিডেন্ট হবে তখন আলাদা একটি কম্পার্টমেন্টে
আপনাকে রেখে দেওয়া হবে যেটা গাড়ি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এক্সিডেন্ট
করার সাথে সাথে গাড়ির ছাদ খুলে যাবে এবং আপনাকে ওই আলাদা কম্পার্টমেন্টের
মধ্যে রাখা অবস্থায় এটি গাড়ি থেকে বের হয়ে যাবে।
বের হয়ে গিয়ে রাস্তার সাথে ধর্ষণ লাগিয়ে অর্থাৎ ব্রেকিং সিস্টেমে কাজ করে ওই
ছোট কম্পার্টমেন্ট গাড়ির মধ্যে থেমে যাবে এবং আপনার কোন প্রকার ক্ষয়ক্ষতি হতে
দিবে না। অনেক ক্ষেত্রে আপনি যদি এই গাড়িটি নিয়ে রাস্তায় বের হন এবং বড় কোন
ট্রাক বা বড় যানবাহনের সাথে এক্সিডেন্ট করেন সেক্ষেত্রে আপনার কোন ক্ষতি হবে
না।
কারণ ঠিক একই ভাবে উচ্চমানের মেটেরিয়াল দিয়ে এই কম্পার্টমেন্ট তৈরি করা
হয়েছে যেটা আপনাকে পরিপূর্ণভাবে সুরক্ষা প্রদান করবে। যখন এই ধরনের দুর্ঘটনা
ঘটবে তখন ওটি একটি ঘরের মতো হয়ে যাবে যেটার মধ্যে বিভিন্ন নরম জাতীয় যেমন
তুলা, ফম এবং অন্যান্য জিনিসপাতি থাকবে যার কারণে আপনার কোন প্রকার ক্ষয়ক্ষতি
হতে দেবে না।
এরকম এক্সিডেন্ট হওয়ার সাথে সাথে অটোমেটিক আপনার নিকটস্থ হাসপাতালে চলে যাবে
এবং সেখান থেকে আপনার জন্য সাহায্য চাওয়া হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই
কাজটি করবে এবং আপনার অবস্থান হাসপাতাল করতে পক্ষের নিকট জানিয়ে দেবে। এরপরে
সে নিকটস্থ থানা এবং ফায়ার সার্ভিসের নিকট অটোমেটিক কল করবে এবং আপনার অবস্থান
জানিয়ে আপনার পরিস্থিতি জানিয়ে দেবে।
siam sz8s racing car ফ্লায়িং সিস্টেম
আপনি জানলে অবাক হবেন কিংবা আপনার কাছে স্বপ্নের মত মনে হতে পারে। আগেই বলছি
এটা ফিউচার কার কিংবা ভবিষ্যতের কার বলার একমাত্র কারণ হলো এটা বিমানের মত
পড়তে পারবে। যদিও এটি নিয়ে ইঞ্জিনিয়াররা বিভিন্ন রকমের প্ল্যান এবং
পরিকল্পনা গ্রহণ করছে যার ফলে এটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই নিকটে।
বিমানের মত এত দীর্ঘ সময় যদি আকাশে বিচরণ নাও করতে পারে ১০ থেকে ১৫ কিলোমিটার
একাধারে এটি আকাশে বিচরণ করতে পারবে। বিশেষ ক্ষেত্রে যখন ট্রাফিক জ্যাম কিংবা
কোন বিশেষ প্রয়োজন পড়বে তখনই এই মোড কাজ করবে। আর এই মোড ব্যবহার করার জন্য
আপনাকে অবশ্যই ইমার্জেন্সি অপশনে চালাতে হবে।
siam sz8s racing car এর সর্বোচ্চ গতি
এই গাড়ির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৪০০ কিলোমিটার এবং এটি শূন্য থেকে একশ
কিলোমিটার গতিতে চলতে সময় নেবে মাত্র ২ সেকেন্ড। তাহলে বুঝতে পারছেন এর গতি
কতটা বেশি হবে অন্যান্য গাড়ির তুলনায়।
siam sz8s racing car কবে বাংলাদেশে আসবে ২০২৫-২০২৮
একটি পাওয়া তথ্য মতে এই গাড়িটি ২০২৫ সাল থেকে ২০২৮ সালের মধ্যে বাংলাদেশের
রাস্তায় দেখা যাবে। যেহেতু উন্নত বিশ্বে অনেক রকম গাড়ি রেসিং গাড়ি রয়েছে তাই
বাংলাদেশের রাস্তাও ভবিষ্যতে এ ধরনের গাড়ি দেখা যাবে বলে আশা করা যায়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url