Slimfast খেলে কি হয়, খাওয়ার নিয়ম, দাম, খেলে কি ওজন কমেই। স্লিমফাস্ট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রিয় পাঠক, আমাদের আজকের এই আর্টিকেলে Slimfast খেলে কি হয়, slimfast খাওয়ার নিয়ম, slimfast এর দাম কত সহ অন্যান্য কিছু তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আপনি যদি এ সকল বিষয় জানতে ইচ্ছুক হন তাহলে শেষ পর্যন্ত পড়বেন। চলুন বাড়িত কথা না বলে জেনে নেওয়া যাক Slimfast খেলে কি হয় এবং slimfast খাওয়ার নিয়ম সম্পর্কে।
Slimfast খেলে কি হয়, Slimfast খাওয়ার নিয়ম, স্লিমফাস্ট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া, Slimfast 120 mg Price in Bangladesh
যেহেতু এটি একটি স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল তাই পড়ার সময় কোন প্রকার তাড়াহুড়া করবেন না। আর আপনার হাতে যদি সময় না থাকে তাহলে অন্য যে কোন সময় পরে নেবেন কারণ স্লিমফাস্ট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। আর যেহেতু অধিকাংশ মানুষেরই জানার ইচ্ছা রয়েছে Slimfast খেলে কি হয় তাই এই সম্পর্কেও একটি স্পষ্ট ধারণা পাবেন।

Slimfast খেলে কি হয়। Slimfast 120 mg এর কাজ কি। Slimfast খেলে কি ওজন কমে

আপনাদের মধ্যে হয়তো এরকম অনেকে আছে যারা বিভিন্ন রকম চাকরি-বাকরি করে কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে অথবা অলসতার কারণে শারীরিক পরিশ্রম একদমই করে না। আর কায়িক পরিশ্রম না করার কারনে শরীরে অতিরিক্ত মেদ বা চর্বি জমতে থাকে। একটা পর্যায়ে এটি শরীরের স্থলতা বাড়িয়ে দেয় এবং দৈনন্দিন কাজে চলাফেরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অনেক সময় অতিরিক্ত ওজনের জন্য ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ এর মত মারাত্মক রোগ দেখা দেয়।

যাদের শারীরিক ওজন তুলনামূলকভাবে বেশি তারা দৈনন্দিন প্রতিটা কাজই মন মত করতে পারে না। তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য পূর্বে কোন প্রকার ওষুধ বা চিকিৎসা তেমনভাবে কার্যকর না হলেও বর্তমানে আধুনিক বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে বেশ কয়েক ধরনের ঔষধ উৎপাদন করা হয়েছে যার মধ্যে Slimfast অন্যতম।

আর আমরা যত আধুনিক প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে পড়ছি ততটাই অলস হয়ে যাচ্ছি। আমাদের বর্তমানের যে কোন কাজ কিন্তু আমরা খুব সহজেই প্রযুক্তের মাধ্যমে করে ফেলতে পারছি যার ফলে কায়িক পরিশ্রম হচ্ছে না বললেই চলে। আর যারা চাকরি বাকরি করে তারা সকালে ঘুম থেকে উঠে অফিসে যায় এবং অফিস থেকে এসে ঘুমিয়ে পড়ে। আর ছুটির দিনে তাদের বিশ্রাম নিতেই সময় শেষ।
তবে তুলনামূলকভাবে যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু প্রচুর পরিমাণে শারীরিক পরিশ্রম করে থাকে। কারণ তাদের আবাদ এবং বিভিন্ন ধরনের কৃষি কাদের সাথে সম্পৃক্ত থাকতে হয় যার ফলে না চাইলেও পরিশ্রম করা লাগে। তো যাই হোক যেহেতু এই অংশে Slimfast খেলে কি হয় অর্থাৎ Slimfast 120 mg এর কাজ কি সে সম্পর্কে আপনাদের জানানো হবে তাই চলুন জেনে নেওয়া যাক।

তো আপনারা যারা বিভিন্ন প্রতিবন্ধকতা বা অলসতার কারণে শরীরের ওজন বাড়িয়ে ফেলেছেন এবং বর্তমানে আপনার স্থূল বা মোটা স্বাস্থ্যের অতিরিক্ত চর্বিকে বাদ দিয়ে চিকন হতে চাচ্ছেন তাদের জন্য Slimfast ট্যাবলেটটি হল চিকিৎসার বিজ্ঞানের একটি মহাঔষধ।

এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল। ORLISTAT INN হচ্ছে এর জেনেরিক নাম। তবে চিকন হওয়ার জন্য এটি ছাড়াও বাজারে অন্যান্য কোম্পানির ঔষধ রয়েছে যেমনঃ রেডিয়ান ফার্মাসিটিক্যালসের xenobese 120 mg, ইনসেপ্টা ফার্মাসিটিক্যালসের রয়েছে adiponil এবং orlistat রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালসের।

তো বুঝতে পারছেন Slimfast ট্যাবলেট খেলে তার শরীরের অতিরিক্ত ওজন কমে যায় এবং দেখতে স্মার্ট ও হ্যান্ডসাম মনে হয়। তবে এখানে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। আপনি কিভাবে বুঝবেন আপনার শরীরে অতিরিক্ত ওজন হয়েছে কিংবা আপনার উচ্চতা অনুসারে ওজন বেশি রয়েছে। এটি বোঝার জন্য একটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার উচ্চতা অনুসারে ওজন বেশি নাকি কম।

বিএমআই (BMI) যার পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইনডেক্স। বি এম আই নির্ণয়ের একটি সূত্র রয়েছে, তবে এই সূত্রটি প্রয়োগ করতে হলে আপনাকে আপনার ওজন কিলোগ্রামে এবং উচ্চতা বর্গমিটারে মেপে নিতে হবে।

বি এম আই নির্ণয়ের সূত্র= kg/m2

অর্থাৎ ওজন কিলোগ্রামে বের করার পরে সেটাকে উচ্চতার বর্গমিটার দ্বারা ভাগ করতে হবে।

বি এম আই এর চার্ট অনুসারে ওজন
  1. 18.5 এর কম হলে বুঝবেন আপনার কম ওজন রয়েছে।
  2. 18.5 থেকে 24.9 হলে বুঝবেন আপনার ওজন ঠিক আছে
  3. 25 থেকে 29.9 হলে বুঝবেন অতিরিক্ত ওজন আছে
  4. 30.0-34.9 হলে আপনি স্থুলতার প্রথম ধাপে রয়েছেন
  5. 35 বা উচ্চতর হলে বুঝবেন আপনি অত্যাধিক পরিমাণে মোটা হয়ে গেছেন।
তো আপনার বি এম আই এর মান যদি 24.9 এর ওপরে থাকে তাহলে আপনি Slimfast ট্যাবলেটটি খেতে পারবেন। তখনই খাওয়া উচিত যখন শরীরে অতিরিক্ত ওজন চর্বি থাকে। তাই এটি শিওর হওয়ার জন্য আপনাকে অবশ্যই বি এম আই এর মান বের করতে হবে এবং এটি তখনই কাজ করবে যখন আপনার বয়স ১৮ বছরের উপর থাকবে। এছাড়া আপনি যদি অংক করতে না পারেন সেক্ষেত্রে একটি লিংক দিচ্ছি যেই লিংকে ক্লিক করে আপনারা ওজন এবং উচ্চতা দিয়ে এক ক্লিকেই BMI নির্ণয় করতে পারবেন। BMI ক্যালকুলেটর

আশা করি বুঝতে পেরেছেন Slimfast খেলে কি হয় সে সম্পর্কে। তবে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ স্লিমফাস্ট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই প্রথমে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করতে হবে এবং তার নির্দেশনা অনুসারে সেবন করতে হবে।

slimfast খাওয়ার নিয়ম

যে কোন ঔষধের কার্যকারিতা পরিপূর্ণভাবে নির্ভর করে ওই ওষুধটির খাওয়ার নিয়মের উপরে। ঠিক তেমনি ভাবে আপনি যদি slimfast খাওয়ার নিয়ম সঠিকভাবে অনুসরণ না করেন তাহলে কখনোই ভালো ফলাফল লাভ করতে পারবেন না। তবে সব থেকে ভালো হয় একজন চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করা কারণ তিনি আপনার স্বাস্থ্য পরীক্ষা করে উপযুক্ত খাবার নিয়ম বর্ণনা করতে পারবেন।

তবে অধিকাংশ চিকিৎসকেরাই slimfast খাওয়ার নিয়ম হিসাবে প্রতিদিন একবার করে ভাত খাওয়ার আগে, খাওয়ার সাথে বা খাওয়ার ১ ঘন্টা মধ্যে ট্যাবলেটটি খাওয়ার নির্দেশনা দিয়ে থাকেন। আর যারা জানতে চেয়েছিলেন যে Slimfast খেলে কি হয় তারা উত্তেজিত না হয়ে অবশ্যই একজন চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করবেন।

Slimfast কতদিন খেতে হয়

একটি ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়ে থাকে। উদাহরণ হিসেবে ধরুন আপনার ওজন থাকার দরকার ৫০ কেজি কিন্তু আপনার ওজন রয়েছে ১০০ কেজি তাহলে আপনাকে অবশ্যই বেশি দিন সেবন করতে হবে। আবার অন্যদিকে ধরুন আপনার ওজন থাকার দরকার ৫০ কেজি কিন্তু আপনার রয়েছে ৭০ কেজি তাহলে আপনাকে কম দিন সেবন করতে হবে।

Slimfast কতদিন খেতে হয় এটা শুধুমাত্র ডাক্তারই বলতে পারবে। তবে সাধারণত এই ট্যাবলেটটি তিন মাসের ডোজ হিসাবে সেবনের নির্দেশনা দেওয়া হয়। এমন অনেকে রয়েছে যারা 15 থেকে 20 দিন সেবনের পরেই আর খেতে চাই না। এর জন্য তারা কোন ধরনের উপকারিতা এই ট্যাবলেট থেকে পেতে পারেনা। তাই আপনি যদি প্রকৃতপক্ষে চিকন হতে চান এবং শরীরের অতিরিক্ত চর্বি বাদ দিতে চান তাহলে অবশ্যই চিকিৎসক যতদিন বলবে ততদিনই খেতে হবে।

স্লিম ফাস্ট কতদিন কাজ করে

আপনি যদি slimfast খাওয়ার নিয়ম সঠিকভাবে অনুসরণ করেন এবং সঠিক নির্দেশনা গ্রহণ করেন তাহলে এটি দীর্ঘস্থায়ীভাবে কাজ করতে পারে। মনে করুন ডাক্তার আপনাকে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে বলল এবং কিছু খাবার খেতে মানা করল।
কিন্তু আপনি ডাক্তারের কথা শুনলেন না এবং অনিয়ন্ত্রিতভাবে জীবন যাপন করতে থাকলেন। তাহলে স্লিম ফাস্ট এর কার্যকরিতা আপনার শরীরে খুব খুব একটা বেশি দিন কার্যকর থাকবে না। কিন্তু আপনি যদি সকল নিয়ম-নীতি অনুসরণ করেন তাহলে দীর্ঘস্থায়ী একটি ফলাফল লাভ করতে পারবেন
যেটি আপনাকে চিকন রাখতে সাহায্য করবে।

Slimfast 120 mg side effects। স্লিমফাস্ট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

স্লিমফাস্ট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছে পেট ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, এলার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি, অনিদ্রা ইত্যাদি। তবে আপনি যদি চিকিৎসক নির্দেশিত slimfast খাওয়ার নিয়ম পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারেন তাহলে আশা করা যায় এই ধরনের কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না।

Slimfast 120 mg Price in Bangladesh। slimfast এর দাম কত

Slimfast 120 mg ট্যাবলেটের প্রতি পিচের মূল্য ৬০ টাকা। যেহেতু প্রতি পাতায় ১২ টি ট্যাবলেট থাকে তাই প্রতি পাতার মূল্য ৭২০ টাকা। আর এক প্যাকেটের মধ্যে ২ পাতা থেকে, তাই আপনি যদি Slimfast 120 mg এর এক প্যাকেট নিতে চান তাহলে আপনাদে খরচ করতে হবে ১৪৪০ টাকা। তবে এই দাম যেকোন সময় পরিবর্তন হতে পারে তাই সবসময় বর্তমান দাম বিবেচনা করবেন।

ব্যক্তিগত মতামতঃ Slimfast খেলে কি হয়

আমাদের আজকের এই আর্টিকেলে Slimfast খেলে কি হয়, এটি কিভাবে আমাদের শরীরে কাজ করে এবং স্বাস্থ্যকে চিকন করে, Slimfast খাওয়ার নিয়ম এবং Slimfast এর দাম সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়া হয়েছে। আর এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪