অ্যালোভেরা সুথিং জেল 99 কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত
প্রিয় পাঠক, আপনি যদি আমাদের আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত
পড়েন তাহলে জানতে পারবেন অ্যালোভেরা সুথিং জেল 99 কিভাবে ব্যবহার করবেন। অনেকে
কিন্তু এই ধরনের জেল ব্যবহার করে থাকেন কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় তা
সঠিকভাবে জানেন না। তাই যারা জানেন না তারা দুশ্চিন্তা না করে মনোযোগ সহকারে
পড়তে থাকুন তাহলে অ্যালোভেরা সুথিং জেল 99 কিভাবে ব্যবহার করবেন তার সঠিক নিয়ম
জানতে পারবেন।
এছাড়া আর্টিকেলটিতে বিভিন্ন ধরনের জেল ব্যবহার করার নিয়ম উল্লেখ করা হয়েছে
আপনি যদি এগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারেন তাহলে সর্বোচ্চ এবং সব থেকে
কার্যকর ফলাফল লাভ করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তাই অতিরিক্ত কথা না
বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক অ্যালোভেরা সুথিং জেল 99 কিভাবে ব্যবহার করবেন।
সুথিং জেল এর ব্যবহার
এই আর্টিকেলটিতে যারা প্রবেশ করেছেন তারা হয়তো অধিকাংশই সুথিং জেল কি বা সুথিং
জেল এই উপকারিতা বা সম্পর্কে জানেন। তবে যারা এর উপকারিতা সম্পর্কে জানেন না
তাদের জন্য এই অংশে সুথিং জেল এর বেশ কিছু উপকারিতার কথা বলা হলো যাতে আপনারা
এটিকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রদান করেন এবং ব্যবহার করার নিয়ম সঠিকভাবে জেনে
নিন।
এটি এমন এক ধরনের জেল যেটি আপনি যদি আপনার ত্বকে ব্যবহার করেন তাহলে ত্বকের
জ্বালাপোড়া, চুলকানি, শুষ্কতা দূর করবে। বিশেষ করে শীতকালে কিন্তু অনেকের ত্বকের
বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় বিশেষ করে মুখে। আর মুখে যদি সমস্যা এরকম দেখা দেয়
তাহলে কিন্তু পার্সোনালিটি কমে যায়।
তাই আপনি যদি একটি ব্যক্তিত্ববান মানুষ হয়ে থাকেন এবং নিজের মান সম্মান
ব্যক্তিগতভাবে রক্ষা করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ত্বকের যত্ন নিতে হবে।
আর ত্বকের যত্ন নেওয়ার জন্য একটি উৎকৃষ্ট পদ্ধতি হলো সুথিং জেল ব্যবহার করা।
সাধারণত আমাদের দেশের বিভিন্ন রকমের এই ক্যাটাগরির জেল পাওয়া যায় যার মধ্যে
রয়েছে মিল্ক, টমেটো, গোল্ড, অ্যালোভেরা ও ইত্যাদি। তবে এগুলো সব থেকে বেশি
জনপ্রিয় তাই এই প্রত্যেকটি ক্যাটাগরি সম্পর্কে আপনাদের আলাদাভাবে জানানো হবে।
সুথিং জেল এর উপকারিতার কথা যদি বলতে চাই তাহলে বলা যায় আপনি যদি সঠিক নিয়মে
ব্যবহার করতে পারেন এবং আপনার ত্বকের জন্য কোন সুথিং জেল সব থেকে ভালো হবে তা যদি
বাছাই করতে পারেন তাহলে অনেক ভালো ফলাফল পাবেন। আর এর উপকারিতা গুলোর মধ্যে
রয়েছে ত্বকের শুষ্কতা দূর করে, জ্বালাপোড়া দূর করে, কোমলতা বৃদ্ধি করে, সকল
ধরনের দাগ দূর করতে সাহায্য করে। এছাড়া আরও বেশ কিছু উপকারিতা রয়েছে।
অ্যালোভেরা সুথিং জেল 99 কিভাবে ব্যবহার করবেন
সুথিং জেল এর মধ্যে যত ক্যাটাগরি রয়েছে সব থেকে বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত
সুথিং জেল হল অ্যালোভেরা। কারণ এটি যেমন কার্যকরী আবার দাম তুলনামূলকভাবে সাধ্যের
মধ্যে। তাই আপনি যদি অ্যালোভেরা সুথিং জেল 99 সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে
অনেকগুলো উপকারিতা পাবেন।
তো এটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই আপনার ত্বকের যে স্থানে ব্যবহার করবেন ওই
অংশটুকু পরিষ্কার দ্রব্য দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপরে খুব অল্প
পরিমাণে জেল নিয়ে লাগিয়ে দেবেন। এরপরে মোটামুটি ৩০ মিনিট বা আধা ঘন্টার মত
এভাবে রেখে দিবেন।
আর আপনি যখন এই জেল মুখে লাগাবেন তখন কখনোই যেন সূর্যের আলো মুখে কিংবা ত্বকে না
লাগে। এজন্য সব থেকে রাতে এই জেল ব্যবহার করাই সবথেকে ভালো হবে। কারণ রাত্রে
যেহেতু সূর্য থাকে না তাই রাত্রে ব্যবহার করলে সূর্যের ক্ষতিকারক রশ্মি আপনার
ত্বকের ক্ষতি করতে পারবে না। আর সব থেকে বড় কথা হলো সূর্যের আলোর উত্তাপের কারণে
অ্যালোভেরা সুথিং জেল 99 এর উপাদান গুলো নষ্ট হয়ে যায়।
তো, ৩০ মিনিট রাখার পরে আপনি ঠান্ডা ও পুরস্কার পানি দিয়ে মুখ আলতো ভাবে ধুয়ে
ফেলবেন। আপনি চাইলে এটি দিনে একাধিকবার ব্যবহার করতে পারেন কিংবা প্রতিদিন রাতে
একবার করে ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়টা
অন্তর্ভুক্ত।
তবে আপনার যদি এলার্জি সমস্যা থাকে তাহলে আপনার ডাক্তারের সাথে অবশ্যই কথা বলে
নেবেন অর্থাৎ আপনি যে ডাক্তারের নিকট চিকিৎসা গ্রহণ করেছেন তাকে বলবেন যে আমি
এরকম একটি ক্রিম আমার ত্বকের ব্যবহার করতে চাচ্ছি এখন আমি এটি ব্যবহার করতে পারব
কিনা?
সে যদি আপনাকে অনুমতি দেয় তাহলে এটি ব্যবহার করবেন কোন সমস্যা নেই। কিন্তু আপনার
এলার্জির লেভেল কিংবা অন্য কোন কারণে যদি আপনার চিকিৎসক আপনাকে এই জেল টি ব্যবহার
করতে নিষেধ করে তাহলে কখনো এটি ব্যবহার করা যাবে না।
মিল্ক সুদিং জেল ব্যবহারের নিয়ম
মিল্ক সুদিং জেল তুলনামূলকভাবে অন্যান্য জেল এর থেকে একটু দামি এবং এটির
কার্যকারিতা অন্যান্য জেলের থেকে মোটামুটি ভাবে অনেক বেশি। আপনি যদি এটি সঠিক
নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বক হয়ে যাবে একদম কোমল ও নরম এবং
উজ্জ্বল।
বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটি সবথেকে ভালো এবং কার্যকর ফলাফল প্রদর্শন করতে
পারে। তবে আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন তাহলেও কিন্তু এটি ব্যবহার করতে পারেন
কোন সমস্যা নেই। এটি ব্যবহার করলে আপনার উজ্জ্বল হয়ে যাবে এবং আকর্ষণীয় হয়ে
উঠবে।
তো এটি ব্যবহার করার জন্য প্রথমে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এর পরে
মিল্ক সুদিং জেল মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করবেন। এরপর হালকা পানি দিয়ে মুখ
পরিষ্কার করে নেবেন। এক্ষেত্রে আপনি যদি ঠান্ডা বা ফ্রিজের পানি ব্যবহার করতে
পারেন তাহলে আরো ভালো হয়।
টমেটো সুদিং জেল ব্যবহারের নিয়ম
টমেটো সুদিং জেল ত্বক উজ্জ্বল ও কোমল করার পাশাপাশি কিন্তু অনেক কাজ করে থাকে।
যেহেতু টমেটোর মধ্যে এন্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিগুণ থাকে তাই এটি ত্বকের
তৈলাক্ত ভাব, ব্রণের সমস্যার দূর করা সহ অন্যান্য অনেক উপকার করে থাকে। তবে এটি
কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে, তাই আপনাকে দীর্ঘদিন যাবত ব্যবহার করার
মানসিকতা থাকতে হবে।
অন্যান্য জেলের তুলনায় যেহেতু এদের কার্যকারিতা অনেক বেশি এবং ব্যতিক্রম ধর্মী
কিছু পুষ্টিগুণ উপাদান রয়েছে তাই আপনি চাইলে কিন্তু ত্বক বাদে এটি চুলের যত্নেও
ব্যবহার করতে পারেন। যাই হোক আপনি প্রথমে ত্বকে ব্যবহার করার নিয়ম জেনে নেন এবং
পরবর্তী সময়ে চলে ব্যবহার করার নিয়ম জানিয়ে দিচ্ছি।
ত্বকের ব্যবহার করার জন্য ঠিক একই ভাবে আপনি চাইলে আপনার মুখ প্রথমে পরিষ্কার করে
নেবেন এবং ক্রিমটি মাকে 30 মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
এটি আপনাকে অবশ্যই রাত্রেবেলা ব্যবহার করতে হবে কারণ দিনে ব্যবহার করলে কখনোই এর
উপকারিতা গুলো আপনি লাভ করতে পারবেন না।
আর আপনি যদি চুলের যত্নে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার যেরকম শ্যাম্পু করেন
ঠিক একই ভাবে এই জেল চুলের যত্নে ব্যবহার করতে পারেন। আবার আপনি চাইলে কিন্তু এটি
দিয়ে শেভিং ফোমের কাজও করতে পারেন। যারা ত্বক সম্পর্কে অত্যাধিক সচেতন এবং যত্ন
করে থাকে তারা কিন্তু এরকম ক্রিম ব্যবহার করে।
গোল্ড সুদিং জেল ব্যবহারের নিয়ম
গোল্ড সুদিং জেল হল জেলের মধ্যে সবথেকে দামি এবং কার্যকর। এটির দাম অন্যান্য
জেলের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি এবং এটি সবাই ব্যবহার করতে পারে না। বিশেষ
করে যারা আর্থিকভাবে বিশেষ সচ্ছল এবং অত্যাধিক যত্ন করতে পছন্দ করে তারাই কিন্তু
এ ধরনের জেল ব্যবহার করে থাকে।
যত এটি একটি এক্সপেন্সিভ জেল তাই আপনি অবশ্যই এটি ব্যবহারের সময় অতিরিক্ত
সতর্কতা অবলম্বন করবেন। এটি দামি বলে যে আপনাকে ব্যবহার করার নিয়ম অনুসরণ করে
ব্যবহার করতে হবে না বিষয়টি এরকম নয়। এই জেলটি ব্যবহার করার সময় আপনাকে সকল
নিয়ম কানুন অনুসরণ করতে হবে না হলে আপনি কার্যকর ফলাফল লাভ করতে পারবেন না।
তো অন্যান্য জেলের মত এটিও আপনি মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি
দিয়ে ধুয়ে ফেলবেন। তাহলে আপনার ত্বক কমল হয়ে যাবে এবং উজ্জ্বলতা অনেক বেশি
বৃদ্ধি পেয়ে যাবে।
শেষ কথা
আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি অ্যালোভেরা সুথিং জেল 99 কিভাবে ব্যবহার
করবেন এবং অন্যান্য জেল কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানতে পেরেছেন। যদি
সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url