আস সুন্নাহ ফাউন্ডেশন ওয়েব ডেভলপমেন্ট কোর্স এর দাম কত টাকা
প্রিয় পাঠক, আপনি যদি আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে পারেন
তাহলে জানতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কি এবং আস সুন্নাহ ফাউন্ডেশন এর
ওয়েব ডেভেলপমেন্ট এর কোর্স সম্পর্কে সকল তথ্য। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে
চান তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জেনে রাখতে হবে।
যেহেতু এটি একটি স্কিল ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত তাই আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট
করে নিজের স্বাবলম্বী হতে চান এবং অন্যকে স্বাবলম্বী করতে চান তাহলে আপনাকে
অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে হবে। এই বিষয়ে আপনি যদি দ্বন্দ্বে ভোগেন
অর্থাৎ কোথায় শিখবেন কিভাবে শিখবেন তাহলে সঠিক রাস্তা জানতে পড়তে থাকুন।
ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কি
যে করছেন মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হয় তাকে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স বলা
হয়। এখন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট কি সেটা না জেনে থাকেন তাহলে চলুন জেনে
নেওয়া যাক। ওয়েব ডেভেলপমেন্ট মানে হল ওয়েবসাইট এবং ওয়েব এপ্লিকেশন তৈরি করার
একটি মাধ্যম। অর্থাৎ যে পদ্ধতিতে বিভিন্ন ওয়েবসাইট এবং সফটওয়্যার তৈরি করা হয়
তাকে ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়।
এর মধ্যে বিভিন্ন ভাষা এবং অন্যান্য কিছু জিনিস থাকে যেগুলো পরিপূর্ণভাবে আয়ত্ত
করতে পারলে আপনি একজন ওয়েব ডেভলপার হিসেবে কাজ করতে পারবেন। এর মধ্যে
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে অন্যতম, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যদি
না জানেন তাহলে কখনোই ওয়েব এপ্লিকেশন কিংবা সফটওয়্যার তৈরির মতো গুরুত্বপূর্ণ
কাজগুলো করতে পারবেন না।
আমি কেন ওয়েব ডেভেলপমেন্ট শিখব
আপনি যদি কোন গুরুত্বপূর্ণ স্কিল শিখতে চান এবং এমন একটি দক্ষতা অর্জন করতে চান
যেটির চাহিদা বর্তমান তুলনায় ভবিষ্যতে আরও বেশি তাহলে আমি আপনাকে বলব আপনি ওয়েব
ডেভেলপমেন্ট শিখবেন। বর্তমানে যেহেতু নতুন নতুন প্রযুক্তি আসছে এবং এমন অনেক
চাকরি রয়েছে যেগুলোর চাহিদা ভবিষ্যতে থাকবে না বললেই চলে।
তাই আপনি যদি বর্তমান যুগে কোন স্কিল কিংবা দক্ষতা অর্জন করতে চান তাহলে আপনাকে
ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ভবিষ্যতে যেহেতু রোবট মানুষের কাজগুলো
অনায়াসে করতে পারবে, আর যেহেতু রোবট মানুষের থেকে দ্রুত এবং অল্প সময়ের মধ্যে
কাজগুলো করে দেবে তাই ওই সেক্টরে মানুষের আর প্রয়োজন হবে না।
তাই এই সময় আপনাকে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে যেটা রোবট কিংবা অন্য কোন
মাধ্যম খুব সহজে রিপ্লেস করতে পারবে না। যেখানে মানুষের মতো সৃজনশীলতা সম্পূর্ণ
কাজ রয়েছে আপনাকে সেগুলো শিখতে হবে। আর এই কাজগুলোর মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট
অন্যতম। আবার অন্যদিকে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন তাহলে বেশ কয়েকটি
উপায়ে ইনকাম করতে পারবেন।
এমন অনেক দক্ষতা রয়েছে যেগুলোর ইনকাম শুধুমাত্র একদিকে হয়ে থাকে অর্থাৎ এর বহু
দিকের ইনকামে কোন ব্যবস্থা থাকে না। কিন্তু আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে
থাকেন তাহলে আপনি অফলাইনে এবং অনলাইনে দুইভাবেই ইনকাম করতে পারবেন। এক কথায় বলতে
গেলে এটি হলো চাহিদা সম্পন্ন ক্যারিয়ার এবং উচ্চ আয়ের সম্ভাবনা যুক্ত একটি পথ।
ওয়েব ডেভেলপমেন্ট কোথায় শিখলে ভালো হয়
আপনি বিভিন্ন জায়গা থেকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন হোক সেটা অনলাইনে কিংবা
অফলাইনে। তবে অনলাইনে এমন অনেক ইউটিউব চ্যানেল কিংবা রিচার্জ রয়েছে সেগুলো থেকে
আপনি খুব সহজেই ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্ট শিখে নিতে পারবেন। তবে এই পন্থায়ী
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে অনেক সময় লাগতে পারে কারণ সেই টিউটোরিয়াল গুলো সাজানো
গোছানো থাকে না।
যেহেতু ফ্রি জিনিস তাহলে সাজানো গোছানো থাকবে না সেটাই স্বাভাবিক। তবে সব থেকে
ভালোই আপনি যদি কোন প্রতিষ্ঠানের নিকটে গিয়ে সরাসরি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে
পারেন সশরীরে। কারণ এমন অনেক সমস্যা রয়েছে যেগুলো আপনি অনলাইনের মাধ্যমে কখনো
সমাধান করতে পারবেন না। আর অনলাইনে ক্লাস করে শিখলে সেটা হয় সেটা হচ্ছে একটা
গুরুত্বপূর্ণ মনোযোগ থাকে এবং যেহেতু আমরা ক্লাস করে অভ্যস্ত তাই ক্লাসের মাধ্যমে
কোন কিছু শিখলে সেটা মনে থাকে এবং শিখতে ভালো লাগে।
আপনি যদি অনলাইনে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান সেক্ষেত্রে কয়েকটি ইউটিউব
চ্যানেল ফলো করতে পারেন সেগুলো হলঃ apna college, w3schoool, procoder, sumit
saha, hablu programmer, anisul islam, code with harry, sorobindu ইত্যাদি। এই
চ্যানেলগুলোর মধ্যে ব্যক্তিগতভাবে আমার সবথেকে ভালো লেগেছে ইন্ডিয়ার ইউটিউব
চ্যানেল অর্থাৎ apna college এর ফ্রী টিউটোরিয়াল গুলো। কারণ তারা খুব সাজানো
গোছানোভাবে তৈরি করেছে এবং টিউটোরিয়ালের পাশাপাশি স্লাইড আকারে পেজ তৈরি করে
গুগল ড্রাইভে আপলোড করেছে।
এটা সবথেকে বড় সুবিধা হল তখন, যখন আপনি মনে করবেন এই ভিডিও ক্লাস গুলো আপনাকে
রেক্যাপ করতে হবে অর্থাৎ ভিডিওতে যেগুলো বলা হয়েছে সেগুলো আপনি রিভিশন দিবেন
সে ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটুকু না দেখে আপনি চাইলে ওই স্লাইড গুলো দেখবেন
তাহলে আপনার ক্লাস গুলোর কথা পরিপূর্ণভাবে মনে পড়ে যাবে।
আর আপনি যদি বাংলাদেশ থেকে অফলাইনে অর্থাৎ কোথাও গিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে
চান তাহলে বাংলাদেশের বেশ কয়েকটি ভালো ভালো আইটি এবং ফাউন্ডেশন রয়েছে।
যেগুলোর মধ্যেঃ udemym, Coursera, আস সুন্নাহ ফাউন্ডেশন, প্রোগ্রামিং হিরো,
ক্রিয়েটিভ আইটি ইত্যাদি। আপনি আপনার ব্যক্তিগত পছন্দ অনুসারে এগুলো বাছাই করে
নিতে পারবেন।
আস সুন্নাহ ফাউন্ডেশন এর ওয়েব ডেভলপমেন্ট কোর্স কেন করব
আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে ওয়েব ডেভেলপমেন্ট শেখার সবথেকে বড় কারণ হলো এটি
একটি দ্বীনি প্রতিষ্ঠান। অর্থাৎ আপনি এখানে যে কোন স্কিল ডেভেলপমেন্টের
পাশাপাশি ইসলামিক পরিবেশে কাজ শিখতে পারবেন। তাই আপনি যদি একজন মুসলমান হয়ে
থাকেন তাহলে আপনার উচিত কর্মজীবনের পাশাপাশি ইসলামিক জীবন কেউ সমানভাবে গুরুত্ব
দেওয়া।
বর্তমান যুগে যেহেতু ইসলাম অনুসারে জীবন যাপন করা কঠিন হয়ে যাচ্ছে তাই আপনি
যদি এই অনুসারে জীবন যাপন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইসলামিক পরিবেশে থাকতে
হবে। আর এখানে যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স রয়েছে এটা হল স্কিল ডেভেলপমেন্টের
আওতা। আর স্কিল ডেভেলপমেন্টের একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশের বেকারত্ব দূর
করা এবং কর্ম প্রদান করা।
এমন অনেক আইটি সেক্টর রয়েছে যারা আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শেখানোর পরে ছেড়ে
দেবে আর আপনার কোন খোঁজ খবর নিবেন না। কিন্তু আস সুন্নাহ ফাউন্ডেশন আপনাকে
কোর্স করানোর পরে আপনি যদি ভালো দক্ষতা অর্জন করতে পারেন এবং তাদের পরীক্ষায়
উত্তীর্ণ হতে পারেন তাহলে তারাই আপনাকে একটি চাকরির ব্যবস্থা করে দিবে
তাই যাদের উদ্দেশ্যই হল মানুষকে বেকারত্ব থেকে মুক্তি প্রদান করার তাহলে তাদের
সম্পর্কে আর কি বলার আছে। আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শেখানোই হবে আপনার বেকারত্ব
দূর করার জন্য যেখানে অনেক আইটি কোম্পানি শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধির জন্য
অর্থাৎ তাদের ইনকাম বাড়ানোর জন্য আপনাকে প্রলোভন দেখে কোর্সে ভর্তি করে নেবে।
কিন্তু আস সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্দেশ্যই আলাদা। তাই আশা করা যায় আপনি যদি আস
সুন্নাহ ফাউন্ডেশন এর ওয়েব ডেভেলপমেন্ট কোর্স পরিপূর্ণভাবে শিখতে পারেন তাহলে
আপনাকে আর ফিরে তাকানো লাগবে না ইনশাল্লাহ।
আস সুন্নাহ ফাউন্ডেশন এর ওয়েব ডেভলপমেন্ট কোর্স করতে কত টাকা লাগে
আমি ব্যক্তিগতভাবে আস সুন্নাহ ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ফেসবুক পেইজে মেসেজ
দিয়েছিলাম। তাদের কথা শুনে যা বুঝলাম তারা ব্যাচ হিসাবে ভর্তি নিয়ে থাকে।
ভর্তির সময় আপনাকে ৫০০ টাকা প্রদান করতে হবে, তবে যদি আপনি আর্থিকভাবে অসচ্ছল
হয়ে থাকেন তাহলে সার্বিকভাবে সহায়তা প্রদান করা হবে।
প্রথমে তিন থেকে চার বছর মত অনলাইনে ক্লাস নেওয়া হবে এবং এই চার মাস পরে একটি
পরীক্ষা নেওয়া হবে। আপনি পরীক্ষায় যদি ৬০% মার্কস পেয়ে থাকেন তাহলে আপনাকে
আবাসিক ভাবে থাকার ব্যবস্থা দেওয়া হবে এবং ধীরে ধীরে আপনাকে পরিপুক্ত করা হবে।
তাই আপনি যদি এই সুযোগ কাজে লাগাতে চান তাহলে আপনাকে এই তিন থেকে চার মাস কঠিন
পরিশ্রম করে ৬০% মার্কস অর্জন করতে হবে।
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কতদিন লাগে
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কতদিন লাগবে সেটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভরশীল।
কারণ একেকজনের শেখার ক্ষমতা একরকম। দেখা যাচ্ছে কারো একটা জিনিস শিখতে সাতদিন
সময় লাগে, আবার ঠিক একই জিনিস শিখতে ১ মাস সময় লাগছে। তাই এটা সম্পূর্ণভাবে
আপনার উপর নির্ভরশীল।
তবে সাধারণভাবে আপনি যদি মোটামুটি ৮ থেকে ১০ ঘণ্টা সময় দিতে পারেন প্রতিদিন
সেক্ষেত্রে আপনি ছয় মাসের মধ্যে মোটামুটি জুনিয়ার লেভেলের ওয়েব ডেভলপার হতে
পারবেন। তবে আপনি যদি পরিপূর্ণ মিডিয়াম লেভেলের ওয়েব ডেভেলপার হতে চান তাহলে
কমপক্ষে আপনার দুই বছর সময় লাগবে। আর আপনি যদি সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে
নিজেকে দেখতে চান সেক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর সময় লাগতে পারে।
ওয়েব ডেভলপারদের বেতন কত টাকা
এটা সম্পূর্ণভাবে কোম্পানির উপর নির্ভর করে থাকে, আবার কোম্পানিটি দেশী নাকি
বিদেশী তার উপরেও বেতন নির্ভর করে। তবে সাধারণভাবে আপনি যদি বাংলাদেশী
কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে জুনিয়র ওয়েব ডেভেলপার এর বেতন ১৫ থেকে ৩০
হাজার টাকা, মিডিয়াল ওয়েব ডেভলপারের বেতন হবে ৪০ হাজার থেকে ৭০ হাজার টাকা এবং
সিনিয়র ওয়েব ডেভেলপার এর বেতন আশি হাজার টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা
পর্যন্ত হয়ে থাকে।
তাই বুঝতে পারছেন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট পরিপূর্ণভাবে শিখতে পারেন এবং
একজন সিনিয়র ওয়েব ডেভেলপার হতে পারেন তাহলে কত টাকা ইনকাম করতে পারবেন বুঝতে
পারছেন। তবে এক্ষেত্রে সব সময় আপনার দক্ষতাকে আপডেট করতে হবে এবং নতুন নতুন
প্রযুক্তি শিখতে হবে। সবার থেকে এগিয়ে থাকতে গেলে আপনাকে অবশ্যই একধাপ এগিয়ে
থাকতে হবে এবং নতুন নতুন প্রযুক্তির প্রতি অভিজ্ঞ হয়ে উঠতে হবে।
ওয়েব ডেভলপমেন্ট এর মধ্যে কি কি শেখানো হয়
এটা নির্ভর করে আপনি ওয়েব ডেভেলপমেন্ট এর কি শিখতে চাচ্ছেন তার ওপরে। ওয়েব
ডেভেলপমেন্টের বেশ কিছু সেক্টর রয়েছে যেমনঃ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট,
ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট।
ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট
- html
- css
- css library and framework
- javascript
- javascript library and framework
ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট
- node.js
- php
- python (django, flask)
- ruby on rails / java spring boot
- sql
- api
- ইত্যাদি
ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট
- ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট
- ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্
ওয়েব ডেভেলপমেন্ট এর ভবিষ্যৎ কি
ওয়েব ডেভেলপমেন্ট এর ভবিষ্যৎ অনেক ভালো, কারণ বর্তমানে এর চাহিদা যতটুকু
রয়েছে ভবিষ্যতে এর চাহিদা আরো বৃদ্ধি পাবে। কারণ ধীরে ধীরে কিন্তু সবকিছুই
অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে এবং সবকিছু অনলাইনে এর উপরে ব্যাপকভাবে নির্ভরশীল
হয়ে যাচ্ছে। আর যত কিছু অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত হবে ততই কিন্তু ওয়েব
ডেভলপারের চাহিদা বৃদ্ধি পাবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url