clop g cream ব্যবহারের নিয়ম, উপকারিতা ও দাম
প্রিয় পাঠক, আমাদের আজকের এই আর্টিকেলে clop g cream এর উপকারিতা, clop g cream ব্যবহারের নিয়ম এবং অন্যান্য সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি clop g cream ব্যবহারের নিয়ম জানতে চেয়ে থাকেন তাহলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে থাকুন। চলুন জেনে নেওয়া যাক মূল আলোচ্য বিষয় clop g cream ব্যবহারের নিয়মটি।
যেহেতু clop g cream এর অপকারিতা রয়েছে তাই আপনারা কখনোই আর্টিকেলটি পড়ার সময় তাড়াহুড়া করবেন না। কারণ আপনি যদি clop g cream ব্যবহারের নিয়ম সঠিকভাবে না জানেন তাহলে clop g cream এর উপকারিতা গুলো কখনোই পাবেন না। এর জন্য তাড়াহুড়া না করে ঠান্ডা মাথায় clop g cream ব্যবহারের নিয়ম জেনে নিন।
clop g cream এর কাজ কি। clop g cream for skin whitening bangla
আপনার অনেকেই জানতে চেয়েছিলেন clop g cream এর কাজ কি, তাই আপনাদের সুবিধার্থে আর্টিকেলের এই অংশে এই ক্রিমের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হবে। অনেকের এই ক্রিম সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা রয়েছে। আশা করি এই অংশটুকু পড়লে সকল ধরনের ভুল ধারণা দূর হয়ে যাবে এবং আসল কার্যকারিতা আপনারা জানতে পারবেন।
📌আরো পড়ুন 📌 ডার্মাসল ক্রিম কি মুখে ব্যবহার করা যায়, এন ক্রিম এর কাজ কি। ডার্মাসল এস এর কাজ কি, ব্যবহারের নিয়ম ও দাম কত
প্রধান কথাই বলতে গেলে clop g cream হলো এক ধরনের কম্বিনেশন বা মিশ্রণ প্রকৃতির ক্রিম। যেটি ব্যবহারের মাধ্যমে একই সাথে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আপনার ত্বকে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন কিংবা ফাংগাল ইনফেকশন টাইপের কিছু একটা হয়ে থাকে অর্থাৎ আপনার ত্বকে যদি কোন প্রকার প্রহাদ হয়ে থাকে তাহলে এই ক্রিমটা আপনার জন্য। এছাড়া আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে clop g cream এর উপকারিতা অংশটুকু ভালোভাবে পড়ে নিবে নিচের অংশগুলো থেকে।
clop g cream কি ফর্সা করে। clop g cream ki kaj kore
আমাদের দেশে একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে ক্রিম মাখলে ফর্সা হয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞান মতে পৃথিবীতে এখন পর্যন্ত এরকম একটা ক্রিম ও আবিষ্কৃত হয়নি যেটা মাখলে মানুষ ফর্সা হয়ে যাবে স্থায়ীভাবে। তবে এরকম অনেক ক্রিম রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনি সাময়িক সময়ের জন্য ফর্সা হয়ে যাবেন কিন্তু ব্যবহার বন্ধ করলে আগের থেকেও কালো হয়ে যাবে।
বর্তমানে অনেক ক্রিম এভাবেই বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক মার্কেটিং করছে। আর এই মার্কেটিং এর ফাঁদে আপনি যদি পা দিয়ে থাকেন তাহলে আপন বোকার স্বর্গে বসবাস করছেন। যে বা যারা এই ধরনের ক্রিমগুলো একবার ব্যবহার করেছে তারা কখনোই আর ক্রিমগুলো ব্যবহার করা বন্ধ করতে পারে না। কারণ ব্যবহার করা বন্ধ করলে তারা আগের থেকেও কালো হয়ে যায়।
এখন ফর্সা কিংবা কালো হবে কিনা সেটা নির্ভর করে ওই ক্রিমের উপাদানের উপরে। অর্থাৎ ওই ক্রিমের মধ্যে যদি ওই রকম ফর্সা হওয়ার কোন প্রকার উপাদান দেওয়া থাকে তাহলে আপনি সাময়িক সময়ের জন্য ফর্সা হবেন। কিন্তু ওই ক্রিমের মধ্যে যদি এই ধরনের কোন উপাদান না থাকে তাহলে আপনি ওই ক্রিম যতই ব্যবহার করুন না কেন কখনোই ফর্সা হতে পারবেন না।
ঠিক তেমনি ভাবে clope g cream এর উপাদানের মধ্যে রয়েছে ক্লোবেটাসল প্রোপিওনেট যা এক ধরনের স্টেরয়েড এবং জেন্টামাইসিন যা একটি অ্যান্টিবায়োটিক। তাই বুঝতে পারছেন এগুলো সাধারণত ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ এবং প্রদাহ কমায় কিন্তু এই ক্রিমটি কখনোই ত্বককে ফর্সা করতে পারবেনা সাময়িকভাবে হলেও।
তাই আপনি যদি একজন সচেতন ব্যক্তি হয়ে থাকেন এবং সচেতন নাগরিকের মত দায়িত্ব ভূমিকা পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। তাই আপনার মনের যদি প্রশ্ন হয়ে থাকে যে clop g cream কি ফর্সা করে নাকি? তাহলে জেনে রাখুন এটি একটি ডাক্তারি ক্রিম যেটি চুলকানি, ইনফেকশন এবং ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে ব্যবহার করা হয়। তাই এটি কখনোই ফর্সা করে না।
clop g cream ব্যবহার করলে কি হয়
আপনি যদি উপরের অংশগুলো মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে ইতিমধ্যে হয়তো একটি সাধারণ ধারণা পেয়েছেন যে clop g cream ব্যবহার করলে কি হয়। তারপরেও সাধারণ কথাই বলি আপনার ত্বকে যদি চুলকায় এবং সাথে সাথে দাগ হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার ত্বকে ব্যাকটেরিয়াল কিংবা ছত্রাক জনিত ইনফেকশন হয়েছে।
আর ওই অবস্থায় আপনি যদি clop g cream ব্যবহার করেন তাহলে এই সকল ধরনের সংক্রমণ থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। অনেক সময় এমন চুলকায় যার কারনে ঘা হয়ে যায়, তাই এরকম বিরক্তিকর চুলকানি থেকে মুক্তি পেতে হলে আপনার অবশ্যই এই ক্রিমটি পরিপূর্ণভাবে ব্যবহার করতে হবে। আর ব্যবহার করতে হলে অবশ্যই চিকিৎসক নির্দেশিত clop g cream ব্যবহারের নিয়ম ভালোভাবে জেনে নিবেন।
clop g cream কি হাত পা ফর্সা করে?
অনেকে মনে করে যেহেতু এটি ত্বক থেকে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ রক্ষা করে তাই মনে হয় এটি আমাদের হাত-পা ফর্সা করতে পারবে। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল, কারণ আক্রমণ রক্ষার সাথে হাত পা ফর্সা করার কোন সম্পর্ক নেই। তাই আপনারা যারা এই ক্রিমটি মূলত ফর্সা হওয়ার জন্য ব্যবহার করা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তারা সিদ্ধান্ত পরিবর্তন করুন।
clop g cream কি মুখে ব্যবহার করা যায়
clop g cream মূলত ত্বকে ব্যবহার করার জন্য, আর মুখ অবশ্যই ত্বকের মধ্যেই পড়ে। আর প্রধান কথাই বলতে গেলে clop g cream মুখের সকল ধরনের সংক্রমণ থেকে মুখকে রক্ষা করে। তাই আপনার যদি মুখে কোন প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে এই ক্রিমটিতে মুখে ব্যবহার করতে পারবেন এতে কোন প্রকার সমস্যা হবে না।
clop g cream এর উপকারিতা
যার ওপরের অংশগুলো মনোযোগ সহকারে পড়েছেন তারা মোটামুটি clop g cream এর উপকারিতা গুলো জানতে পেরেছেন। তারপরেও এই অংশে একগুচ্ছে আপনাদের উপকারিতা গুলো জানানো হবে সহজে বুঝতে পারেন এবং ক্রিমের কার্যকারিতা জেনে ব্যবহার করে উপকৃত হতে পারেন। আর উপকারিতা জানলে হবে না, উপকারিতা জানার পরে আপনার অবশ্যই clop g cream এর অপকারিতা জেনে নেবেন।
clop g cream এর উপকারিতা
- চুলকানি
- ব্যাকটেরিয়াল ইনফেকশন
- ছত্রাক জনিত ইনফেকশন
- ত্বকের এলার্জি
- ডার্মাটাইটিস
- প্রদাহ কমায়
- ত্বকের ফোলা কমায়
- ত্বকের জ্বালাপোড়া দূর করে
- দাদ ভালো করে
- লাল ভাব দূর
এই ক্রিমের উপাদানগুলো এত শক্তিশালী যে এক কথায় বলতে গেলে ত্বকের যত প্রকার চর্মরোগ রয়েছে সবগুলো চর্মরোগ থেকে রেহাই পাবেন শুধুমাত্র clop g cream এর উপকারিতা হিসাবে। তাই আপনি যদি এই ধরনের কোন রোগে ভুগে থাকেন তাহলে ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন। তবে ক্রিমটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণের প্রয়োজন।
clop g cream ব্যবহারের নিয়ম। clop g cream কিভাবে ব্যবহার করে
যে কোন ক্রিম এর কার্যকারিতা নির্ভর করে ব্যবহারের ওপরে। তাই আপনি যদি এই ক্রিম থেকে ভালো ধরনের উপকারিতা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই clop g cream ব্যবহারের নিয়ম ভালোভাবে জেনে নিতে হবে। আর এই অংশে এটিই জানানো হয়েছে। আপনি যদি ব্যবহার করার নিয়ম না জেনে থাকেন তাহলে মনোযোগ দিয়ে পড়ে জেনে নিন।
সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ছত্রাক জনিত সংক্রমণের কারণে এ ক্রিমটি সবথেকে বেশি ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমে আপনি স্থানটি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবেন। তারপরে হালকা শুকিয়ে নিয়ে ক্রিম সামান্য পরিমানে আঙ্গুলের মাথায় নিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে দিবেন। তবে লাগানোর পরে বেশি ঘসাঘসি করবেন না।
এভাবে আপনি প্রতিদিন দিনে দুইবার করে অর্থাৎ সকালে এবং রাতে ঘুমের পূর্বে ব্যবহার করবেন। তবে ক্রিমটি ব্যবহার করে সূর্যের আলোতে না যাওয়াই ভালো, কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি ক্রিমের কার্যকারিতা দুর্বল করে ফেলতে পারে। তাই সকালে ভোরের দিকে ব্যবহার করবেন এবং রাতে ঘুমানোর পূর্বে ব্যবহার করে ঘুমিয়ে যাবেন।
তবে অবশ্যই খেয়াল রাখবেন এই ক্রিমটি কিন্তু বাহ্যিকভাবে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ এই ক্রিমটি আপনার ত্বকের ব্যবহার করার সময় আপনি ত্বকে যদি কোন প্রকার কাটা থাকে তাহলে কাটা অপেক্ষা করে ব্যবহার করবেন। কারণ কাঁটা স্থানের উপর ব্যবহার করলে ক্রিমটি রক্তে মিশে যাবে সেক্ষেত্রে বিভিন্ন পার্শপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো আশা করছি clop g cream ব্যবহারের নিয়ম জানতে পেরেছেন ভালোভাবে।
clop g cream এর অপকারিতা
clop g cream এর অপকারিতা গুলোর মধ্যে রয়েছেঃ ত্বকে জ্বালাপোড়া করা, চুলকানি হওয়া, সংক্রমণ রোধ করতে না পারায়, ফুসকুড়ি, এলার্জির প্রতিক্রিয়া ইত্যাদি। তবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো দেখা দেয় না। কিন্তু আপনি যদি অতিরিক্ত পরিমাণে এবং নিয়ম অনুসরণ না করে ব্যবহার করেন সেক্ষেত্রে এ ধরনের অপকারিতা গুলো সহ অন্যান্য বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো পরিলক্ষিত হতে পারে।
clop g cream কোথায় পাওয়া যায়
clop g cream যেকোন ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন, আর ফার্মেসীগুলোতে না পেলে আপনি অনলাইন শপ থেকেও অর্ডার করতে পারবনে। তারা আপনার বাড়িতে আসে হোম ডেলিভারি দিয়ে যাবে।
clop g cream এর দাম কত টাকা। clop g cream price in bangladesh
বর্তমান বাজার অনুসারে clop g cream এর দাম ১৫০ টাকা।
শেষ কথা
আমাদের আজকের আর্টিকেলটি আপনি যদি মনোযোগ দিয়ে পড়তে থাকেন তাহলে clop g cream এর উপকারিতা,
clop g cream ব্যবহারের নিয়ম সহ অন্যান্য বিষয়গুলো ভালোভাবে জানতে পেরেছেন। এছাড়া আপনি যদি অন্য কোন আর্টিকেল পড়তে চান সেক্ষেত্রে আমাদের হোম পেজ ভিজিট করে ক্যাটাগরি অনুসারে পড়ে নিতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url