concacaf champions cup 2025 সকল তথ্য

প্রিয় পাঠক, আপনি যদি আর্টিকেলটি মনে করেন সহকারে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলেই জানতে পারবেন concacaf champions cup সম্পর্কে সকল তথ্য। কারণ এই আর্টিকেলটিতে concacaf champions cup সম্পর্কে যে সকল তথ্য আপনার জানা উচিত সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
concacaf champions cup 2025 সকল তথ্য
আবার অন্যদিকে এই রিলেটেড অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সুবিধার্থে অতিরিক্ত বিষয়গুলো জানানো হয়েছে যাতে আপনারা এই আর্টিকেলটি পড়ার পরে concacaf champions cup সম্পর্কে জানার জন্য আর কোন আর্টিকেল কিংবা পোস্ট করার প্রয়োজন না হয়। তবে এজন্য আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য ধরে পড়তে হবে।

concacaf champions cup schedule বা সময়সূচি ২০২৫

যেহেতু এটি অনেক বড় একটি ফেডারেশনের আওতাধীন হয়ে খেলার আয়োজন করা হয়েছে তাই নির্দিষ্ট সিডিউল না থাকলে তারা কোনোভাবে এগুলো কন্ট্রোল করতে পারবে না। এজন্য প্রথম রাউন্ডের সময় রাখা হয়েছে ৪ থেকে ৬ ফেব্রুয়ারি এবং ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় লীগের ক্ষেত্রে ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি এবং 25 থেকে 27 ফেব্রুয়ারি।

রাউন্ড ১৬ এর প্রথম লীগ স্যার থেকে ৬ মার্চ এবং দ্বিতীয় লীগ ১১ থেকে ১৩ মার্চ। কোয়াটার ফাইনাল হবে প্রথম লীগের এক থেকে তিন এপ্রিল এবং দ্বিতীয় লীগ ৮ থেকে ১০ এপ্রিল। সেমিফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে প্রথম লীগের জন্য ১২ থেকে ২৪ এপ্রিল এবং দ্বিতীয় লীগের ক্ষেত্রে ২৯ এপ্রিল। এবং এই সবগুলো শেষ হওয়ার পরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জুন ২০২৫। 

concacaf champions cup

concacaf হলো এমন একটি ফেডারেশন যার আওতাধীন হয়ে আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারাবিয়ান অঞ্চলের লাভগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়। আর এই খেলায় যারা বিজয় অর্জন করে তারা পরবর্তী সময়ে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ লাভ করে।

এর ইতিহাস অনেক পুরাতন, ১৯৬২ সালে concacaf এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী সময়ে ২০০৮ এটির পুনরুকরণ করা হয় এবং এর মধ্যে কিছু পরিবর্তন না হয় যা উল্লেখযোগ্য হয়েছিল। এটি ইউরো কাপের মত একটি স্টেজ পদ্ধতিতে খেলা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে যার ফলে এটি আরো জনপ্রিয়তা বেশি লাভ করে ফেলে।

তবে এই টুর্নামেন্টের একটি ফরমেট রয়েছে, যদি কোন দল এই প্রতিযোগিতায় বিজয় অর্জন করতে চায় তাহলে তাকে এই টুর্নামেন্ট অনুসরণ করে ট্রফি অর্জন করতে হবে। প্রাথমিকভাবে প্রথম রাউন্ড এর পরে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে জয়লাভ করার পরে তারা কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে তার কোয়ার্টার ফাইনালে জয়লাভ করলে তারা সেমিফাইনালে চলে যাবে।

আর সেমিফাইনালে সমস্ত দলের মধ্যে যারা বিজয় অর্জন করবে তারা ফাইনাল খেলার সুযোগ পাবে। ফাইনাল খেলে মূলত দুটি দল থাকে যে দল জিততে পারবে সেই দলই ফাইনাল ট্রফি অর্জন করতে পারবে। মূলত এই পদ্ধতিকে আরও বেশি কম্পিটিটিভ করা হয়েছে যাতে বিজয়ী দল তাদের পারফরম্যান্স আরো বেশি দেখাতে পারে।

তবে এই খেলায় অংশগ্রহণ করতে হলে তাকে অবশ্যই উত্তর আমেরিকার, মধ্যে আমেরিকা এবং ক্যারাবিয়ান অঞ্চলের ক্লাবগুলোর আওতাধীন থাকতে হবে। তবে এই অঞ্চলের যতগুলো ক্লাব রয়েছে সবথেকে সেরা হল মেক্সিকোর ক্লাব যেটি সাত বার শিরোপা জিতেছে।

এই ২০২৩ সালে concacaf এর চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে মেক্সিকোর ক্লাব ও লিওন, তারা মূলত লস অ্যাঞ্জেলেস এফসিকে পরাজিত করে এই শিরোপা অর্জন করে ফেলেছে। এজন্য বলা যায় এটি হলো ঐ সমস্ত অঞ্চলের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং আন্তর্জাতিক মানের ফেডারেশন।

concacaf champions cup table

concacaf কর্তৃক আয়োজিত প্রদর্শনী খেলা সুন্দরভাবে করার জন্য পরিচালনার জন্য concacaf champions cup table অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এটি ব্যবহারের মাধ্যমে যে কোন টিমের পারফরম্যান্স পরিপূর্ণভাবে প্রদর্শিত করা হয়। যার ফলে তাদের পারফরম্যান্স এবং অর্জন গুলো খুব সহজেই হিসাব করা যায়।
এই টেবিলের মাধ্যমে ক্লাবগুলোর পয়েন্ট, গোল ডিফারেন্স, উইনার, ড্র, এবং পরাজয় সম্পর্কিত তথ্য প্রদর্শিত হয়। আর যেকোনো ক্লাবের জন্য এই তথ্যগুলো প্রদর্শিত হওয়া অনেক সুবিধা জনক কারণ সব সময় তো এই তথ্য গুলো মনে থাকে না কিন্তু যখন চার্টের দিকে বা টেবিলের দিকে চোখ যাই তখনই এই লেখাগুলো চোখে পড়ে।

concacaf champions cup winners

concacaf থেকে অনেকে কিন্তু অনেক বার চ্যাম্পিয়ন অর্জন করেছে। তাই আপনি যদি এই উইনারদের নাম জানতে চান অর্থাৎ কারা কতবার শিরোপা অর্জন করেছে তা যদি জানতে চান তাহলে এই অংশটুকু মনোযোগ সহকারে পড়তে থাকুন। এখানে প্রত্যেকটি ক্লাবের নাম দেওয়া হবে এবং ক্লাবগুলো কোন দেশের আর কতবার সেগুলো শিরোপা অর্জন করেছে তা আপনারা জানতে পারবেন।

এই নাম্বারে প্রথম স্থান লাভ করেছে ক্লাব আমেরিকা, ক্লাব আমেরিকা মেক্সিকোতে অবস্থিত। এটি মোট সাতবার শিরোপা অর্জন করতে পেরেছে। দ্বিতীয় নাম্বারের অবস্থান করছে ক্রুজ আজুল যেটিও মেক্সিকোতে অবস্থিত। এটি মোট ছয়বার শিরোপা লাভ করেছে।

তৃতীয় স্থানে রয়েছে ক্রুজ আজুল যেটিও কিন্তু মেক্সিকোর। এটি মোট পাঁচবারের মতো শিরোপা অর্জন করেছে। চতুর্থ স্থানে রয়েছে পাচুকা, এটিও মেক্সিকোর। আর এটি ছয়বার শিরোপা অর্জন করতে সক্ষম হয়েছে। পঞ্চম স্থানে রয়েছে সান্তোস লাগুনা, অনুরূপভাবে এটিও মেক্সিকোর। এটি মোট ২ বার শিরোপা জিতেছে।

একটি বিষয় লক্ষ্য করেছেন যে প্রথম থেকে পঞ্চমীস্থান পর্যন্ত যে ক্লাবগুলো রয়েছে সবগুলো কিন্তু মেক্সিকোর। তাই বলাই যায় যে মেক্সিকো অন্যান্য সকল দেশের থেকে অনেক এগিয়ে রয়েছে।

তো ছয় নাম্বারে অবস্থান করছে ডিপোর্টিভো সাপ্রিসা, যেটি কোস্টা রিকা এর। এটি মোট তিনবার জয়লাভ করেছেন। এরপরে সাত নম্বরে আছে সিয়াটল সাউন্ডার্স, যেটি যুক্তরাষ্ট্রের। এটি মোট একবার শিরোপা অর্জন করতে পেরেছে। আর লাস্টে রয়েছে ক্লাব লিওন যেটি মেক্সিকোর এবং এটি ১ বার শিরোপা লাভ করেছে।

concacaf champions cup qualification

concacaf champions cup এর যতগুলো কোয়ালিফিকেশন রয়েছে সেজন্য কিন্তু এটি মাস্টারমাইন্ড। আরে কোয়ালিফিকেশন বা যোগ্যতা নির্ণয়ের জন্য এখানে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে। যেহেতু এখান থেকে ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ হয়েছে তাই এখানে নিয়মগুলো কঠিন হবে এগুলো স্বাভাবিক।

সোজা কথাই বলতে গেলে এখানে মোট 27 টি দল অংশগ্রহণ করে এবং এগুলো মেজর লীগ সকার, লিভ এম এক্স এরপরে আরো কিছু ধাপ এবং সর্বশেষ কনকাকাফ লিগস কাপ এর মাধ্যমে টিমগুলোকে বাছাইকরণ করা হয়। তো বুঝতে পারছেন এরকম কঠিন পদ্ধতির মধ্যে দিয়ে যে সব টিম এগিয়ে থাকবে তারাই কিন্তু ভবিষ্যতে জয়লাভ করলে ফিফা বিশ্বকাপ খেলার সুযোগ অর্জন করবে।

concacaf champions cup final

concacaf এর ফাইনাল ম্যাচ খেলা অনেক বড় ভাগ্যের ব্যাপার। কারণ এখানে যদি জয়লাভ করা যায় তাহলে কিন্তু পরবর্তী সময়ে ত্রিপুরা বিশ্বকাপে খেলার সুযোগ থাকে। আবার যদি তারা কোন মতে ফাইনাল ম্যাচের জয় লাভ নাও করতে পারে তাহলে কোন সমস্যা নেই।
কারণ যেহেতু তারা ফাইনালে ওঠার মতো সক্ষমতা রাখে তাই এইবার না হোক সামনের বছরে হয়তো তারা একটি ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং তাদের দক্ষতা অনুসারে স্থান অর্জন করে নিতে পারবে। আর যদি কোন ভাবে ফাইনাল কাপ অর্জন করতে পারে তাহলে তারা কিভাবে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

ব্যক্তিগত মতামত

আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি concacaf champions cup 2025 সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন। এছাড়াও আরো যদি অন্য কোন তথ্য জানতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা এই সম্পর্কিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারেন।

আপনি যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদের সাথে এই বিষয়টি শেয়ার করতে ভুলবেন না। যেহেতু অনেক মানুষ কিন্তু এই খেলা গুলো সম্পর্কে যদি কেউ জানতে চেয়ে থাকে তাহলে তাকে অবশ্যই এই আর্টিকেল সম্পর্কে জানিয়ে দিবেন। নিজে উপকৃত হবেন এবং অন্যকে উপকৃত করার চেষ্টা করবেন, এটাই বাস্তব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪