realme p3 pro 5g এর দাম কত টাকা বাংলাদেশে ও স্পেসিফিকেশন

প্রিয় পাঠক, আপনি যদি আমাদের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে পারেন তাহলে জানতে পারবেন realme p3 pro 5g এর স্পেসিফিকেশন সম্পর্কে সকল তথ্য। তাই আপনি যদি realme p3 pro 5g ক্রয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই তথ্যগুলো জেনে নিতে হবে।
realme p3 pro 5g এর দাম কত টাকা বাংলাদেশে ও স্পেসিফিকেশন
আর যেহেতু মোটামুটি অনেক টাকা দাম তাই আপনার উচিত ক্রয় করার পর বেশি সকল তথ্য পরিপূর্ণভাবে জেনে নেওয়া। যদিও এটি বর্তমান বাংলাদেশে এখনো মনে হয় পাওয়া যাচ্ছে না বাংলাদেশ এখনো লঞ্চ হয় নাই। তাই প্রথম দিকেই আপনি যদি ক্রয় করতে চান তাহলে আপনাকে এই তথ্যগুলো জেনে নিতে হবে।

realme p3 pro 5g এর স্পেসিফিকেশন

Realme ফোন যবে থেকে বাজারে এসেছে তবে থেকে কিন্তু এর বাজার মার্কেট এর বিক্রয় ভালো। কারণ ওই সেগমেন্টের মধ্যে realme এমন কিছু অফার করে যা অন্যান্য কোম্পানি দিতে পারবে না। প্রথম থেকে যখন রিয়েলমি বাজারে প্রথম লঞ্চ হয় তখন কিন্তু অনেকেই এই মোবাইলকে আইকনিক মোবাইল মনে করেছে।

এই দামের মধ্যে এত কিছু অফার করা অনেক কোম্পানির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যেহেতু এই কোম্পানিটি আমাদের জন্য এত ভালো কাজ করছে তাই আমাদের সবাইকে এই কোম্পানিকে সাধুবাদ জানানো উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি।

আর প্রত্যেক কোম্পানির কিন্তু আলাদা কিছু কাস্টমার রয়েছে যারা মূলত ওই কোম্পানির মোবাইল ছাড়া কখনোই ক্রয় করবে না। তেমনি ভাবে রিয়েলমি কিছু ফ্যান ফলোয়ার রয়েছে যারা মূলত রিয়েল মোবাইল ছাড়া অন্য কোম্পানির মোবাইল কখনোই ক্রয় করবে না।
শুধুমাত্র আমি realme পছন্দ করি এটা থেকে নয় আমি আজকের এই আর্টিকেলের যে তথ্যগুলো দেবো সেগুলো নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরবো। কারণ ভালো জিনিসকে যদি আমরা ভালো না বলি তাহলে কখনো সেগুলো মার্কেট পাবে না। আর ভালো জিনিস গুলো মার্কেট না পেলে খারাপ জিনিস গুলো মার্কেটে ভুলে যাবে এবং মানুষ সেগুলোকে নিয়ে প্রতারিত হবে।

তাই আপনি মোবাইল ক্রয় করার সময় এমন কোম্পানির নির্বাচন করবেন যে কোম্পানির ফোন যে ফিচার্স গুলো দিয়ে থাকে সেগুলো দীর্ঘস্থায়ী হয় এবং এর গুলোর দাম তুলনামূলক সাধ্যের মধ্যে হয়ে থাকে। তাই আপনি যদি এই দিকটিভ বিবেচনা করেন তাহলে কিন্তু realme কোম্পানি অনেক এগিয়ে রয়েছে।

অন্যান্য কোম্পানির মোবাইল খারাপ আমি এই কথাটি কখনোই বলছি না। আমি বলছি যে এই দামের মধ্যে যে সে ফিচার্স বা স্পেসিফিকেশন দেওয়া রয়েছে সেগুলো আপনি অন্য কোম্পানির মোবাইল গুলোর মধ্যে খুব কম পরিমাণে পেয়ে যাবেন। এখন আপনি আপনার ব্যক্তিগত পছন্দ এবং অভিজ্ঞদের মতামত নিয়ে ক্রয় করবেন।

এছাড়া বর্তমানে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউবে কিন্তু অসংখ্য ভিডিও টিউটোরিয়াল রয়েছে। তাই আপনি কোন ফোন কিনবেন এবং ফোন ক্রয় করার পূর্বে সেই রিভিউগুলো অবশ্যই দেখে নিবেন। তবে সবার ভিডিও দেখে আবার প্রতারিত হবেন না কারণ অনেকে কিন্তু নির্দিষ্ট কোম্পানির টাকা ঘুষ খেয়ে মিথ্যা তথ্য দেয়।

আপনি চাইলে sam zone এর ভিডিও গুলো দেখতে পারেন, সে অত্যন্ত অথেন্টিক এবং সত্য তথ্য গুলো আপনাদের সামনে উপস্থাপন করে। তো এখন চলুন জেনে নেওয়া যাক realme p3 pro 5g এর স্পেসিফিকেশন সম্পর্কে অর্থাৎ কি রয়েছে এই মোবাইলটির মধ্যে।

প্রথমদিকে যদি বলতে চাই তাহলে বলা যাইতে এটি একটি অত্যাধুনিক এবং শক্তিশালী মোবাইল গুলোর মধ্যে অন্যতম। কারণ এখানে যে ফিচারগুলো এবং ডিজাইনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অত্যন্ত ইউনিক এবং আগে এই মডেল এর হুবহু কোন ফোন বাজারে ছিল না।

তাই বুঝতে পারছেন যেহেতু নতুন একটি মোবাইল কোম্পানির নতুন মডেল বাজারে এসেছে তাই এটা নিয়ে বর্তমানে অনেক ভাইপ ক্রিয়েট হয়েছে। বিশেষ করে যারা নতুন নতুন মোবাইল কিনবেন তাদের মধ্যে এই মোবাইলটি ক্রয় করার প্রবণতা অনেক বেশি রয়েছে।

তো প্রথমে যদি বলতে চাই এর ডিসপ্লে নিয়ে কিছু কথা বলতে হবে। আপনি যদি এই মোবাইলে কোন ভিডিও দেখেন তাহলে আপনার মনে হবে না যে আপনি মোবাইলের কোন স্ক্রিনে এই ভিডিওটি দেখছেন। কারণ ভিডিও রেজুলেশন এত ক্লিয়ার করা হয়েছে যে আপনি অবাক হয়ে যেতে বাধ্য হবেন।

এই ফোনটিতে ৬.৮৩ ইঞ্চির amolet একটি স্ক্রিন ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লেটি কিন্তু মোটামুটি অনেক বড় যেটা দিয়ে আপনি অনেক ভাল রকমের ভিডিও প্লে করতে পারবেন। এখানে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। এটি এর ডিসপ্লেকে আরো সুপারফাস্ট করে তুলেছে।

আর যে কোন মোবাইলে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এর প্রসেসর। কোন ফোনের যদি প্রসেসর ভালো হয় তাহলে ওই ফোনটি সবথেকে বেশি ফাস্ট হবে। আর কোন ফোনের যদি প্রসেসর খারাপ হয় তাহলে ওই ফোনের যতই ram বেশি হোক না কেন কোনভাবে ফাস্ট কাজ করবে না।

যদিও স্বল্প সময়ের জন্য ফাস্ট কাজ করে থাকে যখনই আপনি একে ভারী কোন কাজের চাপ করতে যাবেন কিংবা অতিরিক্ত প্রেসার দেবেন তখনই হ্যাং করবে। এজন্য সব সময় প্রসেসরের দিকে নজরদারি করবেন যাতে এটি সবচেয়ে ভালো হয়। আর যারা realme কোম্পানির ক্রেতা রয়েছেন তারা ভালোভাবে জানেন রিয়েলমি কোম্পানি এই বিষয়ে অনেক সচেতন।

এই ফোনের প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 চিপসেট। তো বুঝতে পারছেন যে কত শক্তিশালী একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আসলে অনেকেই মনে করেন প্রসেসরের সাথে ক্যামেরার কোন সম্পর্ক নেই।

ক্যামেরা যত মেগাপিক্সেল হবে তত ভালো ছবি উঠানো যাবে কিংবা ভিডিও করা যাবে। যারা এরকম মনে করে থাকেন তারা মনোযোগ সহকারে এই কথাগুলো শুনে রাখেন। আইফোনের ক্যামেরা খুব অল্প মেগাপিক্সেলের হয়ে থাকে কিন্তু সেগুলো দিয়ে যদি ছবি তোলা হয় বা ভিডিও করা হয় তাহলে অনেক ভালো ক্লিয়ার হয়।

আপনি একটি হিসাব করে দেখবেন যে আইফোনের ক্যামেরা যদি ২০ মেগাপিক্সেল হয় এবং অ্যান্ড্রয়েড ক্যামেরা যদি ২০০ মেগাপিক্সেল হয় তাহলেও সমান ভাবে কার্যকর ভাবে কাজ করতে পারেন। আইফোনের ২০ মেগাপিক্সেলের ক্যামেরাই কিন্তু ভালো পারফরম্যান্স করে।

এর মূল কারণ হলো আইফোনের প্রসেসর ভালো। এজন্য যে ফোনের প্রসেসর যত ভালো হবে ওই ফোনের ক্যামেরা তত ভালোভাবে কাজ করতে পারবে এবং তত ক্লিয়ার ছবি ও ভিডিও তৈরি করে দিতে পারবে। এর জন্য যারা এই বিষয়টি জানতেন না তারা জেনে রাখুন এজন্য পরবর্তী সময়ে ফোন ক্রয় করতে যাবেন তখন ক্যামেরার মেগাপিক্সেলের পাশাপাশি প্রসেসর ভালো দেখে নিবেন।
এর ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল আর সামনের ক্যামেরাটি মূলত 16 মেগাপিক্সেলের। এছাড়া ৬০০০ মিলি আম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া আরেকটি বিষয় সেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যাপক সাপোর্ট রয়েছে। বর্তমানে কিন্তু প্রতিটি ফোনে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে।

তখন অবশ্যই দেখে নেবেন যে আপনার ফোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মাধ্যমে কাজ করে কিনা। কারণ এর মাধ্যমে অনেক কঠিন কঠিন কাজ খুব অল্প সময়ের মধ্যে করে ফেলা যায় এবং এতে কোন প্রকার টাকা পয়সা খরচ করতে হয় না।

এই ফোনের র‍্যাম রয়েছে ৮ জিবি ও ১২ জিবি আর রোম রয়েছে ১২৮ জিবি ও ২৫৬ জিবি। আপনি আপনার বাজেট এবং ব্যক্তিগত পছন্দ অনুসারে এগুলো ক্রয় করে নিতে পারেন। আপনি যদি ভারি কাজ করেন তাহলে 12 জিবি নিবেন আর অল্প কাজ করলে ৮ জিবি হলে যথেষ্ট।

realme p3 pro 5g এর দাম কত টাকা বাংলাদেশে

যেহেতু এই মোবাইলটি এখনো বাংলাদেশের মার্কেটে অফিশিয়ালি আসেনি তাই পরিপূর্ণভাবে এর দামটি বলা যাচ্ছে না। তবে ভারতের যে দামটি রাখা হয়েছে সেই অনুসারে যদি তুলনা করা হয় তাহলে realme p3 pro 5g এর বাংলাদেশের মূল্য হবে আনুমানিক ৩৫ হাজার টাকা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪