২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন ২০ থেকে ৩০ হাজার মধ্যে

প্রিয় পাঠক, আমাদের আজকের এই আর্টিকেলটি আপনি যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে জানতে পারবেন ২০২৫ সালের সেরা বাজেট কোনগুলো। আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন একজন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে থাকে যে আসলে বর্তমান সময়ে সেরা বাজেট স্মার্টফোন কোনগুলো তাহলে তাদেরকে নিচের স্মার্টফোনগুলো ক্রয় করার পরামর্শ দিতে পারেন।
২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন ২০ থেকে ৩০ হাজার মধ্যে
যেহেতু এই আর্টিকেলটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যমূলক হবে তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। মূলত স্মার্ট ফোন ক্রয় করার সময় আপনাকে অবশ্যই এর ভেতরের কনফিগারেশন সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। আর আপনি যদি এগুলো না জেনে থাকেন তাহলে অভিজ্ঞ কোন ব্যক্তির নিকট জেনে নিবেন।

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন

২০২৫ সালের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্মার্ট ফোন থাকা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আর এই ডিজিটাল সময়ে আপনি যদি সময়ের সাথে নিজেকে আপডেট রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি স্মার্টফোন ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার সকল নিয়ম জেনে রাখতে হবে। সেই ধারণা থেকে আপনার যদি স্মার্টফোন না থেকে থাকে এবং আপনি যদি একটি স্মার্টফোন ক্রয় করতে চান তাহলে প্রথমেই যে বিষয়টি মাথায় আসে সেটা হলে বাজেট।

আপনি যে কোন জিনিস ক্রয় করেন না কেন প্রত্যেক জিনিসের পেছনে কিন্তু বাজেট থাকে। আর আপনি যদি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন ক্রয় করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য শ্রেষ্ঠ হতে পারে। কারণ এখানে এমন সব ফোন গুলোর নাম উল্লেখ করা হয়েছে যেগুলো ভ্যালু ফর মানি হবে। এজন্য বাজেট রাখা হয়েছে ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে, এই বাজেট রাখার একমাত্র কারণ হলো সবার পারিবারিক অবস্থা কিংবা আর্থিক পরিস্থিতি এক নয়। কিন্তু যে বাজেট রাখা হয়েছে এই বাজেটের মধ্যে কিন্তু অনেকেই ফোনগুলো ক্রয় করতে পারবে।

Samsung Galaxy A15 5G

স্যামসাং কোম্পানি নিয়ে অতিরিক্তভাবে আর কিছুই বলার নেই। যারা স্যামসাং কোম্পানির ফোন ইতিমধ্যে চালিয়েছে তারা কখনোই অন্য কোন কোম্পানির এন্ড্রয়েড ফোন ব্যবহার করে সুবিধা করতে পারবে না। আপনি যদি স্যামসাং কোম্পানির কোন ফোন ব্যবহার করে না থাকেন তাহলে আমি এর রিকমেন্ড করবো আপনি একবার হলেও স্যামসাংয়ের ফোন ব্যবহার করে দেখেন। এন্ড্রয়েড এর জগতে এই কোম্পানি সবার উপরে অবস্থান করছে।

Samsung Galaxy A15 5G এর কনফিগারেশন
  • চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস
  • প্রসেসর: অক্টা-কোর (২.২ গিগাহার্টজ ডুয়াল-কোর কর্টেক্স A76 + ২.০ গিগাহার্টজ হেক্সা-কোর কর্টেক্স A55)
  • ডিসপ্লে: সুপার অ্যামোলেড
  • পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
  • ওজন: ২০০ গ্রাম
  • ব্যাটারি: ৫০০০ এমএএইচ
  • ফাস্ট চার্জিং: ২৫ ওয়াট
  • ইউএসবি টাইপ: টাইপ-সি
  • স্টোরেজ: ১২৮ জিবি
  • র‌্যাম: ৬ জিবি
  • নেটওয়ার্ক: ২জি, ৩জি, ৪জি, ৫জি
এই ফোনের অফিশিয়াল বাজার মূল্য ২৫ হাজার ৯৯৯ টাকা এবং আনঅফিসিয়াল বাজার মূল্য বিশ হাজার টাকা। যারা মূলত খুব ফাস্ট ফোন চাচ্ছেন এবং ফোন দিয়ে বিভিন্ন রকমের অনলাইন গেমিং করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ভুলটি ক্রয় করতে পারেন। যেহেতু এর ডিসপ্লে এটি অনেক ভালো এবং চার্জ অনেকক্ষণ থাকে তাই heavy ইউজারের জন্য এই ফোনটি ভালো হবে।

Realme Narzo 60

Realme ফোন যখন বাজারে প্রথম এসেছিল তখনই কিন্তু বিশাল একটি vibe ক্রিয়েট করেছিল। সেই তখন থেকে এখন পর্যন্ত কিন্তু realme তাদের ফোনগুলোতে বিশেষ কিছু স্পেসিফিকেশন দিয়ে রয়েছে যেগুলো এই দামের তুলনায় অন্য কোন ফোনে এরকম পাবেন না। অর্থাৎ আপনি যদি কম দামে একটি আকর্ষণীয় ফোন ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনার জন্য রিয়েল মি ব্র্যান্ড সব থেকে ভালো হবে।

Realme Narzo 60 এর কনফিগারেশন
  • চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ (MT6833)
  • প্রসেসর: অক্টা-কোর (২.২ গিগাহার্টজ ডুয়াল-কোর কর্টেক্স A76 + ২ গিগাহার্টজ হেক্সা-কোর কর্টেক্স A55)
  • ডিসপ্লে: সুপার অ্যামোলেড
  • ব্যাক ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
  • ওজন: ১৮২ গ্রাম
  • ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার
  • ফাস্ট চার্জিং: ৩৩ ওয়াট
  • USB টাইপ: টাইপ-সি
  • স্টোরেজ: ১২৮ জিবি
  • র‍্যাম: ৮ জিবি
  • নেটওয়ার্ক: ২জি, ৩জি, ৪জি, ৫জি
যারা মূলত রিয়েল মি কোম্পানির ফোন পছন্দ করে থাকেন তারা চাইলে এই ফোনটিকে বাছাই করে নিতে পারেন। এর আনঅফিসিয়াল বাজার মূল্য ২৫ হাজার ৫০০ টাকা। যারা এই বাজেটে ফোন খুজতেছিলেন এবং কনফিগারেশন বেশি চাচ্ছিলেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে।

Xiaomi Redmi Note 13

যারা বিশেষ করে শাওমির ফোন গুলো পছন্দ করে থাকেন তাদের জন্য এই ফোনটি সবথেকে ভালো হবে। প্রত্যেক ব্যক্তির কিন্তু আলাদা আলাদা মোবাইল ফোনের কোম্পানির পছন্দ থাকে তাই আপনি যদি আপনার পছন্দের কোম্পানির ফোন ক্রয় করে থাকেন তাহলে ফোনটি যেমনই হোক না কেন আপনার কিন্তু পছন্দ হবে এবং ব্যবহার করতে ভালো লাগবে।

Xiaomi Redmi Note 13 এর কনফিগারেশন
  • চিপসেট: Qualcomm Snapdragon 685
  • প্রসেসর: অক্টা-কোর (২.২ গিগাহার্টজ ডুয়াল-কোর কর্টেক্স A76 + ২.০ গিগাহার্টজ হেক্সা-কোর কর্টেক্স A55)
  • ডিসপ্লে: AMOLED
  • রিয়ার ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
  • ওজন: ১৮৮ গ্রাম
  • ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার
  • ফাস্ট চার্জিং: ৩৩ ওয়াট
  • ইউএসবি পোর্ট: টাইপ-সি
  • স্টোরেজ: ১২৮ জিবি
  • র‍্যাম: ৬ জিবি / ৮ জিবি
  • নেটওয়ার্ক সমর্থন: 2G, 3G, 4G
যেহেতু কনফিগারেশন মোটামুটি ভালো এবং ফোনগুলো অনেকদিন ধরে টেকসই থাকে তাই আপনি চাইলে কিন্তু এই ফোনটি ক্রয় করতে পারেন। ৬ জিবি ভেরিয়েন্ট এর দাম ২০ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি ভেরিয়েন্টের দাম ২২ হাজার ৯৯৯ টাকা। আপনার ব্যক্তিগত পছন্দ এবং প্রয়োজন অনুসারে এই দুইটি ভেরিয়েন্টের মধ্যে যেকোনো একটি নিতে পারেন।

Poco M6 Pro

পোকো কিন্তু শাওমি ব্র্যান্ডের একটি সাবব্রান্ড। মূলত এই ফোনটি প্রথমে বাজারে এসেছিল গেমিং ফোন হিসাবে। গেমিং ফোন হিসেবে এর পরিচিতি পেয়েছিল। তবে আপনি যদি এই ক্যাটাগরির ফোন গুলো ক্রয় করতে চান তাহলে কিন্তু ক্রয় করতে পারেন কারণ এগুলো অনেক ভালো। চলুন বাড়তি কথা না বলে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Poco M6 Pro এর কনফিগারেশন
  • প্রসেসর: অক্টা-কোর (২.২ গিগাহার্টজ, ডুয়াল-কোর, Cortex A78 + ২.০ গিগাহার্টজ, হেক্সা-কোর, Cortex A55)
  • ডিসপ্লে: IPS LCD
  • পেছনের ক্যামেরা: ৫০MP + ২MP
  • সামনের ক্যামেরা: ৮MP
  • ওজন: ১৯৯ গ্রাম
  • ব্যাটারি: ৫০০০ mAh
  • ফাস্ট চার্জিং: ১৮ ওয়াট
  • ইউএসবি টাইপ: টাইপ-C
  • স্টোরেজ: ৬৪GB
  • র‍্যাম: ৪GB
  • নেটওয়ার্ক: ২জি, ৩জি, ৪জি, ৫জি
যারা মূলত একেবারে কম বাজেটে ফোন চাচ্ছিলেন অর্থাৎ যাদের বাজেট ২০ হাজার টাকার থেকেও কম তারা চাইলে কিন্তু এই মোবাইলটি ক্রয় করে নিতে পারেন। যেহেতু এটির কনফিগারেশন তুলনামূলক কম তাই আনঅফিসিয়াল বাজার মূল্য মাত্র ১৭ হাজার টাকা। তো যাদের বাজেট একেবারেই কম তারা চাইলে ৪ জিবি ও ৬৪ জিবির ভেরিয়েন্ট 17000 টাকায় এবং ৬ জিবি ১২৮ জিবি ভেরিয়েন্ট মাত্র ১৮ হাজার টাকায় ক্রয় করতে পারেন।

Infinix Zero 5G 2023 Edition

ইনফিনিক্স ফোন কম দামের মধ্যে সবথেকে ভালো ফোন আমার হিসাবে। কারন এটি এত কম দামে যে এত বেশি কনফিগারেশন বাজারে লঞ্চ করে আমি অন্য কোন কোম্পানিকে এত কম দামে এরকম কনফিগারেশন এর ফোন বাজারে লঞ্চ করতে দেখিনি। এই ফোনের দাম কম বলে এটা ভাববেন না যে ফোনটি ভালো নয়। সাধারণ জনতার সুবিধার্থে এই ফোনের কোম্পানিটি এত কম দামে ফোন বিক্রি করে থাকে।

Infinix Zero 5G 2023 Edition এর কনফিগারেশন
  • চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০
  • প্রসেসর: অক্টা-কোর (২x২.৬ গিগাহার্টজ Cortex-A78 & ৬x২.০ গিগাহার্টজ Cortex-A55)
  • ডিসপ্লে: আইপিএস এলসিডি
  • রিয়ার ক্যামেরা: ৫০+২+২ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
  • ওজন: ১৯৯ গ্রাম
  • ব্যাটারি: ৫০০০ এমএএইচ
  • ফাস্ট চার্জিং: ৩৩ ওয়াট
  • ইউএসবি টাইপ: টাইপ-সি
  • স্টোরেজ: ২৫৬ জিবি
  • র‍্যাম: ৮ জিবি
  • নেটওয়ার্ক: ২জি, ৩জি, ৪জি, ৫জি

শেষ কথা

আশা করি আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি জানতে পেরেছেন ২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন কোনগুলো। আপনি যদি এই সমস্ত বিষয় একদম পরিপূর্ণ বুঝতে পারেন তাহলে আপনি একটি শোরুমে গিয়ে স্মার্ট ফোন ক্রয় করতে পারবেন। আর আপনি যদি স্মার্টফোনের কনফিগারেশন সম্পর্কে খুব একটা ভালো না বোঝেন তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তিকে সাথে নিয়ে যাবেন ফোন ক্রয় করার সময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪